বাংলা নিউজ > বায়োস্কোপ > একা হাতে ছেলেকে সামলাচ্ছেন, এখনই কাজে ফিরবেন না! জানালেন মধুবনী গোস্বামী

একা হাতে ছেলেকে সামলাচ্ছেন, এখনই কাজে ফিরবেন না! জানালেন মধুবনী গোস্বামী

ছেলের সঙ্গে মধুবনী (ছবি ইনস্টাগ্রাম)

ছেলেকে সামলানোর জন্যই আপাতত কাজে না ফেরার সিদ্ধান্ত মধুবনীর।

গত এপ্রিল মাসে পুত্র সন্তানের মা হয়েছেন টেলি অভিনেত্রী মধুবনী গোস্বামী। ধারাবাহিক 'ভালবাসা ডট কম' থেকে শুরু হয়েছিল ওম-তোড়ার ভালোবাসার গল্প। পর্দার 'ওম-তোড়া' এবার বাস্তবে মা-বাবা। ছেলের দায়িত্ব দুজনে ভাগ করে নিয়েছেন। সহকারীর প্রয়োজন ছাড়াই পুত্রসন্তানকে নিজে কোলে পিঠে করে বড় করছেন নায়িকা। নেটমাধ্যমে ভাগ করে নিয়েছেন সুন্দর মুহূর্ত।

ছেলে কেশবকে কোলে নিয়ে নিজের একটি ছবি শেয়ার করেছেন মধুবনী। ক্যাপশনে লিখেছেন, ‘আমি গর্বিত। আমরা কেশবের জন্য কোনও আয়া রাখিনি। এটা রাজা এবং আমি কেশবের জন্মের কয়েক মাস আগে যৌথ ভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম। এর প্রধানত দুটো কারণ। প্রথমত প্যানডেমিক … এই পরিস্থিতিতে বাইরের কোনও লোককে কেশবের কাছে আসতে দিচ্ছি না.. এবং আমি নিজে সম্পূর্ণ লকডাউনের মতো ২৪ ঘণ্টা আমার ছেলের সঙ্গেই আছি'।

পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, প্যানডেমিক এভাবে চলতে থাকলে উৎসব করে কেশবের অন্নপ্রাশনও করবেন না তাঁরা। কারণ তাঁদের কাছে সবার কাছে ছেলের সুরক্ষা। তিনি বলেন, 'দ্বিতীয়ত আমরা আমাদের ছেলেকে আয়ার কাছে রেখে মানুষ করতে চাই না। আমি এখন কাজেও ফিরব না। আমার কাছে টপ প্রায়োরিটি আমাদের ছেলে কেশব।’

আপাতত কাজে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। ছেলেকে সামলানোর জন্যই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। এই সঠিক সিদ্ধান্ত নিতে রাজা তাঁকে সাহায্য করেছেন বলে ধন্যবাদও জানিয়েছেন নায়িকা। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি নিজেও খুশি। ক্য়াপশনে কার্যত কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা গেছে মধুবনীকে। 

দীর্ঘ ১১ বছরের সম্পর্ক রাজা-মধুবনীর। ভালোবাসা ডট কমের সেটে শুরু এই প্রেমের গল্প। এরপর ২০১৬ সালে সাত পাকে বাঁধা পড়েন এই জুটি। 

 

বন্ধ করুন