বছরের একদম শুরুতেই ভক্তদের জন্য জোড়া চমক নিয়ে হাজির হলেন দেব। অতনু রায়চৌধুরী এবং অভিজিৎ সেনের সঙ্গে চতুর্থ ছবি ঘোষণা করলেন ২০২৪ এর ১ জানুয়ারি। এই ছবিও টনিক, প্রজাপতি, প্রধানের পর আসবে এই বছরের বড়দিনে। আর সেই ছবির ঘোষণার পরই ফের আরও একটি চমক দিলেন তিনি। প্রকাশ্যে এল খাদান ছবির পোস্টার।
খাদান ছবির পোস্টার
নতুন বছরের প্রথমদিন প্রকাশ্যে এল খাদান ছবির পোস্টার। সঙ্গে প্রকাশ্যে এল দেবের লুকও। এখানে অভিনেতাকে কয়লা মাফিয়ার চরিত্রে দেখা যাবে। ছবির পোস্টারে দেবকে লাল টিশার্টের উপর গলায় গামছা জড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। সঙ্গে পরেছিলেন কালো প্যান্ট। হাতে তাঁর কুড়ুল ধরা। পুরো মুখ দেখা না গেলেও রাগত ভাবে যে তিনি তাকিয়ে আছেন সেটা স্পষ্ট।
আরও পড়ুন: নাচতে নাচতে মহিলার গায়ে মদ ঢাললেন সরকারের পরিচালক রাম গোপাল ভার্মা, নিমেষে ভাইরাল ভিডিয়ো
ছবিটির পরিচালনা করেছেন সুজিত দত্ত ওরফে রিনো। সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের তরফে এই ছবিটি নিয়ে আসা হচ্ছে। দেব ছাড়াও এই ছবিতে দেখা যাবে তাঁর প্রধান ছবির নায়িকা সৌমিতৃষা কুণ্ডুকে। এছাড়া থাকবেন ইধিকা পালও। তিনি কলকাতার মেয়ে হয়েও মূলত বাংলাদেশী ছবিতেই কাজ করেছেন। এই প্রথম তাঁকে কোনও এপার বাংলার ছবিতে দেখা যাবে।
দেবের অন্যান্য প্রজেক্ট
দেবকে শেষবার প্রধান ছবিতে দেখা গিয়েছে। অভিজিৎ সেন পরিচালিত এই ছবিটি ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে। বক্স অফিসে ভালোই ব্যবসা করছে প্রধান। আবারও হিট অভিজিৎ দেবের জুটি। ২০২৪ সালে দেব সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা ছবির শুটিং করবেন। সঙ্গে রিনোর খাদান তো আছেই। এছাড়া বড়দিনে আসবে অভিজিৎ সেনের সঙ্গে তাঁর নতুন ছবি। অন্যদিকে মহানায়ক উত্তম কুমারের নায়ক ছবিটির রিমেক নিয়েও ভাবনা চিন্তা করছেন তিনি।