সেই কবে মিঠাই শেষ হয়েছে! ১ বছর হতে চলল প্রায় পর্দয় আর দেখা যাচ্ছে না আদৃত রায়কে। একসময় বিকেল হলেই টিভির সামনে বসে পড়ত সকলে সিদ্ধার্থ মোডক ওরফে সিডি বয়কে দেখতে। হাসাতেন, কাঁদাতেন, ভালোবাসার এক অন্য দুনিয়ায় নিয়ে যেতেন তিনি আর সৌমিতৃষা কুণ্ডু দর্শকদের। এর মধ্যেই সিনেমা হলে মুক্তি পেয়েছে মিঠাই রানি-র সিনেমা ‘প্রধান’। তবে আদৃতের বড় পর্দার প্রোজেক্ট মুক্তির অপেক্ষায়। তবে তার আগে বড় চমক দিলেন তিনি অনুরাগীদের।
আদৃতের সুরেলা গলা কারওরই অজানা নয়। যতটা ভালো অভিনয় করেন, ততটাই ভালো গান। তার নিজের একটি ব্যান্ডও রয়েছে-- পোস্টার বয়েজ। সেটিরই পরবর্তী পারফরমেন্সের দিনক্ষণ ভাগ করে নিলেন আদৃত তাঁর অনুরাগীদের সঙ্গে।
আরও পড়ুন: দুই বোনের এক বর! উঠছে না মিঠিঝোরার টিআরপি, খবর আসছে নতুন নায়ক, শৌর্য-র মুখ বদল?
ভক্তদের মন জয় করতে আগামী ২৫ মার্চ রানাঘাটের ফ্রেন্ডস ক্লাব গ্রাউন্ডে বসন্ত বরণ উৎসবে গান গাইতে দেখা যাবে আদৃত আর তাঁর ব্যান্ড পোস্টার বয়েজকে। গতকালই সোশ্যাল মিডিয়ায় গানের এই কনসার্টের একটি পোস্টার শেয়ার করে নিয়েছেন তিনি।
এসভিএফের পরের সিনেমা পাগল প্রেমী-তে নায়ক হিসেবে দেখা যাবে আদৃতকে। শ্যুট শেষ পাগল প্রেমীর। খুব জলদিই মুক্তির ঘোষণা করবে এসভিএফ বলেই খবর। এতদিন নিজেকে সব ধরনের প্ল্যাটফর্ম থেকেই দূরে রেখেছিলেন আদৃত। নিজের নতুন চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। নিজেকে সময় দিচ্ছেলেন আসলে আদৃত চরিত্রটির খোলস ছেড়ে বেরিয়ে আসার।
আরও পড়ুন: ‘এভাবে বিশ্বাসঘাতকতা…’! ২৭ বছরের ছোট, কাঞ্চনের ৩ নম্বর বউ, মন ভাঙল শ্রময়ীর
পাগল প্রেমী ছবিতে আদৃতের চরিত্রের নাম জয়। এই সিনেমা পরিচালনার দায়িত্ব রয়েছেন অভিরূপ ঘোষ। পাগল প্রেমীতে আদৃতের নায়িকা মুনমুন। দীর্ঘদিন ধরে মডেলিং পেশার সঙ্গে যুক্ত এই মেয়েটি। এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ফেলুদা সিরিজে একটি ছোট ভূমিকায় দেখা গিয়েছে মুনমুনকে।
আরও পড়ুন: অস্কারের মঞ্চে নগ্ন হলেন জন সিনা, কেন এত বড় অ্যাওয়ার্ড শো-তে এমন কাণ্ড ঘটালেন!
বড় পর্দায় ছবি মুক্তির আগে গত ফেব্রুয়ারি মাসে আদৃত অ্যাকাউন্ট খুলেছ ইনস্টাগ্রামে। এতদিন ফেসবুকে একটা অ্যাকাউন্ট থাকলেও, খুব একটা সক্রিয় থাকতেন না। কিন্তু নতুন খোলা ইনস্টা আইডি থেকে লাইভে এসে আদৃত কথা দিয়েছিলেব, এবার থেকে আসবে নিয়মিত পোস্ট। এমনকী, তাঁর ব্যান্ড পোস্টার বয়েজের গান গাওয়ার ভিডিয়োও নিয়মিত শেয়ার করবেন। সঙ্গে এখানেই আসবে পাগল প্রেমী নিয়ে আপডেট।