বাংলা নিউজ > বায়োস্কোপ > SRK-Aryan Khan: আরিয়ানের D'YAVOL X-এর একটা জ্যাকেটের দাম লাখ টাকার মতো! তাও কেন কিনছেন খদ্দেররা

SRK-Aryan Khan: আরিয়ানের D'YAVOL X-এর একটা জ্যাকেটের দাম লাখ টাকার মতো! তাও কেন কিনছেন খদ্দেররা

আরিয়ান খানের ব্র্যান্ডের পোশাক পরে শাহরুখ-সুহানা!

D'YAVOL X: পোশাক ব্র্যান্ড ডি'ইয়াভোল এক্সের-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখা যায় শাহরুখ ও আরিয়ানের বোন সুহানা খানকে। কিন্তু এসব পোশাকের দাম দেখেই তো চোখ কপালে নেটিজেনদের!

আরিয়ার খানের পোশাক ব্র্যান্ড ডি'ইয়াভোল এক্সের (D'Yavol X)-এর হয়ে প্রচার করছেন শাহরুখ খান এবং সুহানা খান। কিছু দিন আগেই ডি'ইয়াভোল এক্সের বিজ্ঞাপনের জন্য বাবা শাহরুখ খানের সঙ্গে কাজ করতে দেখ গিয়েছে সুহানাকে। সেই বিজ্ঞাপনের পরিচালনা করেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। নেটদুনিয়ায় রীতিমতো সাড়া ফেলেছিল সেই বিজ্ঞাপন।

পোশাক ব্র্যান্ড ডি'ইয়াভোল এক্সের (D'Yavol X)-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখা যায় শাহরুখ ও আরিয়ানের বোন সুহানা খানকে। এই ডিয়াভল ব্র্যান্ডের কোলাবোরেশন রয়েছে ডিজনির সঙ্গে। এ নিয়ে দ্বিতীয়বার সম্প্রতি স্ট্রিটওয়্যার কালেকশন লঞ্চ করা হয়েছে এই ব্র্যান্ডের। এতে রয়েছে সোয়েটশার্ট, ডেনিম জ্যাকেট। কয়েকদিন আগেই সেই ব্র্যান্ডের নতুন কালেকশন সামনে এসেছে। প্রথমবার আরিয়ান খানের পরিচালনায় শাহরুখ ও সুহানা একসঙ্গে অভিনয় করেন। এরপর ডেনিম জ্যাকেট পরে ছবি পোস্ট করেন সুহানা। শাহরুখ পরেন কালো টিশার্ট। এ দিকে জানা যাচ্ছে, যে ডেনিম জ্যাকেটটি পরে বিজ্ঞাপন করেছেন শাহরুখ ও সুহানা সেই জ্যাকেটটির দাম ৯৯ হাজার টাকা। 

আরও পড়ুন: ‘মেসবাড়ি’র গল্প বলবেন খেয়ালী, বিশ্বনাথ, দেবদূতরা! মুক্তি পেল শর্ট ফিল্মের ট্রেলার

আরও পড়ুন: স্ত্রী সোমিকে সবার সামনে চুমু খেলেন রাখির প্রাক্তন বর আদিল! তুমুল ভাইরাল ভিডিয়ো

এমনই একাধিক কালেকশন রয়েছে আরিয়ার খানের পোশাক ব্র্যান্ড ডি'ইয়াভোল এক্সের (D'Yavol X)-এর। যেগুলির দাম শুরু ১৬ হাজার টাকা থেকে ৯৯ হাজার টাকা পর্যন্ত। কোনওটা ২১ হাজার ৫০০, আবার কোনও পোশাকের দাম ৪০ হাজার টাকা, দাম দেখে রীতিমতো ভিরমি খেয়েছেন সাধারণ মানুষ। জানা যাচ্ছে, পোশাকের কোয়ালিটি ভালো মানের। যেই কারণে দামও রাখা হয়েছে আকাশছোঁয়া। যার ফলে বিষয়টি মধ্যবিত্তের নাগালের বাইরে। পোস্টে একাধিক অনুরাগীর মন্তব্য, 'অত্যন্ত দামী! আমি তো কিনতেই পারব না...'। আবার একজন লেখেন, 'শুধুমাত্র ব্র্যান্ডের নাম, যদি তার সঙ্গে শাহরুখ খান জড়িত না থাকতেন তাহলে এই সব জামাকাপড় ১ হাজার টাকার কমে বিক্রি হত।' কেউ লিখেছেন, 'আপনারা ডিসকাউন্ট দিতে পারবেন?'

প্রসঙ্গত, ২০২৩ এর শুরুর দিকে ডি'ইয়াভোল এক্স-এর সহ-প্রতিষ্ঠাতা আরিয়ান খান তার এই ব্র্যান্ডটির ওয়েবসাইটে চালু করেছিলেন। www.dyavolx.com @disney @disneyindia। যে ব্র্যান্ডটি নিজেকে 'লাক্সারি স্ট্রিটওয়্যার' ব্র্যান্ড হিসেবে ঘোষণা করে। যে ব্রান্ডের মুখ হন আরিয়ানের ড্যাডি ‘কুল’ শাহরুখ। গত বছর ৩০ এপ্রিল আরিয়ান খানের ব্র্যান্ড ডি'ইয়াভোলের এক্সের অনলাইন সেল শুরু হতেই কয়েক মিনিটের মধ্যে সব বিক্রি হয়ে যায়। আকাশ ছোঁয়া দাম হওয়া সত্ত্বেও বিক্রিতে বাধা পড়েনি।

বায়োস্কোপ খবর

Latest News

বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব' ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, জয়ের দরজায় শ্রীলঙ্কা ময়নাতদন্তের মেডিক্যাল বোর্ড নিয়ে উঠল প্রশ্ন, দাহ করার জন্য কেন এত তাড়াহুড়ো? IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ১ম টেস্টর স্কোয়াড থেকে বাদ পড়লেন কারা? ক্যাবিনেট বৈঠকে পুলিশ কমিশনারকে সরানো নিয়ে সিদ্ধান্ত নিন, মমতাকে নির্দেশ বোসের অবশেষে স্লট পেল আনন্দী! অন্বেষা-ঋত্বিকের 'ঘরওয়াপসি'র জেরে বন্ধ হচ্ছে কোন মেগা? ‘মা তারাই ধ্বংস করুক অসুরদের’, RG করের তরুণী চিকিৎসকের বিচার চেয়ে তারাপীঠে যজ্ঞ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.