বাংলা নিউজ > বায়োস্কোপ > Raj Kundra: টুইটার-ইনস্টাগ্রাম থেকে অ্যাকাউন্ট মুছলেন রাজ কুন্দ্রা! পর্ন-কাণ্ডে লজ্জা, না বিতর্ক এড়ানোর চেষ্টা?

Raj Kundra: টুইটার-ইনস্টাগ্রাম থেকে অ্যাকাউন্ট মুছলেন রাজ কুন্দ্রা! পর্ন-কাণ্ডে লজ্জা, না বিতর্ক এড়ানোর চেষ্টা?

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মুছে দিলেন রাজ কুন্দ্রা? ( ছবি সৌজন্যে - ফেসবুক)

জামিনে ছাড়া পেলেও এখনও রাজ জনসম্মুখে আসেননি! আর এবার সরে গেলেন সোশ্যাল মিডিয়া থেকেও। 

চলতি বছরের জুলাই মাসে পর্ন ছবি তৈরি ও তা ছড়িয়ে দেওয়ার ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় শিল্পপতি রাজ কুন্দ্রাকে। রাজ গ্রেফতার হওয়ায়র পর চমকে গিয়েছিল বলিউড। এমনকী, রাজের বিরুদ্ধে ভুল ভুঝিয়ে পর্ন ছবিতে অভিনয় করানোর অভিযোগ এনেছিলেন শার্লিন চোপড়া, পূনম পাণ্ডে-র মতো অভিনেত্রী। 

সেপ্টেম্বর মাসের ২১ তারিখ জেল থেকে জামিনে ছাড়া পান রাজ। জেল থেকে বেরনোর সময় তোলা রাজের কিছু ছবি সেই সময় ভাইরাল হয়েছিল। যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছিল, ওজন কমে গিয়েছে তাঁর। শুকনো চোখ-মুখও। তবে, তারপর থেকে আর জনসম্মুখে আসেননি তিনি।

সোশ্যাল মিডিয়া থেকে গায়েব হল রাজের অ্যাকাউন্ট। 
সোশ্যাল মিডিয়া থেকে গায়েব হল রাজের অ্যাকাউন্ট। 

এবার সামনে এল রাজ সোশ্যাল মিডিয়া থেকে সরে গিয়েছেন। মুছে ফেলেছেন চাঁর টুইটার আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। গ্রেফতার হওয়ার আগে অবধি রাজ কুন্দ্রা বেশ সক্রিয় ছিলেন সোশ্যাল মিডিয়ায়। নানা ধরনের পোস্ট শেয়ার করতেন তিনি। শিল্পার সঙ্গে রিল ভিডিও থাকত ইনস্টাগ্রামেও। 

রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর থেকে স্বামীর সঙ্গে দেখা যায়নি শিল্পাকেও। এমনকী, সোশ্যাল মিডিয়ায় কারবা চৌথ পালনের ছবি দিলেও, সেখানে তাঁর একার ছবি ছিল। পরে জানা গিয়েছিল সপরিবারে আলিবাগের ফার্ম হাউজে গিয়েছিলেন শিল্পা।

রাজ গ্রেফতার হওয়ার সপ্তাহখানেক পর শিল্পা সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করে দিয়েছিল, যেহেতু বিষয়টি বিচারবিভাগের আওতাধীন, তাই এই নিয়ে কোনও মন্তব্য করবেন না তিনি। এমনকী, সাংবাদিক সম্মলনে শিল্পার কাছে রাজ কুন্দ্রার ব্যাপারে প্রশ্ন করার চেষ্টা করা হলেও রেগে গিয়েছিলেন অভিনেত্রী। তাঁর সেই সময় উত্তর ছিল, ‘আমার নাম রাজ কুন্দ্রা? আমাকে রাজ কুন্দ্রার মতো দেখতে?’

বন্ধ করুন