বাংলা নিউজ > বায়োস্কোপ > Shariful Raaz-Pori Moni: ‘রাজ্য’-এর সুখ পরীমণিকে দিতে পারে গর্বিত রাজ, ফের কাছাকাছি নাকি দু’জনে

Shariful Raaz-Pori Moni: ‘রাজ্য’-এর সুখ পরীমণিকে দিতে পারে গর্বিত রাজ, ফের কাছাকাছি নাকি দু’জনে

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অকপট রাজ

Shariful Raaz-Pori Moni: বাংলাদেশি অভিনেতা শরিফুল রাজ এবং পরীমণি হামেশাই চর্চায় থাকেন। যদিও বিগত বেশ কিছুদিন ধরেই তাঁরা আলাদা রয়েছেন। এমনকি তাঁদের সন্তান রাজ্যের জন্মদিনেও দেখা মেলেনি রাজের। কিন্তু কেন? পরীমণির সঙ্গে তাঁর সম্পর্ক কেমন? কী জানালেন?

১০ অগস্ট রাজ্য অর্থাৎ পরীমণি এবং রাজের একমাত্র ছেলের জন্মদিন গেল। ছেলের জন্মদিন উপলক্ষ্যে কয়েক লক্ষ টাকা খরচ করে পার্টি দিয়েছিলেন বাংলাদেশি অভিনেত্রী। সেই অনুষ্ঠানে এসেছিলে বাংলাদেশের বহু তারকা। কিন্তু আসেননি কেবল একজন। রাজ্যের বাবা, শরিফুল রাজ। পরীমণির সঙ্গে তাঁর ঝামেলা কারও অজানা নয়। কিন্তু তাই বলে ছেলের জন্মদিনে বাবা আসবে না! যদিও শোনা গিয়েছে জন্মদিনের আগের দিন পরীমণির বাড়ি গিয়েছিলেন রাজ। উপহার নিয়ে যান ছেলের জন্য। সেখানে কলকাতা থেকে নিয়ে যাওয়া একাধিক উপহার ছিল। কিন্তু অভিনেত্রী নাকি বাড়িতেই ঢুকতে দেননি। যদিও অন্যান্য সমস্ত বিষয় নিয়ে স্পষ্ট ভাবে সমস্ত কথা জানালেও এই বিষয়ে কিছুই বলেননি তিনি। এক প্রকার মুখে কুলুপ এঁটে রেখেছেন।

নায়িকা চুপ থাকলেও চুপ থাকলেন না রাজ। বাংলাদেশি সংবাদমাধ্যম প্রথম আলোকে দেওয়া একটি সাক্ষাৎকারে শরিফুল জানান ছেলের জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ার কারণ। অভিনেতার কথায়, 'কেন সেখানে আমি যাইনি সেটা আমিই জানি। অন্য কেউ সেটা বুঝবে না। আর যেটা কেউ বুঝবে না সেটা বোঝাতে চাই না। আর তাছাড়া অনেকেই হয়তো আমার কথাও বিশ্বাস করবেন না। আমি বাবুর সঙ্গে সেদিন সময় কাটিয়ে এসেছি। বাবা হিসেবে অনুষ্ঠানের আগের দিন গেছিলাম ওর কাছে।'

আরও পড়ুন: ১৫ লাখ খরচ করে ছেলের ১ বছরের জন্মদিন! টাকা জোগার করতে কোন রাস্তা বাছলেন পরীমনি?

প্রসঙ্গত এদিন রাজ পরীমণির বলা একটি কথার উত্তরও দেন। পরীমণি বলেছিলেন তাঁর আর রাজের সম্পর্ক না থাকলেও রাজ্যের সঙ্গে রাজের সম্পর্ক থাকবে। যদিও রাজের কথায়, 'আমার কাছে পরী আগে। ওকে বিয়ে করেছি, ফলে বউয়ের সম্পর্ক আগে তারপর সন্তান। ও সবসময় সন্তানকে নিয়ে সেলিব্রেট করে এটা আমার ভালো লাগে। রাজ্যের মতো একটা উপহার ওকে দিতে পেরেছি বলে আমি গর্বিত।' তবে রাজ আর যাই করুন এখন এমন কিছু করতে চান না যা তাঁর সন্তানের উপর প্রভাব ফেলে।

বন্ধ করুন