প্রায় ছয় হাজারের বেশি গান করেছেন সঙ্গীত শিল্পী সোনু নিগম। ২৮ রকমের বেশি ভাষাতে গান গেয়েছেন তিনি। ভারতীয় ছবিতে সঙ্গীতে তাঁর অবদানের জন্য গায়ক ও সঙ্গীত পরিচালক সোনু নিগমকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে সাদা রঙের ইন্ডো ওয়েস্টার্ন পোশাকে সেজে পদ্মশ্রী সম্মান গ্রহণ করেন সোনু। পুরস্কার গ্রহণ করে মা শোভা নিগমকে উৎসর্গ করেছেন গায়ক। ‘পদ্মশ্রী’ সম্মান পাওয়ার পর পার্টি থ্রো করেন গায়ক-সুরকার। পার্টির থেকে একটি মজাদার ঘটনা সকলের সঙ্গে ভাগ করে নেন সোনু। এক ভক্ত সোনু সুদের সঙ্গে তাঁকে গুলিয়ে এবং পার্টি চলাকালীন তাঁকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছিলেন।
সেই অনুরাগীর ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে গায়ক লেখেন, ‘সোনু সুদের পদ্মভূষণ’এর জন্য তিনি যে অভিনন্দন নোট লিখেছেন তাতে আমি মুগ্ধ। তিনি আসলে পার্টিতে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তারপর অবশেষে বুঝতে পারলাম আমি সোনু সুদ এবং এটা আমার পদ্মভূষণ পার্টি। #হ্যাটসফ #ফ্যানফরলাইফ।' গায়ক এই ছবি শেয়ার করতেই নেটমাধ্যমে মজার মজার কমেন্টের বন্যা।
ওই মহিলা অ্যাকাউন্টে একাধিক ছবি শেয়ার করেছিলেন। যদিও তার কোনও পোস্টে সোনু সুদের উল্লেখ নেই (সম্ভবত পরে সম্পাদিত), বেশিরভাগের মন্তব্যে ‘পদ্মভূষণ সোনু সুদ’ এবং ‘সোনু সুদ পদ্ম ফুল’ নিয়ে রসিকতা করা হয়েছে। সোনু নিগমের একটি ছবি সহ পোস্টগুলির রবিবার সকালে সম্পাদনা করা হয়েছিল।
এ দিন বলিউডের একাধিক ঘনিষ্ঠ সোনুর পার্টিতে হাজির ছিলেন। অভিনেতা আমির খান, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রোহিত রায়, কৃষাণ কুমার, গায়ক শান, নেহা ভাসিন, রাহুল বৈদ্য এবং তাঁর স্ত্রী-অভিনেত্রী দিশা পারমারও পার্টিতে হাজির ছিলেন।