Ask SRK-সেশনে অনুরাগীর নানান প্রশ্নের সরাসরি উত্তর দেন শাহরুখ খান। এই সেশনে শাহরুখকে নানান প্রশ্ন করতে হাতছাড়া করেন না বহু নেটিজেন। অনেকেই আবার একটু বেশিই সাহস দেখিয়ে শাহরুখকে কিছুটা বেকায়দায় ফেলার চেষ্টা করেন। তবে তিনি' কিং' খান, আর তা শুধু অভিনয়ের জন্য নয়, বুদ্ধিমত্তা এবং রসবোধেও তিনি অনেক এগিয়ে। আর তাই বুধবার শাহরুখের সঙ্গে মজা করতে গিয়ে নিজেই অপদস্ত হলেন এক নেটিজেন।
ঠিক কী ঘটেছে?
বুধবার সুলেমান আহমেদ নামে এক ব্যক্তি Ask SRK-সেশনে শাহরুখের উদ্দেশ্যে লেখেন, ‘বাগদত্তা বান্ধবীকে বললাম জওয়ান দেখব, চলো। শুনে ও বললে, আমার জওয়ান তো তুমি, আমি SRK-কে দেখতে চাই না।’
এমন কথার উত্তরে শাহরুখ লেখেন, ‘ঠিক আছে ভাই, তুমি তোমার বান্ধবীর কথাই শোনো, সিনেমার গল্প না হয় কারোর কাছে শুনে নেবে। আর বান্ধবীকে জিগ্গেস কোরো আমার পরের ছবি ডঙ্কি। এটা দেখবে তো? নাকি তোমাকেই ওর ডঙ্কি-র মতো লাগে?’ প্রসঙ্গত, 'ডঙ্কি' অর্থ হল 'গাধা'।
আরও পড়ুন-রকি অউর রানি বাংলায় হলে চলত না, আমরা হিপোক্রিট: রাজ
আরও পড়ুন-‘হয় রণদীপ থাকবেন না হয় আমি থাকব’, সাফ জানিয়ে দিয়েছিলাম', বিস্ফোরক মহেশ মঞ্জরেকর
প্রসঙ্গত, শাহরুখের এমন উত্তরে বেশ মজা পেয়েছেন নেটপাড়ার বহু নাগরিক। অনেকেই শাহরুখের এমন উত্তরে না হেসে পারেননি। কেউ কেউ আবার কিং খানের রসবোধের প্রশংসা করেছেন।
প্রসঙ্গত,১০ জুলাই 'জওয়ান' প্রিভিউ ভিডিয়ো পোস্ট করেছিলেন শাহরুখ খান। আর সেখানে শাহরুখকে দেখে মুগ্ধ হয়েছিলেন অনেকেই। সিনেমাপ্রেমীদের দাবি, 'পাঠান'-এর পর কিং খানের এই ছবিও সুপার হিট হতে চলেছে।
এদিকে বুধবার Ask SRK-সেশনে অনেকেই শাহরুখকে নানান প্রশ্ন করেন। একজন জিগ্গেস করেন, ‘শাহরুখ স্যার আপনি হরর মুভি কবে করবেন?’উত্তরে কিং খান লেখেন,, 'প্রতিবারই তো করি। আমি তো প্রত্যেকবার একাই থাকি, আমার বন্ধু যশ বলেছিলেন না যে একা আসে সেই আসলে দানব!' এমনই নানান প্রশ্নের মজাদার উত্তর দিয়েছেন শাহরুখ খান।