আরিয়ার খানের পোশাক ব্র্যান্ড ডি'ইয়াভোল এক্সের (D'Yavol X)-এর হয়ে প্রচার করছেন শাহরুখ খান এবং সুহানা খান। কিছু দিন আগেই ডি'ইয়াভোল এক্সের বিজ্ঞাপনের জন্য বাবা শাহরুখ খানের সঙ্গে কাজ করতে দেখ গিয়েছে সুহানাকে। সেই বিজ্ঞাপনের পরিচালনা করেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। নেটদুনিয়ায় রীতিমতো সাড়া ফেলেছিল সেই বিজ্ঞাপন।
পোশাক ব্র্যান্ড ডি'ইয়াভোল এক্সের (D'Yavol X)-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখা যায় শাহরুখ ও আরিয়ানের বোন সুহানা খানকে। এই ডিয়াভল ব্র্যান্ডের কোলাবোরেশন রয়েছে ডিজনির সঙ্গে। এ নিয়ে দ্বিতীয়বার সম্প্রতি স্ট্রিটওয়্যার কালেকশন লঞ্চ করা হয়েছে এই ব্র্যান্ডের। এতে রয়েছে সোয়েটশার্ট, ডেনিম জ্যাকেট। কয়েকদিন আগেই সেই ব্র্যান্ডের নতুন কালেকশন সামনে এসেছে। প্রথমবার আরিয়ান খানের পরিচালনায় শাহরুখ ও সুহানা একসঙ্গে অভিনয় করেন। এরপর ডেনিম জ্যাকেট পরে ছবি পোস্ট করেন সুহানা। শাহরুখ পরেন কালো টিশার্ট। এ দিকে জানা যাচ্ছে, যে ডেনিম জ্যাকেটটি পরে বিজ্ঞাপন করেছেন শাহরুখ ও সুহানা সেই জ্যাকেটটির দাম ৯৯ হাজার টাকা।
আরও পড়ুন: ‘মেসবাড়ি’র গল্প বলবেন খেয়ালী, বিশ্বনাথ, দেবদূতরা! মুক্তি পেল শর্ট ফিল্মের ট্রেলার
আরও পড়ুন: স্ত্রী সোমিকে সবার সামনে চুমু খেলেন রাখির প্রাক্তন বর আদিল! তুমুল ভাইরাল ভিডিয়ো
এমনই একাধিক কালেকশন রয়েছে আরিয়ার খানের পোশাক ব্র্যান্ড ডি'ইয়াভোল এক্সের (D'Yavol X)-এর। যেগুলির দাম শুরু ১৬ হাজার টাকা থেকে ৯৯ হাজার টাকা পর্যন্ত। কোনওটা ২১ হাজার ৫০০, আবার কোনও পোশাকের দাম ৪০ হাজার টাকা, দাম দেখে রীতিমতো ভিরমি খেয়েছেন সাধারণ মানুষ। জানা যাচ্ছে, পোশাকের কোয়ালিটি ভালো মানের। যেই কারণে দামও রাখা হয়েছে আকাশছোঁয়া। যার ফলে বিষয়টি মধ্যবিত্তের নাগালের বাইরে। পোস্টে একাধিক অনুরাগীর মন্তব্য, 'অত্যন্ত দামী! আমি তো কিনতেই পারব না...'। আবার একজন লেখেন, 'শুধুমাত্র ব্র্যান্ডের নাম, যদি তার সঙ্গে শাহরুখ খান জড়িত না থাকতেন তাহলে এই সব জামাকাপড় ১ হাজার টাকার কমে বিক্রি হত।' কেউ লিখেছেন, 'আপনারা ডিসকাউন্ট দিতে পারবেন?'
প্রসঙ্গত, ২০২৩ এর শুরুর দিকে ডি'ইয়াভোল এক্স-এর সহ-প্রতিষ্ঠাতা আরিয়ান খান তার এই ব্র্যান্ডটির ওয়েবসাইটে চালু করেছিলেন। www.dyavolx.com @disney @disneyindia। যে ব্র্যান্ডটি নিজেকে 'লাক্সারি স্ট্রিটওয়্যার' ব্র্যান্ড হিসেবে ঘোষণা করে। যে ব্রান্ডের মুখ হন আরিয়ানের ড্যাডি ‘কুল’ শাহরুখ। গত বছর ৩০ এপ্রিল আরিয়ান খানের ব্র্যান্ড ডি'ইয়াভোলের এক্সের অনলাইন সেল শুরু হতেই কয়েক মিনিটের মধ্যে সব বিক্রি হয়ে যায়। আকাশ ছোঁয়া দাম হওয়া সত্ত্বেও বিক্রিতে বাধা পড়েনি।