পরিণতি পেল ১৪ বছরের বন্ধুত্ব। সাতপাকে বাঁধা পড়ল টলিপাড়ার আরও এক অভিনেত্রীর প্রেম। ২৬ ফেব্রুয়ারি দীর্ঘদিনের বন্ধু, ব্যবসায়ী রামগোপাল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাতপাতে বাঁধা পড়লেন ‘সোহাগ জল’-এর মউ অর্থাৎ অভিনেত্রী অস্মিতা মুখোপাধ্যায়।
কলেজে পড়ার সময় এক কমন ফ্রেন্ডের সূত্রে একে অপরের সঙ্গে আলাপ হয় অস্মিতা ও রামগোপালের। ক্রমেই সম্পর্কের বন্ধন মজবুত হয় তাঁদের। বন্ধুত্বে লাগে প্রেমের রঙ। যদিও প্রেমের কথা কখনও লুকিয়ে রাখেননি দুজনে। আইবুড়ো ভাত খাওয়ার ছবি থেকে বিয়ের ফটোশ্যুট সব ছবিই সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছিলেন অস্মিতা। এবার অভিনেত্রীর ইনস্টাস্টোরিতে উঠে এল গায়ে হলুদ থেকে সিঁদুরদানের নানান মুহূর্ত। অভিনেত্রীর বিয়ের ছবিতেই স্পষ্ট, তাঁর জীবনের এই বিশেষ মুহূর্তটি বেশ মজাদার হয়ে উঠেছিল। মালাবদলের আগে পিঁড়ি ধরে অনেক উঁচুতে তুলে ধরতেই কিছুটা ভয় পেয়ে গিয়েছিলেন অস্মিতা।
এদিকে অস্মিতা মুখোপাধ্যায়ের বিয়ের সমগ্র ভিডিয়ো উঠে এসেছে টলি টাইমের ক্যামেরায়। সেখানে দেখা যায় শুভদৃষ্টির সময় বর রামগোপাল বন্দ্যোপাধ্যায়কে চোখ মেরে বসেন অস্মিতা। উঠে আসে আরও অনেক মজাদার মুহূর্ত। বিয়ের পর টলি টাইমকে অস্মিতা বলেন, ‘অনেকদিন অপেক্ষায় ছিলাম, জানতাম নাতো কার সঙ্গে বিয়ে হবে, যখন জানলাম ওর (হবু বরের দিকে আঙুল দেখিয়ে) সঙ্গে হচ্ছে তখন খুব খুশি।’ গলা ধরে যাওয়ার কারণ জানিয়ে অস্মিতা মজা করে বলেন, ‘সেই সকাল থেকে চলছে, খুব ক্লান্ত, আর রিটেক হচ্ছে না তো, সবই ওয়ান টেক ওকে করতে হচ্ছে।’
অস্মিতার বর রামগোপাল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি অবশ্য জানতাম। ওকে বহু আগেই বলেছিলাম ঘুরেফিরে সেই আমার কাছেই আসবি।’ বরের কথায় সহমত প্রকাশ করেন অস্মিতাও। বলেন, ‘ও আমাকে ১০-১২ বছর আগেই বলেছিল, দুনিয়া দেখে নে, সেই তোকে আমার বাড়িতেই আসতে হবে। আমার কাছেই আসতে হবে। আমিও তখন মজা করে বলতাম, আরে ঠিকআছে…দেখে নেব।’ অস্মিতার বর রামগোপাল মজা করে বলেন, ‘ও নয়, আমাকেই সারাক্ষণ অস্মিতাকে আগলে রাখতে হয়, ওর দেখভাল করতে হয়।’