দেখতে দেখতে ৮৮টা বসন্ত পার করে ফেললেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। ৮ ডিসেম্বর, শুক্রবার বর্ষীয়ান অভিনেতার জুহুর বাড়িতে তাঁকে শুভেচ্ছা জানাতে উপচে পড়েছিল অনুরাগীদের ভিড়। ‘ধর্মেন্দ্র এক আনমোল রতন ইন্টারন্যাশনাল ফ্যান ক্লাব’-এর তরফে এদিন বিশাল একখানা ৭ স্তরের কেক পৌঁছে গিয়েছিল অভিনেতার বাড়িতে।
জন্মদিনে বাবার পাশে ছিলেন তাঁর বড় ছেলে সানি দেওল। কেক কাটার সময় ধর্মেন্দ্রর পাশে দেখা যায় সানিকে। সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবির নিচেও উঠে এসেছে অনুরাগীদের অজস্র মন্তব্য। প্রিয় অভিনেতাকে এদিন ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। হেমা মালিনী ও ধর্মেন্দ্রর দুই কন্যা এষা ও অহনাও জন্মদিনে তাঁদের বাবাকে ভালোবাসা জানিয়ে পোস্ট করেছেন।
অহনা বাবা ধর্মেন্দ্রর সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমার প্রথম ভালোবাসার জন্মদিনে শুভেচ্ছা। আমার দেখা সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে ভালবাসার মানুষ।’ এষা দেওল লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বাবা, তোমাকে ভালোবাসি.. আমি প্রার্থনা করি যে তুমি সবসময় সুখী, সুস্থ এবং শক্তিশালী থেকো। আমি তোমাকে অনেক ভালোবাসি।’
ধর্মেন্দ্রকে শুভেচ্ছা জানিয়ে একটা আবেগঘন ভালোবাসা মাখা পোস্ট করেছেন হেমা মালিনী। লিখেছেন, ‘আমার দীর্ঘদিনের জীবনসঙ্গীকে একটা সুখী, স্বাস্থ্যকর এবং আনন্দময় জন্মদিনের শুভেচ্ছা। আপনার হৃদয়ে ধারণ করতে পারে এমন, আমার সমস্ত ভালবাসা আপনার কাছে থাকুক, এই দিনটা যত সুখ এবং জীবনের যত আশীর্বাদ আনতে আনুক। আমি শুধু বলতে চাই এবং আশা করি আপনি দেখতে পাচ্ছেন যে আপনি কতটা স্পেশাল।’
প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে ধর্মেন্দ্র ১৯৫৪ সালে প্রকাশ কৌরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের ৪ সন্তান রয়েছে — সানি, ববি, বিজেতা ও অজিতা দেওল।তবে এই বিয়ের প্রায় ৩০ বছর পর, ধর্মেন্দ্র হেমা মালিনীকে বিয়ে করেন। তাঁদের দুই মেয়ে হলেন এষা ও অহনা দেওল।