শহরে এখন গোয়েন্দাদের ভিড়। সবেই বাদামি হায়নার কবল থেকে শহরকে বাঁচালেন দীপক চ্যাটার্জি, এরই মধ্যে নাকি ফের ফেলুদা আসছেন! ভাবা যায়। কানাঘুষোয় শোনা যাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে নাকি ফেলুদার প্রত্যাবর্তন হতে চলেছে ওয়েব সিরিজে। এমনটাই সূত্রের খবর।
ফেলুদার গল্প অবলম্বনে ওয়েব সিরিজ আনছেন সৃজিত?
টলিউডের অন্দরে এখন জোর খবর সৃজিত মুখোপাধ্যায় নাকি ফের ফেলুদার একটি গল্প অবলম্বনে ওয়েব সিরিজ বানাতে চলেছেন। শীঘ্রই পরিচালক সেই কাজে হাত দেবেন বলেই খবর। যদিও বর্তমানে সৃজিত মুখোপাধ্যায় তাঁর নতুন ছবি টেক্কার শুটিংয়ে ব্যস্ত। সেটার কাজ শেষ হলেই নাকি তিনি ওয়েব সিরিজ অর্থাৎ ফেলুদার কাজ নিয়ে ব্যস্ত হবেন।
আরও পড়ুন: বাবার নাচে মেয়ে যতই লজ্জা পাক তাতে থোড়াই কেয়ার! দাদাগিরির মঞ্চে জামাল কুদুতে মজলেন সৌরভ
আরও পড়ুন: রোবটের প্রেমে হাবুডুবু! প্রকাশ্যে কৃতি-শাহিদের অসম্ভব লাভ স্টোরির ঝলক
২০২২ সালে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে তরফে জানানো হয়েছিল এরপর ফেলুদার গল্প অবলম্বনে যে সিরিজ বানানো হবে সেটা হল সত্যজিৎ রায়ের লিখে যাওয়া জনপ্রিয় গল্প ভূস্বর্গ ভয়ঙ্কর। গত বছরই এই প্রজেক্ট নিয়ে কাজ হওয়ার কথা ছিল। কিন্তু তখন সৃজিত ব্যোমকেশ ও দুর্গ রহস্য নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় সেই কাজ আর হয়নি। তবে এই বছর সেটা আর ফাঁকি পড়বে না।
কারা থাকছেন সৃজিতের এবারের ফেলুদায়?
সৃজিতের ফেলুদা মানেই টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী এবং কল্পন মিত্র। অর্থাৎ টোটা থাকবেন ফেলুদার চরিত্রে, অনির্বাণ হবেন জটায়ু। এবং কল্পন হবেন তোপসে। কাশ্মীরেই হবে এই সিরিজের শুটিং। বর্তমানে অভিনেতাদের সঙ্গে ডেট নিয়ে কথাবার্তা চলছে বলেই সূত্রের খবর।
প্রসঙ্গত ইতিমধ্যেই সৃজিতের পরিচালনায় ছিন্নমস্তার অভিশাপ এবং দার্জিলিং জমজমাট মুক্তি পেয়েছে। অন্যদিকে যত কাণ্ড কাঠমান্ডুতে শুটিং হলেও মুক্তি পায়নি জটিলতার কারণে। এখন এটাই দেখার পালা যে ভূস্বর্গ ভয়ঙ্কর কবে আসে।
টেক্কা প্রসঙ্গে
টেক্কা ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন দেব এবং রুক্মিণী মৈত্র। এই ছবিটি চলতি বছর পুজোর সময় মুক্তি পাবে বলেই জানা গিয়েছে।