বাংলা নিউজ > বায়োস্কোপ > নিজেকে বদলাতে ব্যক্তিসত্ত্বা হারাবেন স্বস্তিকা? প্রকাশ্যে 'শ্রীমতী'র ট্রেলার

নিজেকে বদলাতে ব্যক্তিসত্ত্বা হারাবেন স্বস্তিকা? প্রকাশ্যে 'শ্রীমতী'র ট্রেলার

প্রকাশ্যে 'শ্রীমতী'র ট্রেলার

প্রেম করে বিয়ে, তারপর চুটিয়ে সংসার করতে করতে সব কিছু একটা সময় পর কেমন যেন ঘেটে যায় শ্রী-র।

এক সাধারণ পরিবারের গল্প পর্দায় তুলে ধরবেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সংসারের চাপে নিজেকে হারিয়ে ফেলেও খুশি থাকা কোনও এক গৃহবধূর গল্প। পর্দায় তুলে ধরতে আসছেন 'শ্রীমতী' স্বস্তিকা। ছবি পরিচালনায় অর্জুন দত্ত।

প্রতিদিন যাঁরা ‘গৃহমন্ত্রক’ সামলাচ্ছেন, সেই মহিলাদের নিজেদের কাজে ফিরে আসার গল্প বলবে 'শ্রীমতী'। গল্পের সঙ্গে ছবির নামের বেশ মিল রয়েছে। ছবিতে স্বস্তিকার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা সোহম চক্রবর্তী। এই প্রথম একসঙ্গে কাজ করছেন স্বস্তিকা ও সোহম।

এক উচ্চ মধ্যবিত্ত পরিবারের গল্প। অগোছালো গৃহবধূ ‘শ্রী’ তাঁর স্বামীর প্রেমে মগ্ন। বয়সে বড় মেয়েকে বিয়ে, কলেজের সিনিয়রের সঙ্গে(স্বস্তিকা) সংসার সোহমের। ঝাঁ চকচকে সমাজ এবং পরিপার্শ্বিক চাকচিক্যের মাধ্যে নিজের পরিচয় ক্রমশও হারিয়ে ফেলেছে সে। প্রেম করে বিয়ে, তারপর চুটিয়ে সংসার করতে করতে সব কিছু একটা সময় পর কেমন যেন ঘেটে যায় শ্রী-র। প্রকাশ্যে ছবি ট্রেলার-

জিম, দুুপুরের ঘুম, পছন্দের খাবার দূরে ঠেলে দেওয়া.. এসবের মধ্যে নিজের ব্যক্তিসত্ত্বাকে হারাতে বসবে শ্রীমতী? দূরত্ব বাড়বে স্বামী-স্ত্রীর সম্পর্কের? পরিচালক জোর দিয়ে বলেছেন, প্রত্যেক গৃহিণীই ‘শ্রীমতী’র গল্পের সঙ্গে নিজেদের সম্পর্ক স্থাপন করতে পারবেন। আরও পড়ুন: গৃহ মন্ত্রকের গুরু দায়িত্ব ‘শ্রীমতী’ স্বস্তিকার কাঁধে! এই জুলাইয়ে ছবি মুক্তি

‘শ্রীমতী’-র প্রযোজনায় রয়েছে কান সিং সোধার প্রযোজনা সংস্থা কেএসএস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। ছবির ক্যামেরার দায়িত্বে রয়েছে সুপ্রতিম ভোল। সঙ্গীত পরিচালনায় করছেন সৌম্য রিত। মুক্তি পেয়েছে সোমলতার গলায় ছবির একটি গান 'শোন শোন'। সম্পাদনা করছেন সুজয় দত্ত রায়। আগামী ৮ জুলাই সিনেমাহলে মুক্তি পাবে 'শ্রীমতী'।

বন্ধ করুন