বাংলা নিউজ > বায়োস্কোপ > Sourav Ganguly: প্রেমের সপ্তাহেই সৌরভ জীবনে আসছে নতুন ‘সঙ্গী’! ডোনা নয় কাকে মন দিলেন মহারাজ?

Sourav Ganguly: প্রেমের সপ্তাহেই সৌরভ জীবনে আসছে নতুন ‘সঙ্গী’! ডোনা নয় কাকে মন দিলেন মহারাজ?

সৌরভ-ডোনা 

Sourav Ganguly New Car: সৌরভের এই ভালোবাসার কথা কারুর অজানা নয়। শুরু থেকে ডোনাও মেনে নিয়েছেন সবটা। প্রেমের সপ্তাহেই নতুন সঙ্গী আসছে সৌরভের ঘরে। 

তাঁর সৌন্দর্য দেখলে চোখ ফেরানো দায়! মন দিয়ে বসলেন সৌরভও। আপতত অধীর আগ্রহে তার অপেক্ষায় দিনগুণছেন মহারাজ। শুধু সৌরভই নয়, বেহালার বীরেন রায় রোডের ২/৬ বাড়িতে আপতত সাজোসাজো রব তার আগমন ঘিরে। সূদূর জার্মানি থেকে আসছে সে। 

ভাবছেন কার কথা হচ্ছে? ভালোবাসার সপ্তাহেই সৌরভ-ডোনার সংসারে আগমন নয়া মেম্বারের। এক বছর যেতে না যেতেই ফের নতুন গাড়ি কিনলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের গাড়ির শখ কারুর অজানা নয়। বেহালা গেলেই দাদার ভক্তরা একবার ঢুঁ মারেন সৌরভের বাড়ির সামনে। ভাগ্য ভালো হলে দেখা মেলেও, আর দাদার দেখা না মিললেও গেটের ওপারে সৌরভের গাড়ির তাক লাগানো কালেকশন সবারই চোখে পড়ে। 

সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ির প্রতি অগাধ ভালোবাসার কথা সকলেরই জানা। বিএমডব্লু, অডি থেকে মার্সিডিজ বেঞ্জের একাধিক মডেল রয়েছে তাঁর সংগ্রহে। এবার সেই তালিকায় যোগ হল রেঞ্জ রোভার। রেঞ্জ রোভার অটোগ্রাফ ক্যাটাগরি টপ মডেল কিনেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় মুদ্রায় সেই গাড়ির দাম প্রায় ৪ কোটি টাকা। এখনও সৌরভের বাড়িতে এসে হাজির হয়নি সে। আসছে জার্মানি থেকে। সৌরভ নিজে পছন্দ করে গাড়িটি কিনেছেন। 

গত বছর মে মাসেই কয়েক কোটি টাকা খরচ করে মার্সিডিজ বেঞ্জ GLS কিনেছিলেন সৌরভ। সেই শখ মিটতে না মিটতেই ফের নতুন গাড়ি। অনেকেই হয়ত জানেন না সৌরভের গাড়ির সংখ্যা এতটাই বেশি যে মহারাজের অনেক গাড়ি রাখা রয়েছে ডোনা গঙ্গোপাধ্যায়ের বাপের বাড়িতে। দেশ-বিদেশের সেরা সেরা গাড়ির মডেল রয়েছে দাদার সংগ্রহে। পাশাপাশি ক্রিকেট ম্যাচ থেকে পুরস্কার হিসাবে পাওয়া গাড়িও রয়েছে এই তালিকায়। 

 জানিয়ে রাখি, শনিবার নিজের বাড়ি থেকেই সৌরভের দামী ফোন খোয়া যাওয়ার খবর সামনে এসেছে। এই বিষয়ে ঠাকুরপুকুর থানাতে অভিযোগও করা হয়েছে। আপাতত ক্রিকেট জগত থেকে অনেকটা দূরে সৌরভ। কিন্ত থেমে নেই দাদা। দাদাগিরির মঞ্চে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। বর্তমানে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো এটি। সপ্তাহ শেষে দাদাগিরি-র অপেক্ষায় হা-পিত্যেশ করে বসে থাকে ভক্তরা। 

প্রসঙ্গত, খুব শীঘ্রই বড় পর্দায় আসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। আর দর্শকদের আশা তাতে তাঁর আর ডোনার প্রেম ও দাম্পত্যের ঝলকও পাওয়া যাবে। ২০২৪-এই ছবির শ্যুটিং শুরু হতে পারে বলে খবর রয়েছে। কে এই ছবি পরিচালনা করবেন সেই নিয়ে জল্পনার শেষ নেই। তবে সূত্র বলছে, সৌরভের বায়োপিক পরিচালনা থাকছেন বিক্রম আদিত্য মোটওয়ানি এবং নাম ভূমিকায় অভিনয় করবে আয়ুষ্মান খুরানা। 

 

 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

অনুরাগের ছবিতে আবারও জুটি বাঁধতে চলেছেন কার্তিক-তৃপ্তি! আর কী কী চমক থাকছে? আরজি কর তদন্তে এবার সিবিআইয়ের ব়্যাডারে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ভারতীয় দলে ধোনির প্রথম দিন গুলো কেমন ছিল? মাহির অজানা গল্প বললেন আকাশ চোপড়া ৫দিনের টেস্টে ১ বলও গড়ায়নি! তাই পরের সিরিজের প্রস্তুতি সেড়েছেন কিউয়ি-আফগান দল… 'পুলিশ নিজের কাজ করেনি', সন্দীপ-অভিজিৎকে নিয়ে আদালতে বিস্ফোরক CBI যৌন হেনস্থার ৬০% অভিযোগ পরিচালকদের বিরুদ্ধে, স্বরূপের মন্তব্য়ে মানহানির নোটিশ বিকিনি পরে স্বামী নিকের সঙ্গে সূর্যে আলোয় গা ভিজিয়ে রোম্যান্টিক মোডে প্রিয়াঙ্ক অতিরিক্ত ছুটি না নেওয়ার বার্তা অফিসারদের, নথি তৈরি করে জমা পড়বে সুপ্রিম কোর্টে একটা কোলে, আরেকটা ঘাড়ে! ইয়ালিনি-ইউভানকে নিয়ে রাজের সানডে-ফানডে, ছবি দিল শুভশ্রী অভিজিৎ মণ্ডলের হয়ে সাওয়াল করায় শিয়ালদা আদালতে আইনজীবীদের বিক্ষোভের মুখে আইনজীবী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.