বিগত কয়েকমাস ধরেই চর্চায় বচ্চন পরিবারের অন্দরের কলহ। অভিষেক বচ্চন আর ঐশ্বর্য রাইয়ের মধ্যেকার ‘দূরত্ব’ একাধিকবার এসেছে খবরে। তার মধ্যেই নভ্যা নভেলি নন্দার শো-তে এসে এমন কিছু মন্তব্য করলেন জয়া, যা উসকে দিল শাশুড়ি আর বউমার ভিতরকার দ্বন্দ্ব।
‘হোয়াট দ্য হেল নন্দা’ পডকাস্টের দ্বিতীয় সিজনে এসেছিলেন জয়া বচ্চন আর শ্বেতা বচ্চন। সেখানেই দিদিমার সঙ্গে নানা ব্যাপার নিয়ে গালগল্প জোড়েন অমিতাভের নাতনি। আর সেই সময়তেই মেয়েকে নিজের ‘শক্তি’ হিসেবে বর্ণনা করেন জয়া, এমনকী ছেলে অভিষেকের থেকেও বেশি।
জয়াকে বলতে শোনা যায়, ‘ও (শ্বেতা) আমার কাছে ছেলের চেয়েও বেশি, ও আমার শক্তি। আমি জানি না এটার কারণ কী,হতে পারে সে একজন মহিলা। কিন্তু সে আমার শক্তি।’
আপাতত জয়ার বলা এই কথাগুলোর ক্লিপিংস ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। এক নেটনাগরিক মন্তব্য করেছেন, ‘কদিন আগেও শুনতাম জয়ার ফেভারিট তাঁর ছেলে। হঠাৎ কী হল?’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘হতে পারে আপনার এই কথার পিছনে আছে বউমা ঐশ্বর্য’।
আরও পড়ুন: ‘পদাতিক’-এ খোদ সত্যজিতের গলার আওয়াজ, AI দিয়ে বড় চমক সৃজিতের
মাসখানেক আগে বচ্চন পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছিল, ঐশ্বর্য জলসার বাংলো ছেড়ে আপাতত থাকছেন নিজের মায়ের সঙ্গে। এর আগেও যখন শ্বশুরবাড়িতে ছিলেন তখনও খুব একটা সুসম্পর্ক ছিল না শাশুড়ি কিংবা ননদের সঙ্গে। এমনকী এমনটাও দাবি করা হয়, যবে থেকে শ্বেতা দিল্লি ছেড়ে পাকাপাকিভাবে মুম্বইতে থাকতে শুরু করেন, তবে থেকেই নাকি সমস্যার সূত্রপাত। অভিষেক বচ্চন মা আর বউয়ের মধ্যে পড়ে প্রায় স্যান্ডউইচ হচ্ছেন।
আরও পড়ুন: ডন ৩-এ শাহরুখকে আগেই সরিয়েছেন রণবীর সিং! ফারহানের সিনেমার শ্যুটিং শুরু কবে
সব ধরনের জল্পনায় ঘি পড়েছিল যখন ঐশ্বর্যর হাত থেকে মিসিং ছিল তাঁর বিয়ের আংটি। এমনকী, অভিষেকও হাত থেকে তা খুলে ফেলেছেন বলে দাবি অনেকের। অভিষেক-ঐশ্বর্যর একমাত্র কন্যা আরাধ্যার জন্মদিনে বচ্চন পরিবারের থেকে কোনও পোস্ট না আসা, বিচ্ছেদের খবরেই যেন শিলমোহর দিয়েছিল।
এই পডকাস্টে জয়াকে নাতনি নভ্যা জানান তাঁকে নিয়ে অনলাইনে চলতে থাকা ট্রোলগুলি। অমিতাভ-পত্নী মন্তব্য করেন, ‘লোকজন আমাকে নিয়ে ঠাট্টা করছে বা আমাকে নিয়ে হাসছে তাতে আমার আপত্তি নেই। তবে কিছু লোকজন যে মিমগুলি তৈরি করছে তা খুব খারাপ। ওঁদের এটা সঠিকভাবে করা উচিত।’ নভ্যা দিদিমাকে পরামর্শ দেন, ‘আপনি তো ওঁদের শেখাতে পারেন’। তবে তাতে জয়া জবাব দেন, ‘আমি কেন ওদের শেখাতে যাব!’
এরপর নভ্যা নাভেলি নন্দা ‘জয়া-ইং’ শব্দটির সঙ্গে দিদিমার পরিচয় করান, যেটা পাপারাৎজির সঙ্গে জয়া বচ্চনের তিক্ত কথোপকথনের কারণে তৈরি হয়েছে।