চলতি সপ্তাহে দাদাগিরির তারকা স্পেশাল এপিসোডে হাজির ছিলেন গায়ক সিধু, শোভন, অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়রা। আর এই এপিসোডের বেশ কিছু মুহূর্ত মন জয় করে নিয়েছে দর্শকদের।
বিবৃতির সঙ্গে কথাপ্রসঙ্গে সৌরভ জানান তিনি পোষ্যপ্রেমী। আর এই ভালোবাসা এসেছে তাঁর কাছে পরিবার সূত্রে।
সৌরভ বিবৃতিকে প্রশ্ন করেন, ‘তুমি তো পেট লাভার?’ যাতে অভিনেত্রী বলেন, ‘এখন তো আমার এই ছানাদের নিয়েই দিন কাটে’। এরপরই সৌরভ বলে ওঠেন, আমিও খুব পোষ্য ভালোবাসি। তারপর জানান, কীভাবে একসময় তাঁদের বাড়িতে থাকত ২৪টি সারমেয়।
আরও পড়ুন: আশিক বানায়ে আপনেতে বিছানায় ঝড় তোলেন! এ কেমন দেখতে হয়েছে তনুশ্রীকে
সৌরভ বলেন, ‘আমিও পেট লাভার (পোষ্য প্রেমী)। আমার বাবাও তাই ছিলেন। ২৪টা কুকুর থাকত তখন বাড়িতে। বাড়ির পিছনে ওদের থাকার ব্যবস্থা ছিল। ৪টে ট্রেনার ছিল ওদের দেখভাল করার জন্য। বাবা ওদের কলকাতা ক্যানিং ক্লাবের ডগ শো-তে পার্টিসিপেট করাত।’
এখানেই শেষ নয়, বিবৃতিকে দাদাগিরিতে একটি প্রশ্নও করা হয়েছিল চার পেয়ে এই জন্তুটিকে নিয়ে। ‘বিশ্বষুদ্ধের সময় ব্রিটিশরা প্রতিপক্ষ দেশের নাম ব্যবহার করবে না বলে একটি কুকুরের প্রজাতির নতুন নামকরণ করা হয়েছিল। কোন প্রজাতি সেটা?’
আরও পড়ুন: রানাঘাটে কনসার্ট আদৃত রায়ের! কবে-কোথায় পারফর্ম করবে তাঁর ব্যান্ড পোস্টার বয়েজ
অপশনে ছিল রাশিয়ান ব্ল্যাক টেরিয়র, ফ্রেঞ্চ বুল ডগ, জাপানিজ চিন, জার্মান শেপার্ড। আর বৃবিতির জবাব ছিল, জার্মান শেপার্ড। সেটাই সঠিক উত্তর। সৌরভ জানান, জার্মান শেপার্ডদের নাম পরিবর্তন হয়ে হয়েছিল আলসাস লোরেন। আর সেই কারণে জার্মান শেপার্ডদের অ্যালসেসিয়ানও বলা হয়ে থাকে।
বিবৃতি চট্টোপাধ্যায়কে প্রথম দেখা গিয়েছিল ২০১৮ সালের ব্যোমকেশ গোত্র সিনেমায়। তথাগত চট্টোপাধ্যায়ের ভটভটি ও গাকি তাঁকে দেয় পরিচিতি। তবে এই দুটি সিনেমায় কাজ করতে গিয়ে বিবৃতি আর তথাগতর মধ্যে প্রেম সম্পর্ক হয় বলেও খবর। সেই সময় বিবাহিত সম্পর্কে ছিলেন তথাগত আর দেবলীনা। বিয়ে ছেড়ে বেরিয়ে আসেন অভিনেতা-পরিচালক। তবে বিয়ে ভাঙার কথা মানলেও, নতুন প্রেমে শিলমহোর দেননি বিবৃতি বা তথাগত কেউই।
আরও পড়ুন: দুই বোনের এক বর! উঠছে না মিঠিঝোরার টিআরপি, খবর আসছে নতুন নায়ক, শৌর্য-র মুখ বদল?
সৌরভের শো-তেই বিবৃতি জানালেন, তাঁর বেড়ে ওঠা রাজস্থানে। মরু দেশের ভেলওয়ারা-তে থাকতেন। চিত্তোর থেকে ১ ঘণ্টার দূরত্ব। মা কাজের সূত্রে সেখানেই থাকতেন।