দেখতে দেখতে একসঙ্গে অনেকগুলি বছর কাটিয়ে দিলেন শাহরুখ খান এবং গৌরী খান। ২৬ অক্টোবর তাঁদের বিবাহবার্ষিকী। এই বছর তাঁদের ৩২ তম বিবাহবার্ষিকী। তাঁদের বিয়ের বছরপূর্তিতে জেনে নিন এই অজানা এবং কম জানা তথ্য।
শাহরুখের নাম পরিবর্তন
বিয়ের আগে নাম বদলেছিলেন শাহরুখ খান। বিয়ের সময় নাম বদলে জিতেন্দ্র তুললি রেখেছিলেন তিনি, কিন্তু কেন করেছিলেন এমনটা? ১৯৯১ সালে দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করেন শাহরুখ খান এবং গৌরী। শাহরুখ এবং গৌরী বহুদিনের বন্ধু ছিলেন। দীর্ঘদিন প্রেম করার পর ১৯৯১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তাঁরা। কিন্তু যেহেতু তাঁরা দুজন দুই ধর্মের ছিলেন সেহেতু তাঁরা বিয়ের আগে দুজনেই নাম বদলান।
বিয়ের আগে শাহরুখ তাঁর নাম বদলে রাখেন জিতেন্দ্র কুমার তুললি। মুস্তাক শেখের বই শাহরুখ ক্যান অনুযায়ী কিং খান তাঁর এই নতুন নাম দুই কিংবদন্তি অভিনেতার নামে রেখেছিলেন। কিন্তু তাঁর নাম বদলের এই কাহিনি সবাই কিন্তু জানেন না।
জিতেন্দ্র নামটা রেখেছিলেন কারণ তাঁর ঠাকুমা মনে করতেন শাহরুখকে নাকি বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্রর মতো দেখতে। তাই ঠাকুমার সেই কথা মনে করে প্রথম নাম জিতেন্দ্র রাখেন। আর রাজেন্দ্র কুমারের আসল পদবী তুললি। সেখান তিনি তাঁর পদবী তুললি রাখেন। এভাবেই শাহরুখ খান তাঁর বিয়ের আগে নাম বদলে জিতেন্দ্র কুমার তুললি রাখেন।
আরও পড়ুন: 'একদম লাভ স্টোরি পছন্দ করত না' কুছ কুছ হোতা হ্যায় করতে গিয়ে বিরক্ত হয়েছিলেন শাহরুখ!
আরও পড়ুন: মুক্তির আগেই ডাঙ্কি দেখলেন বোমান ইরানি? শাহরুখের ছবি নিয়ে বললেন, 'হ্যাট্রিক হবে এটাও'
কেবল শাহরুখ নন, গৌরীও বিয়ের আগে তাঁর নাম বদল করেন। তিনি তাঁর নিকার আগে নাম পাল্টে রাখেন আয়েশা।
শাহরুখ গৌরী দুই ধর্ম মতেই বিয়ে করেছিলেন। পাশাপাশি করেছিলেন আইনি বিয়েও। নিজেদের এই নাম বদল নিয়ে তাঁর বইতে কিং খান বলেছিলেন, 'আমরা এই নাম বদলের বিষয়টা কাউকেই তেমন জানাননি।'
প্রসঙ্গত শাহরুখ খানকে আগামীতে ডাঙ্কি ছবিতে দেখা যাবে। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিটি শীতের ছুটিতে মুক্তি পাবে। এখানে তাঁর সঙ্গে আছেন তাপসী পান্নু।