ট্যালেন্ট রিয়েলিটি শো ইন্ডিয়া'স গট ট্যালেন্টের মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা বিধু বিনোদ চোপড়াকে দেওয়া হল বিশেষ ট্রিবিউট, সিনেমার জগতে ৪৫ বছর পূর্ণ করার জন্য। সঙ্গে থাকবেন আগের সিজনের বিজেতা দিব্যাংশ আর মনুরাজ। বিচারকের আসনে থাকা কিরণ খের আর বাদশাকে হতবাক করে দেবেন প্রতিযোগীরা নিজেদের চোখ ধাঁধানো শৈল্পী দিয়ে।
মুম্বইয়ের জিরো ডিগ্রি গ্রুপও আরও একবার হতবাক করবে বিচারকদের। কুইন সিনেমার জনপ্রিয় গান লন্ডন ঠুমাকদা-য় পারফর্ম করতে দেখা যাবে তাঁদের। তাঁদের নাচে মুগ্ধ কিরণ খের বলে ওঠেন, ‘তোমরা অসাধারণ ডান্সার। অন্য সবার থেকে ভালো।’ আর তারপর বাদশা বলেন, ‘ইন্ডিয়াজ গট ট্যালেন্টের ইতিহাসে সবচেয়ে বিনোদনকারী পারফরনমেন্স’ ছিল এটি। সঙ্গে উল্লেখ করেন এই নাচ ‘হল অফ ফেম’-এ যাওয়া উচিত।
পারফরম্যান্সের পরে, অনুষ্ঠানের উপস্থাপক অর্জুন বিজলানি জিরো ডিগ্রি গ্রুপের সদস্য কর্তব্যর বাবা-কে ডেকে নেন মঞ্চে। বর্ণনা করেন যে কীভাবে জিরো ডিগ্রি গ্রুপের বাচ্চারা দুষ্টু কিন্তু কঠোর পরিশ্রমী। আর কর্তব্য তো নিজের পরিবারের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। এই অল্প বয়সেও পরিবারের সঙ্গে লড়াইয়ে সামিল হয়েছে। এত ছোট বয়সে যে সংগ্রামের মুখোমুখি হয়েছে তার কোনও সীমা নেই। দুজনেই বলেন তাঁরা কর্তব্যের মা-বাবা হিসেবে পরিচিতি পেয়ে নিজেকে ধন্য মনে করছেন।
কর্তব্যের এই লড়াই মন ছুঁয়ে যায় গায়ক বাদশার। তিনি বলে ওঠেন, ‘ক্লাস টুয়েলভ অবধি ওদের সব লেখাপড়ার দায়িত্ব আমি নেব। এই গ্রুপের যে কেউ, যে কোনও দরকারে আমার সঙ্গে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারে।’
র্যাপার হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন এখন বাদশা গোটা দেশের দর্শক মনেই। কিছুদিন আগেই বিতর্কে জড়িয়েছিলেন তাঁর গাওয়া 'সনক' গানটি নিয়ে। ভগবান শিবের বিরুদ্ধে অশ্লীল শব্দ ব্যবহার করে হিন্দু ভাবাবেগে আঘাত দিয়েছেন দাবি এনে করা হয়েছিল বাদশার নামে এফআইআর-ও। এরপর গোটা ব্যাপারে ক্ষমা চেয়ে বাদশা সামাজিক মাধ্যমে লেখেন, ‘আমি আমার টিমকে গানের ওই অংশগুলি পরিবর্তনের জন্য জানিয়েছি। আপত্তিকর শব্দগুলি বদলে ফেলছি। এটার জন্য কিছুটা সময় লাগবে। এটা আরও কিছুদিন পর নতুনভাবে ডিজিটাল প্ল্যার্টফর্মে আসবে। যাঁরা আঘাত পেয়েছেন, তাঁদের কাছে আমি মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি।’