কদিন আগেই নিজের ডিভোর্সের কথা সামনে এনেছিলেন অভিনেত্রী শোলাঙ্কি রায়। নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন, ২০২৩ সালে ৫ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন তিনি। অনেকদিন ধরেই ইন্ডাস্ট্রি-তে গুঞ্জন ছিল, দুজনের মধ্যে দূরত্ব এসেছে। এবার রিল শেয়ার করে কাকে বললেন, ‘যাদের আমি ঘৃণা করি…’
২০১৮-র ফেব্রুয়রিতে স্কুলের বন্ধু শাক্যকে বিয়ে করেছিলেন শোলাঙ্কি। কাজের সূত্রে নিউজিল্যান্ডে থাকেন শাক্য। শোলাঙ্কি নিজেও সেই সময় চলে গিয়েছিলেন বিদেশে। বছরখানেক সেখানে কাটিয়ে ফিরে আসেন। এরপরের কয়েকবছরও যাতায়াত লেগে ছিল। তবে টলিউডে কাজের ব্যস্ততা যত বেড়েছে, ততই দূরত্ব এসেছে দুজনের। মাঝে অভিনেতা সোহম মজুমদারের সঙ্গে প্রেম নিয়েও কম জলঘোলা হয়নি। তবে, আপাতত তিনি সিঙ্গেল।
আরও পড়ুন: ২৬-এর শ্রীময়ীর বিশেষ জিনিসে মন মজে ৫৩-র কাঞ্চনের, পাশ থেকে উপদেশ দিল শাশুড়ি
এবার একটি মজার রিল শেয়ার করলেন ‘গাঁটছড়া’র খড়ি। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘আমার থেরাপিস্ট বলেছিল, চিঠি লিখতে সেই সমস্ত মানুষদের, যাদের আমি ঘৃণা করি। তারপর পুড়িয়ে ফেলতে। আমিও তাই করেছি। এখন বুঝতে পারছি না চিঠিগুলোকে কী করব।’
তবে এই রিলটি বানানো হয়েছিল, বেশ কিছু মাস আগে। যখন শোলাঙ্কির চুল ছিল ছোট। দেবালয় ভট্টাচার্যের একটি ওয়েব সিরিজের কাজ শেয়ার করেছেন শোলাঙ্কি সপ্তাহখানেক আগেই। আপাতত ভাগ্য অন্বেষণে ঠিকানা তাঁর মুম্বই। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিগত ৬ মাস ধরে ভাগ্য অন্বেষণের জন্য রয়েছেন তিনি মায়া নগরীতে।
আরও পড়ুন: তথাগত-দেবলীনার ঘর ভাঙার অভিযোগ! বিবৃতিকে দাদাগিরিতে পেয়েই সৌরভ বললেন, ‘আমার বাবাও…’
ডিভোর্স প্রসঙ্গে নিবেদিতা অনলাইনকে শোলাঙ্কি জানিয়েছিলেন, ‘বিয়ে শুধু এটার উপর টিকে থাকে না আমরা একে অপরকে কতটা ভালোবাসি। এর বাইরে একটা সম্পর্ক টিকে থাকতে জরুরি দুটো মানুষের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিটা একরকম কিনা।’ সঙ্গে স্পষ্ট করেছিলেন, শুধু শাক্য নয়, তাঁর পরিবারের সঙ্গেও এখনও ভালো সম্পর্ক তাঁর। বিচ্ছেদ হলেও, কোনও মলীনতা বা ভুল বোঝাবুঝি আসেনি সেখানে।
আরও পড়ুন: আশিক বানায়ে আপনেতে বিছানায় ঝড় তোলেন! এ কেমন দেখতে হয়েছে তনুশ্রীকে
পরবর্তীতে বিয়ে করবেন কি না তা জানা না থাকলেও, সন্তান দত্তক নেওয়ার ইচ্ছে রয়েছে শোলাঙ্কির। তাও আবার একটা নয়, দু-দুটো। একটা ছেলে আর আরেকটা মেয়ে। অভিনেত্রীর কথায়, বর্তমান সময়ে ছেলেদের মানুষের মতো মানুষ করা, তাঁদের সঠিক ভ্যালুজ দেওয়া বেশি দরকার।