২০২৩ সালের ১৪ ডিসেম্বর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন শ্রেয়স তালপাড়ে। হৃদরোগে আক্রান্ত হন তিনি। মুম্বইয়ের আন্ধেরির একটি হাসপাতালে চিকিৎসা চলেছে তাঁর। তারপর খানিক সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। এই দুর্ঘটনার পর এখন তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আর এই ঘটনার পর এই প্রথম তিনি মুখ খুললেন। সাক্ষাৎকার দিলেন বম্বে টাইমসকে, জানালেন নিজের অসুস্থতার কথা।
শ্রেয়স তাঁর অসুস্থতার কথা প্রসঙ্গে এদিন জানান, 'গত আড়াই বছর ধরে আমি টানা কাজ করেছি। কিন্তু গত কয়েক মাস ধরেই খুব দুর্বল, অসুস্থ লাগত। কিন্তু তবুও আমি কাজ থামাইনি। আমার কোলেস্টরল বেশি ছিল, একাধিক টেস্ট করেছিলাম। ওষুধ খাচ্ছিলাম। আসলে আমার বাড়ির আরও অনেকের হার্টের অসুখ আছে, তাই আগে থেকেই সাবধানতা নিচ্ছিলাম। সেদিন মুম্বইয়ে ওয়েলকাম টু দ্য জঙ্গল ছবির শুটিং করছিলাম। সেখানে দড়িতে ঝোলা, জ্বলে পড়ে যাওয়া এসবের সিন ছিল। কিন্তু সেদিনের শেষ শটের পর মনে হচ্ছিল আমার যেন দমবন্ধ হয়ে আসছে। আমার বাঁ হাত ব্যথা করতে শুরু করে। গাড়িতে উঠে মনে হয়েছিল হাসপাতালে যাই। তারপর বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিই। এরপর বাড়ি গেলে আমার স্ত্রী দীপ্তি আমায় নিয়ে হাসপাতালে যায়।'
আরও পড়ুন: রূপমের শোতে বিশৃঙ্খলা-হুড়োহুড়ি, সময়ের আগে শো শেষ করে কী বললেন গায়ক?
আরও পড়ুন: রাস্তার কুকুরদের উপর হওয়া অত্যাচারের বদলা নিতে পরপর খুন করছেন বিক্রম! প্রকাশ্যে পারিয়ার টিজার
এরপর তিনি আরও জানান, 'বেঁচে থাকলে সব হবে। নিজের স্বাস্থ্যকে টেকেন ফর গ্র্যান্টেড নেবেন না একদম। শরীর খারাপ হলে আর কিছুই ঠিক থাকবে না। শরীর যে সিগন্যালগুলো দেয় সেগুলো বুঝুন, শুনুন।' শ্রেয়স তাঁর অভিজ্ঞতার কথা টেনে এনে বলেন, 'ক্লিনিক্যালি আমি মরে গিয়েছিলাম। মারাত্মক ছিল আমার হার্ট অ্যাটাকটা। এটা যেন জীবন আমাকে দ্বিতীয় সুযোগ দিল। আমি বলে বোঝাত পারব না যে যাঁদের জন্য আমি আজ বেঁচে তাঁদের কাছে আমি কতটা কৃতজ্ঞ।'