ছোট পর্দার অভিনেতা-অভিনেত্রীদের জনপ্রিয়তা কখনও কখনও টক্কর দিয়ে যায় বড় পর্দার নায়ক-নায়িকাদেরও। প্রতিদিন ঘরে ঘরে মানুষের ড্রইংরুমে পৌঁছে, তাঁরা যেন হয়ে যান ঘরের মানুষ। আর তাই এই তারকারা কখন কী করছেন, কোথায় ঘুরতে যাচ্ছেন, লুকিয়ে লুকিয়ে কার সঙ্গেই বা প্রেম করছেন তা নিয়ে চলে নানা জল্পনা!
আপাতত যেমন চর্চায় রয়েছে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের ‘প্রেম’। যাকে এতদিন দর্শক দেখেছে গাঁটছড়া সিরিয়ালে। খবর রয়েছে, তিনি ডেট করছেন অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের সঙ্গে। যদিও দুই তরফে কেউই এই খবরে শিলমোহর দেয়নি। আর এবার শ্রীমা পরিচয় করালেন নিজের সন্তানের সঙ্গে।
আরও পড়ুন: প্রেম টেকে না, বলিউডেও হিট পায়নি এই নেপো কিড, দারুণ করে মারামারি! বলুন তো কে?
শ্রীমার জন্মদিন পালনের ছবিতে মধ্যরাতের কেক কাটার সময়তেই দেখা মিলেছিল ইন্দ্রনীলের। যেখানে শুধু পরিবার-ভাইকে নিয়ে তিনি কেক কাটছেন, সেখানে ইন্দ্রনীলের উপস্থিতি মনে প্রশ্ন তোলে বৈ কি! সান্ধ্য অনুষ্ঠানেও শ্রীমার বন্ধুদের যোগ দিয়েছিলেন অভিনেতা। এর আগে অনেকেই দাবি করেছিলেন, থাইল্যান্ড থেকে আন্দামান, আজকাল সব ট্রিপেই নাকি একসঙ্গে থাকছেন তাঁরা!
এ তো গেল প্রেম নিয়ে চর্চা! এবার না হয় একটু আলাপ করে নেওয়া যাক শ্রীমার সন্তানটির সঙ্গে। অবিবাহিতা অভিনেত্রীর সন্তান একটি চারপেয়ে। নিজের আদরের সারমেয়টির সঙ্গে রবিবারে একটি ছবি শেয়ার করে নিয়েছেন। এর নাম রাখা হয়েছে কোকো। শ্রীমা এই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘Pawsitively purrfect moments’। আর সব শেষে জুড়েছেন ‘মাই বেবি’ কথাটা।
আরও পড়ুন: এবারও আশাহত বাংলা, শুভদীপকে হারিয়ে কানপুরের বৈভব পেল ইন্ডিয়ান আইডলের ট্রফি
তবে বলা ভালো, এ কিন্তু শুধু শ্রীমার সন্তান নন, ইন্দ্রনীলও এই সারমেয়টিকে কোলে নিয়ে ‘মাই বেবি’ বলেই উল্লেখ করেন। তবে কি, যৌথভাবে লালন করছেন তাঁরা এই ছোট্ট মিষ্টি ছানাটিকে? দুই অভিনেতার ইনস্টাগ্রাম প্রোফাইল বলছে ৪ সপ্তাহ আগেই এসেছে কোকো।
গাঁটছড়ার পর এখনও নতুন কোনও প্রোজেক্টের ঘোষণা করেননি শ্রীমা। আপাতত তাঁর সামাজিক মাধ্যমে জুড়ে শুধুই লাক্ষাদ্বীপের ফোটো। সাদা বালি, নীল জলের মাঝে ভ্যাকেশন কাটিয়ে এসেছেন বহুদিন আগেই। কিন্তু সেই ঘোর যেন তাঁর এখনও কাটেনি।
আরও পড়ুন: ‘লিকপিকে কাঞ্চন’! বউয়ের কোলে বর, গোল ঘুরলেন শ্রীময়ী, তা দেখে কে জিভ কাটল?
টলিউডে কেরিয়ারের একদম প্রথম দিকেই, শ্রীমার সঙ্গে সম্পর্ক হয়েছিল অভিনেতা গৌরব রায়চৌধুরীর। ২০২০ সালের শেষের দিকে অফিসিয়ালও করেছিলেন। তবে সেই প্রেম ভেঙে যেতেই যেন গোপনীয়তার আগল টেনেছেন। এরপর শ্রীমার নাম জড়ায় ক্রিকেটার কনিষ্ক শেঠের সঙ্গে। দুজনের ছবি-ভিডিয়ো একসময় মাঝে মাঝেই আসত সামাজিক মাধ্যমে। তবে হঠাৎ করেই সেসব হারিয়ে যায়, বোঝা যায় মুছে দিয়েছেন শ্রীমা চর্চিত ‘প্রাক্তন’কে।
এরপর শ্রীমা আর ইন্দ্রনীলকে নিয়ে প্রেমচর্চা শুরু। অবশ্য গুঞ্জনে মুখ খুলতে নারাজ অভিনেত্রী। যদিও তাঁর অনুরাগীরা চাইছেন, এবার অন্তত আসুক অফিসিয়াল শিলমোহর!