বাংলা নিউজ > বায়োস্কোপ > Ananya Chakraborty: 'শালীনতা বলে একটা বস্তু...' প্রেমিকের ঠোঁটে ডুব অনন্যার, সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষের মুখে গায়িকা

Ananya Chakraborty: 'শালীনতা বলে একটা বস্তু...' প্রেমিকের ঠোঁটে ডুব অনন্যার, সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষের মুখে গায়িকা

প্রেমিকের ঠোঁটে ডুব অনন্যার, সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষের মুখে গায়িকা

Ananya Chakraborty: প্রেমিকের সঙ্গে গভীর চুম্বনরত মুহূর্তের ছবি পোস্ট করলেন অনন্যা। আর সেটার কারণেই চরম ট্রোল্ড হলেন গায়িকা।

বছর শুরুর দিনই চরম কটাক্ষের মুখে পড়লেন অনন্যা চক্রবর্তী। ২০২৩ সালের পয়লা জানুয়ারি প্রেমিক বিশাল সিংয়ের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছিলেন সারেগামাপা খ্যাত গায়িকা অনন্যা। বছর ঘুরতেই তাঁদের সম্পর্কের অ্যানিভার্সারি হাজির। সঙ্গে আবার নতুন বছর শুরুর আনন্দ। সবটা মিলিয়েই এদিন আনন্দে মশগুল হয়ে গিয়েছিলেন তিনি। প্রেমিকের সঙ্গে ব্যক্তিগত সময় কাটিয়ে তার কিছু ঝলক এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অনন্যা। আর তারপরই তাঁকে পড়তে হল চরম কটাক্ষের মুখে।

প্রেমিকের সঙ্গে ছবি দিয়ে ট্রোল্ড অনন্যা

এদিন অনন্যা চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় তাঁদের সম্পর্কের এক বছর পূর্তি উপলক্ষে কাটানো বিশেষ মুহূর্তের বেশ কিছু ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে একটি সাদা ফারের সোয়েটার এবং কালো প্যান্টে দেখা যায়। অন্যদিকে তাঁর প্রেমিক বিশাল পরেছিলেন মেরুন রঙের শার্ট এবং কালো জিন্স। তাঁদের একাধিক ছবির মধ্যে নজর কাড়ল বিশেষ একটি ছবি। সেখানে প্রেমিককে জড়িয়ে তাঁর ঠোঁটে ঠোঁট ডোবাতে দেখা গেল অনন্যাকে। আর তাঁদের এই ব্যক্তিগত ছবি দেখেই ক্ষেপে গিয়েছেন সকলে।

আরও পড়ুন: পুলিশের পরে এবার কয়লা মাফিয়া, পোস্টারেই ছকভেঙে হিটের বার্তা দেবের

আরও পড়ুন: 'এবার বুঝি...' রাজস্থান বেড়াতে গিয়ে নিয়ম ভাঙলেন অরিজিৎ! বিনা হেলমেট স্কুটিতে দেখে কী বলছে সবাই?

কে কী লিখছেন?

এদিন এক ব্যক্তি তাঁর পোস্টে লেখেন, 'আঙুল ফুলে কলা গাছ হলে শালীনতা তখন মুখ থুবড়ে পড়ে। শালীনতা জনপ্রিয়তায় আসে না তা কেবল সুশিক্ষা আর সামাজিক নৈতিকতা থেকে আসে। তোমরা উচ্ছনে যাওয়া সংস্কৃতিতে বাস করো।' আরেকজন লেখেন, 'তুমি তোমার যোগ্যতায় এখানে এসেছ। কিন্তু এসব পোস্ট করে সেটা নষ্ট করো না। নিজেই নিজেকে অপমান করছ।' তৃতীয় ব্যক্তির মতে, 'আপনি একজন উঠতি গায়িকা। আপনার বুঝে জিনিস পত্র পোস্ট করা উচিত। নিজের ব্যক্তিগত মুহূর্ত কেন এভাবে পাবলিক করছেন?' কেউ আবার এসব কমেন্টের বিরোধিতা করে লেখেন, 'কমেন্ট সেকশন দেখে ভয় হয়। কোথায় আছি।'

প্রসঙ্গত অনন্যা চক্রবর্তী সারেগামাপা থেকে খ্যাতি অর্জন করেন। এদিন তিনি এই ছবিগুলো পোস্ট করে লেখেন, 'আমরা এক বছর পূর্ণ করলাম। তোমাকে আজীবন এভাবেই ভালোবেসে যাব।' তাঁরা এদিন কেক কেটে নিজেদের বিশেষ দিন উদযাপন করেন।

বায়োস্কোপ খবর

Latest News

‘‌উই ডিমান্ড জাস্টিস’‌, মার্কিন বিচারপতির পর্যবেক্ষণ উল্লেখ করে সুখেন্দুর পোস্ট শুরু হল সুপার লিগ কেরালা, জৌলুশে হার মানবে আইএসএল এবং কলকাতা লিগ দীপিকার মা হওয়ার মাঝেই ‘সিংঘম এগেইন’-এর ক্লাইম্যাক্সে বড় বদল আনলেন রোহিত উরুতে রুদ্র বীণার ট্যাটু বিতর্কে মুখ খুললেন নিকিতিন ধীর! 'জানি না কতদিন বাঁচবে,তাই কাকিমাকেই উৎসর্গ করছি'!US ওপেন জিতেও মন খারাপ সিনারের… ১৮তম স্থানে প্যারিস প্যারালিম্পিক্স শেষ করল ভারত, কত নম্বরে পাকিস্তান? নৈহাটির প্রাক্তনীদের মিছিলে ঠিক কি হয়েছিল? শিউরে ওঠার মত পোস্ট প্রত্যক্ষদর্শীর ‘‌ওবামা–কমলার সঙ্গে দেখা করার খবর ভুল’‌, আমেরিকা সফরের আগে জবাব শিবকুমারের ‘অযথা জ্ঞান ভালো লাগে না, শাস্ত্রী উপায় বলে দিয়েছিল, তাই শুনেছিলাম’! অকপট পন্ত LIVE: কে ফরেন্সিক স্যাম্পেল নিয়েছিলেন, সেটা গুরুত্বপূর্ণ, আদালতে বলল CBI

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.