জামনগরে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের ৩ দিনব্যাপী প্রাক-বিবাহ উৎসবে এসেছিলেন দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সেলিব্রিটিরা। অনুষ্ঠানে অতিথি ছিলেন অমিতাভ বচ্চন, রজনীকান্ত, রিহানা, সলমন খান, শাহরুখ খান, আমির খান, রাম চরণ, রানি মুখোপাধ্যায়, মাধুরী দীক্ষিত, করিশ্মা কাপুর, করিনা কাপুর-প্রমুখরা।
দ্বিতীয় দিনে তিন খান- সলমন, শাহরুখ ও আমিরকে বহু বছর পর মঞ্চে একসঙ্গে পারফর্ম করতে দেখা গিয়েছে। প্রথমে তাঁরা রাম চরণ এবং জুনিয়র এনটিআরের আরআরআর সিনেমার নাটু নাটুর হুক স্টেপ ফলো করার চেষ্টা করেছিলেন। এক পর্যায়ে রাম চরণও তাদের সঙ্গে মঞ্চে যোগ দেন।
রামকে মঞ্চে আমন্ত্রণ জানিয়েছিলেন শাহরুখ খানই। কিং খান মজা করে দক্ষিণের এই অভিনেতাকে মঞ্চে ডাকার সময় বেশ কিছু উদ্ভট শব্দ উচ্চারণ করেছিলেন, যা আপাতদৃষ্টিতে তেলুগু বা তামিল ভাষায়। যার একটি ভিডিয়ো পিঙ্কভিলা তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করে নেয়। রামের মেকআপ আর্টিস্ট জেবা হাসান ভিডিয়োটিতে মন্তব্য করেছেন, ‘আমি শাহরুখের বিশাল ভক্ত, তবে তিনি যেভাবে মঞ্চে রাম চরণকে ইডলি বলেছিলেন, তা আমার একেবারে ভালো লাগেনি’।

মেকআপ আর্টিস্ট জেবা হাসানের মন্তব্য।
ফ্রি প্রেস জার্নাল অনুসারে, জেবা অভিনেতার এই ব্যবহারের প্রতি হতাশা প্রকাশ করেছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, 'ভেন্দে ইডলি বড়া রাম চরণ কহাঁ হ্যায় তু (কিছু সাউথ ইন্ডিয়ান স্ন্যাক্সের নাম, রাম চরণ তুমি কোথায়)???' এর পর আমি বেরিয়ে এলাম। @alwaysramcharan মতো তারকাকে এই অসম্মানজনক।

শাহরুখ রামচরণকে 'ইডলি' বলায় খুশি হয়নি ইন্টারনেটও। এক ব্যক্তি টুইট করেছেন, 'শাহরুখ খান রাম চরণকে 'ইডলি' বলে উল্লেখ করে অসংবেদনশীল হয়েছেন, যা দক্ষিণ ভারতীয়দের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী, স্টেরিওটাইপ হিসাবে বিবেচিত হতে পারে।' আরেকজন মন্তব্য করেছেন, ‘শাহরুখ খান দক্ষিণ ভারতীয় রাম চরণকে ইডলি বলে বর্ণবাদী আচরণ করছেন।’ অপর একটি টুইটে লেখা হয়, 'একজন দক্ষিণ ভারতীয় পরিচালক তাঁকে তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় হিট দেওয়ার পরে শাহরুখ খান রাম চরণকে 'ইডলি' বলে দক্ষিণ ভারতীয়দের সঙ্গে রেসিস্টের মতো আচরণ করছেন।
জেবা এই নিয়ে বিবৃতি দিয়ে তাঁরইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিবৃতি শেয়ার করেন। যদিও পরে তিনি তা মুছে ফেলেন। সেই পোস্টের একটি অংশে লেখা ছিল, 'এটা হাস্যকর যে সবাই আমাদের 'কম' পারিশ্রমিক দিতে চায়, কারণ আমরা দক্ষিণ ভারত থেকে এসেছি অথচ তারা একই জিনিসের জন্য তিনগুণ পারিশ্রমিক দিতে রাজি আছেন যদি সেই শিল্পী যদি দিল্লি বা মুম্বাই ভিত্তিক হন।'