৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমেরে সম্পন্ন হয়েছে সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আডবানির সেই রূপকথার বিয়ে। পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতেই বিয়ে করেছেন তাঁরা। বিয়েতে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন মাত্র ১০০ জন। যদিও সকলেরই ছবি বা ভিডিয়ো তোলা নিষেধ ছিল। বিয়ের পর একে একে দম্পতি হিসাবে নিজেদের ছবি ও ভিডিয়ো প্রকাশ করছেন সিদ্ধার্থ-কিয়ারা।
সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের রূপকথার সেই ভিডিয়োর পর সামনে এল সঙ্গীত অনুষ্ঠানের ভিডিয়ো। যেটি পোস্ট করেছেন কিয়ারার আদরের ভাই মিশাল আডবানি। দিদির বিয়ের সঙ্গীতে পারফর্ম করেছিলেন মিশাল। যেখানে মণীশ মালহোত্রার ডিজাইন করা কালো স্যুট পরে স্টেজে উঠে গান গাইতে দেখা যাচ্ছে তাঁকে। তাঁর চারপাশে দেখা যাচ্ছে আলো দিয়ে সাজানো সেই অনুষ্ঠানস্থল। যদিও সিদ্ধার্থ-কিয়ারা কিংবা অন্যকাউকে সেই ভিডিয়োতে দেখা যায়নি। ভিডিয়ো পোস্ট করে মিশাল আডবানি লিখেছেন, ‘তেরি আঁখোঁ সে ইয়াদ আয়া মেরি বাতোঁ মে প্যায়ার।’ ভিডিয়োর নিচে কমেন্টে ভালোবাসা প্রকাশ করেছেন কিয়ারা। বন্ধু আনিশা মালহোত্রা লিখেছেন, ‘তুমি জমিয়ে দিয়েছিলে…’। এছাড়া আরও অরও অনেক অনুরাগীই ভালোবাসা প্রকাশ করেছেন।
অভিনেত্রী কিয়ারা আডবানি যখন বারবার আলোচনায় উঠে আসছেন, তখন অনেকেই জানেন না, কিয়ারার ভাই মিশাল একজন পেশাদার র্যাপার, আবার একটি অনলাইন ফ্যাশান স্টোরের মালিক।
১৯৯৫-এর ৯ সেপ্টেম্বর জন্ম হয় মিশাল আডবানির। , মিশাল পেশায় একজন গায়ক, র্যাপার, সুরকার, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক। তিনি মুম্বইয়ের ক্যাথেড্রাল এবং জন কনন স্কুলে পড়াশোনা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি থেকে স্নাতক হন। পড়াশোনা শেষে মিশাল কিছু সময়ের জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়র হিসাবে কাজ করেন। পরে তিনি লস অ্যাঞ্জেলেসে মার্কিন র্যাপার A$AP রকির সাথে দেখা করেন। ইউটিউবে প্রকাশ পায় মিশালের প্রথম মিউজিক ভিডিও ‘নো মাই নেম’।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি জয়সলমেরে সাতরপাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ-কিয়ারা। বিয়ের পর কিয়ারা সিদ্ধার্থের হাত ধরে তাঁর দিল্লির বাড়িতে পৌঁছেছেন। সেখানে নববধূকে স্বাগত জানানো হয়েছে ধূমধাম করে। গৃহপ্রবেশের সময় ঢোলের তালে নাচতেও দেখা যায় নব-দম্পতিকে। ৯ ফেব্রুয়ারি দিল্লিতে আয়োজিত হয় তাঁদের রিসেপশন পার্টি। সেখানেও উপস্থিত ছিলেন তারকা দম্পতি সিদ্ধার্থ-কিয়ারা ও তাঁদের পরিবারের সদস্যরা। এরপর মুম্বইতেও ফিরে সেখানেও ঘটা করে রিসেপশনের আয়োজন করার কথা রয়েছে তাঁদের। আগামী সপ্তাহে মুম্বইয়ের গ্র্যান্ড হোটেলে হতে চলেছে সেই অনুষ্ঠান।