লখনউ সুপার জায়েন্টস বনাম কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ম্যাচে উপস্থিত থাকতে মেয়ে সুহানা খান ও ছেলে আব্রাম খানকে নিয়ে কলকাতায় পৌঁছেছেন শাহরুখ খান। রবিবার কলকাতা বিমানবন্দরের বাইরে কড়া নিরাপত্তার মধ্যে অপেক্ষমাণ গাড়িতে গিয়ে ওঠে দুই ছেলে-মেয়ে সহ শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সহ-মালিক কিং খান।
কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন শাহরুখ খান
কেকেআর বনাম এলএসজি (লখনউ সুপার জায়ান্টস)-এর ম্যাচের দিন তিলোত্তমায় এলেন শাহরুখ খান। ‘কিং খানের জন্য অপেক্ষা করতে পারছি না’, কলকাতা বিমানবন্দরের বাইরে থেকে শাহরুখের ভিডি/a সহ এক ভক্ত টুইট করেছেন। আরেকজন লিখেছেন, ‘লাকি চার্ম! এই ম্যাচ আমাদেরই’
আরও পড়ুন: পয়লা বৈশাখে তথাগতর থেকে উপহার পেলেন ঋতাভরী? পাতে পোলাও-মাংস, জানালেন হিন্দুস্তান টাইমস বাংলাকে
ভিডিয়োতে দেখা যায়, সুহানা প্রথমে বিমানবন্দরের গেটের বাইরে হেঁটে যাচ্ছেন। তারপরেই শাহরুখ ও আব্রাম এবং কয়েক ডজন নিরাপত্তারক্ষী। ক্লিপটিতে ভক্তদের শাহরুখের নাম ধরে চিৎকার করতে শোনা যায়। আপাতদৃষ্টিতে অভিনেতা অনন্যা পান্ডেকেও বিমানবন্দরের বাইরে সুহানার সঙ্গে দেখা গিয়েছে। ছিলেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানিও।
সম্প্রতি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ চলাকালীন ইডেন গার্ডেন্সে ছিলেন শাহরুখ। ২৩ মার্চের ম্যাচ চলাকালীন দর্শকরা বলিউড অভিনেতার জন্য উল্লাসে মেতেছিলেন
আরও পড়ুন: অক্ষয় ছাপিয়ে গেল অজয়কে! ৩ দিনে বক্স অফিসে কত আয় ময়দান-বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ
এর আগে এপ্রিলে বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসকে হারানোর পর শাহরুখও তাঁর দলের জন্য গলা ফাটালেন। কেকেআরের জয়ের পরে, অভিনেতা খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে মাঠে পা রাখেন। এমনকী, ঋষভ পন্থের মাথায় একটি চুমু খেতেও দেখা যায়। একইভাবে স্টেডিয়ামে ক্রিকেটার শ্রেয়স আইয়ার ও কুলদীপ যাদবকেও শক্ত করে জড়িয়ে ধরেন শাহরুখ। পরাজিত দলের সদস্যদের অটোগ্রাফও দিয়েছিলেনন তিনি।
আরও পড়ুন: ওরি-কে নাচতে দেখে হেসে ফেললেন তৃণা! কাঁধে হাত দিয়ে তুললেন ছবি স্পেশাল পোজে
অভিনয়ের ক্ষেত্রে, শাহরুখকে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালের 'ডাঙ্কি' ছবিতে। এতে অভিনয় করেছেন বোমান ইরানি, তাপসী পান্নু, ভিকি কৌশল, বিক্রম কোচর এবং অনিল গ্রোভারের মতো অভিনেতারা। ছবি সেই বছরের অন্য দুটো রিলিজ পাঠান আর জওয়ানের মতো ৫০০ কোটির ঘরে প্রবেশ করতে পারেনি। আপাতত নতুন প্রকল্পের ঘোষণার অপেক্ষায় বাদশার ভক্তেরা। সকলের চিন্তা! ২০২৪টা কি তাহলে শাহরুখের বছর হবে না?