রবিবার ইন্ডিয়ান আইডল ১৪-র ফলাফল সামনে আসার পর বেশ আশাহত বাংলা। আশা করা হয়েছিল, এবারে অন্তত ট্রফি আসবে বাংলায়। তবে তেমনটা হয়নি। একটুর জন্য বিজেতার শিরোপা মিস হয়। রানার আপ হন শুভদীপ দাস চৌধুরী। আর ট্রফি জিতে নেয় কানপুরের বৈভব গুপ্তা। টপ চারে পৌঁছেছিলেন আরও এক প্রতিযোগী অনন্যা।
ইন্ডিয়ান আইডলের বিজেতা হিসেবে বৈভব প্রাইজমানি হিসাবে ২৫ লক্ষ টাকা ঘরে নিয়ে গিয়েছেন। তিনি একটি ব্র্যান্ড নিউ ব্রেজা গাড়িও পেয়েছেন। সেখানে দ্বিতীয় আসা শুভদীপ পেয়েছেন মাত্র ৫ লাখ।
আরও পড়ুন: লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে রচনা! কোন আসন থেকে দাঁড়াবেন টিভির দিদি নম্বর ১
তবে বাংলাকে আশার আলো জোগাচ্ছে সোনি-তে শুরু হতে চলে আরও এক মিউজিক রিয়েলিটি শো সুপারস্টার সিঙ্গার ৩। সেখানে দেখা গেল গিটার বাজিয়ে পশ্চিমবাংলার শুভ সূত্রধর গাইলেন রকি অর রানি কি প্রেম কাহানি সিনেমার ‘ভে কমলেয়া মেরে নাদান দিল’।
আর যা শুনে বিচারকের আসনে থাকা নেহা কক্কর বলে ওঠেন, ‘তোমার খোঁজই ছিল পুরো মিউজিক ইন্ডাস্ট্রির।’ পরের রাউন্ডেও গেলেন তিনি। সোনির তরফে শেয়ার করা এই প্রোমোতে একজন লিখলেন, ‘এই ছেলে প্লেব্যাকের জন্য তৈরি। সঠিকভাবে কাজে লাগালে অনেক দূর যাবে’। আরেকজন লিখলেন, ‘শুভ তোমার মধ্যে অরিজিতের ছায়া আছে।’ তৃতীয় জন লিখলেন, ‘গুণীদের খনি বাংলা। বারবার প্রমাণ হয়েছে জাতীয় মঞ্চে।’ আপাতত ৯ মার্চ থেকে সম্প্রচার হবে সুপারস্টার সিঙ্গার। শনি আর রবি রাত ৮টায়। এটি তৃতীয় সিজন।
আরও পড়ুন: রামচরণকে ‘ইডলি’ ডাক শাহরুখের! ‘রেসিস্ট’ তকমা দিয়ে কিং খানকে তুলোধনা নেটপাড়ার
ইন্ডিয়ান আইডলের ফাইনালেও গিয়েছিলেন নেহা তাঁর শো সুপারস্টার সিঙ্গারের প্রোমোশন করতে। সেখানে গিয়ে তিনি যেমন গান গেয়ে শোনান, তেমনই তাঁর শো-র সদস্যরাও সুরেলা ঝলক রেখে যান। সিঙ্গার সিজন ৩-এর সঞ্চালনা করবেন হর্ষ লিম্বাচিয়া।
আরও পড়ুন: আম্বানির ডাকে এল না সাড়া! বিরাট-অনুষ্কা ছাড়া এরা আসেনি অনন্ত-রাধিকার অনুষ্ঠানে
শিলিগুড়ির ছেলে শুভদীপ। পড়াশোনা করে সেখানকার নর্থ পয়েন্ট রেসিডেনশিয়াল স্কুলে। খুব ছোট বয়স থেকেই একাধিক শো করছে সে, বলছে তাঁর ফেসবুক প্রোফাইল। তবে রিয়েলিটি শো-র মঞ্চে যোগদান খুব সম্ভবত এই প্রথম। এর আগেও পাহাড় থেকে বহু প্রতিভা মঞ্চ কাঁপিয়েছে। গত বছর সারেগামাপা জিতেছিল কালিম্পংয়ের অ্যালবার্ট কাবো। বাংলা চাইছে, এবার তাঁদের মাথা আর উঁচু করাক এই তরুণ তুর্কী।