বাংলা নিউজ > বায়োস্কোপ > Sohag Jol Actress: বিয়ে করলেন সোহাগ জলের 'মউ', শুভদৃষ্টির সময় চোখ মারলেন অস্মিতা, বরকে নিয়ে একী বললেন…

Sohag Jol Actress: বিয়ে করলেন সোহাগ জলের 'মউ', শুভদৃষ্টির সময় চোখ মারলেন অস্মিতা, বরকে নিয়ে একী বললেন…

সোহাগ জলের ‘মউ’ অস্মিতার বিয়ে

অস্মিতা বলেন, ‘অনেকদিন অপেক্ষায় ছিলাম, জানতাম নাতো কার সঙ্গে বিয়ে হবে, যখন জানলাম ওর (হবু বরের দিকে আঙুল দেখিয়ে) সঙ্গে হচ্ছে তখন খুব খুশি।’ গলা ধরে যাওয়ার কারণ জানিয়ে অস্মিতা মজা করে বলেন, ‘সেই সকাল থেকে চলছে, খুব ক্লান্ত, আর রিটেক হচ্ছে না তো, সবই ওয়ান টেক ওকে করতে হচ্ছে।’

পরিণতি পেল ১৪ বছরের বন্ধুত্ব। সাতপাকে বাঁধা পড়ল টলিপাড়ার আরও এক অভিনেত্রীর প্রেম। ২৬ ফেব্রুয়ারি দীর্ঘদিনের বন্ধু, ব্যবসায়ী রামগোপাল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাতপাতে বাঁধা পড়লেন ‘সোহাগ জল’-এর মউ অর্থাৎ অভিনেত্রী অস্মিতা মুখোপাধ্যায়। 

কলেজে পড়ার সময় এক কমন ফ্রেন্ডের সূত্রে একে অপরের সঙ্গে আলাপ হয় অস্মিতা ও রামগোপালের। ক্রমেই সম্পর্কের বন্ধন মজবুত হয় তাঁদের। বন্ধুত্বে লাগে প্রেমের রঙ। যদিও প্রেমের কথা কখনও লুকিয়ে রাখেননি দুজনে। আইবুড়ো ভাত খাওয়ার ছবি থেকে বিয়ের ফটোশ্যুট সব ছবিই সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছিলেন অস্মিতা। এবার অভিনেত্রীর ইনস্টাস্টোরিতে উঠে এল গায়ে হলুদ থেকে সিঁদুরদানের নানান মুহূর্ত। অভিনেত্রীর বিয়ের ছবিতেই স্পষ্ট, তাঁর জীবনের এই বিশেষ মুহূর্তটি বেশ মজাদার হয়ে উঠেছিল। মালাবদলের আগে পিঁড়ি ধরে অনেক উঁচুতে তুলে ধরতেই কিছুটা ভয় পেয়ে গিয়েছিলেন অস্মিতা।

<p>অস্মিতা মুখোপাধ্যায়ের গায়ে হলুদ</p>

অস্মিতা মুখোপাধ্যায়ের গায়ে হলুদ

<p>অভিনেত্রী অস্মিতা মুখোপাধ্যায়ের বিয়ে</p>

অভিনেত্রী অস্মিতা মুখোপাধ্যায়ের বিয়ে

<p>অভিনেত্রী অস্মিতা মুখোপাধ্যায়ের সিঁদুরদান</p>

অভিনেত্রী অস্মিতা মুখোপাধ্যায়ের সিঁদুরদান

এদিকে অস্মিতা মুখোপাধ্যায়ের বিয়ের সমগ্র ভিডিয়ো উঠে এসেছে টলি টাইমের ক্যামেরায়। সেখানে দেখা যায় শুভদৃষ্টির সময় বর রামগোপাল বন্দ্যোপাধ্যায়কে চোখ মেরে বসেন অস্মিতা। উঠে আসে আরও অনেক মজাদার মুহূর্ত। বিয়ের পর টলি টাইমকে অস্মিতা বলেন, ‘অনেকদিন অপেক্ষায় ছিলাম, জানতাম নাতো কার সঙ্গে বিয়ে হবে, যখন জানলাম ওর (হবু বরের দিকে আঙুল দেখিয়ে) সঙ্গে হচ্ছে তখন খুব খুশি।’ গলা ধরে যাওয়ার কারণ জানিয়ে অস্মিতা মজা করে বলেন, ‘সেই সকাল থেকে চলছে, খুব ক্লান্ত, আর রিটেক হচ্ছে না তো, সবই ওয়ান টেক ওকে করতে হচ্ছে।’

 

<p>অস্মিতা-রামগোপালের শুভদৃষ্টি</p>

অস্মিতা-রামগোপালের শুভদৃষ্টি

(ছবি সৌজন্য-Tolly Time, ইউটিউব পেজ)
<p>অস্মিতা-রামগোপালের শুভদৃষ্টি</p>

অস্মিতা-রামগোপালের শুভদৃষ্টি

(ছবি সৌজন্য-Tolly Time, ইউটিউব পেজ)

অস্মিতার বর রামগোপাল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি অবশ্য জানতাম। ওকে বহু আগেই বলেছিলাম ঘুরেফিরে সেই আমার কাছেই আসবি।’ বরের কথায় সহমত প্রকাশ করেন অস্মিতাও। বলেন, ‘ও আমাকে ১০-১২ বছর আগেই বলেছিল, দুনিয়া দেখে নে, সেই তোকে আমার বাড়িতেই আসতে হবে। আমার কাছেই আসতে হবে। আমিও তখন মজা করে বলতাম, আরে ঠিকআছে…দেখে নেব।’ অস্মিতার বর রামগোপাল মজা করে বলেন, ‘ও নয়, আমাকেই সারাক্ষণ অস্মিতাকে আগলে রাখতে হয়, ওর দেখভাল করতে হয়।’

বায়োস্কোপ খবর

Latest News

সন্দীপের হাজিরাকে ঘিরে বিক্ষোভে উত্তাল আলিপুর আদালত, দেখানো হল হাওয়াই চটি ভিজে ঘাস তুলে মাঠ মেরামতির চেষ্টা ব্যর্থ, ভেস্তে গেল AFG vs NZ ২য় দিনের খেলাও ‘ভিনেশ, পুনিয়াদের নিয়ে কোনও মন্তব্য নয়’ ব্রিজভূষণকে সতর্ক করল বিজেপি দুর্গাপুজোর সময় আন্দোলন–পথসভা করার সিদ্ধান্ত বিজেপির, শহর থেকে গ্রামে চলবে বীরভূমের খোয়াই রক্ষায় কড়া পদক্ষেপ, কাঁটা তার দিয়ে ঘেরার পরিকল্পনা বন বিভাগের Zimbabwe Women বনাম United Arab Emirates Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? কাউন্সিলর পদ খুইয়ে সংসারে অনটন, দ্বিতীয় স্ত্রীর হাতে 'খুন' তৃণমূল নেতা! দলীপ ট্রফিতে কেভিন পিটারসেন! পুরনো স্মৃতি শেয়ার করলেন মজার ক্যাপশন দিয়ে কেনা হবে ২৪০ সুখোই যুদ্ধবিমান, HAL-এর সঙ্গে ২৬০০০ কোটি টাকার চুক্তি সরকারি হাসপাতালে রোগীদের ঠিকমতো দেওয়া হচ্ছে না খাবার, রিপোর্ট দাবি ক্যাগের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.