বাংলা নিউজ > বায়োস্কোপ > Viral Nandini: ফুটপাতের ভাতের হোটেলের মালিক থেকে সেলিব্রিটি! সোদপুরে পুষ্প বৃষ্টিতে ভাসলেন 'ভাইরাল নন্দিনী দিদি'

Viral Nandini: ফুটপাতের ভাতের হোটেলের মালিক থেকে সেলিব্রিটি! সোদপুরে পুষ্প বৃষ্টিতে ভাসলেন 'ভাইরাল নন্দিনী দিদি'

ভাইরাল নন্দিনী

জনপ্রিয়তার দৌলতে সোদপুুরে আয়োজিত খাদ্যমেলার উদ্বোধনে ডাক পেলেন এই ‘ভাইরাল নন্দিনী দিদি’। পরনে নীল শিফন শাড়ি, আর সোনালি ব্রোকেট ব্লাউজ পরেই সেই অনুষ্ঠানে পৌঁছন তিনি। সেখানে পৌঁছতেই নন্দিনীকে পুষ্প বৃষ্টির মাধ্যমে অভ্যর্থনা জানায় সোদপুরবাসী।

পরিচয় ছিল কলকাতার অফিসপাড়া ডালহৌসির এক পাইস হোটেলের মালিক। নাম তাঁর নন্দিনী। ফুটপাতের সাধারণ সেই পাইস হোটেলের মালিক নন্দিনীই এখন সেলিব্রিটি। নেটপাড়া তাঁকে ‘ভাইরাল নন্দিনী দিদি’, কিংবা 'স্মার্ট দিদি নন্দিনী' নামেই চেনে। পুরো নাম নন্দিনী গঙ্গোপাধ্যায়। ইউটিউবার, ফুড ভ্লগারদের দৌলতে সাধারণ পাইস হোটেলের মালিক থেকে নন্দিনী হয়ে ওঠেন তারকা।

আর জনপ্রিয়তার দৌলতে সোদপুুরে আয়োজিত খাদ্যমেলার উদ্বোধনে ডাক পেলেন এই ‘ভাইরাল নন্দিনী দিদি’। পরনে নীল শিফন শাড়ি, আর সোনালি ব্রোকেট ব্লাউজ পরেই সেই অনুষ্ঠানে পৌঁছন তিনি। সেখানে পৌঁছতেই নন্দিনীকে পুষ্প বৃষ্টির মাধ্যমে অভ্যর্থনা জানায় সোদপুরবাসী। সেই মুহূর্তটিও উঠে এসেছে Trends in Bengal-এর ফেসবুক পেজে। ‘ভাইরাল নন্দিনী দিদি’র জনপ্রিয়তা এতটাই শিখর ছুঁয়েছে যে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছোট থেকে বড় অনেককেই নন্দিনী গঙ্গোপাধ্যায়কে সামনে পেয়ে সেলফি তুলতেও হাজির হয়ে যান।

এদিকে ডালহৌসির হোটেলের পাশাপাশি নন্দিনী তাঁর দোকান খুলেছেন নিউটাউন চত্বরেও। তাও আবার দু'দুটো। একটা আকাঙ্খা মোড়ে, আরেকটা DLF-এর সামনে। অফিস পাড়ায় এমনিতেই ওই দুটো এলাকায় রমরম করে ব্যবসা চলে। তার ওপর 'নন্দিনী ক্রেজ' তো রয়েইছে।

এদিকে আবার বর্তমানে হোটেলের ব্যবসার পাশাপাশি নন্দিনী নিজের ইউটিউব চ্যানেলও সামলাচ্ছেন। সামাজিক মাধ্যমে একাধিক ব্র্যান্ডের সঙ্গে কোলাবরেশনও রয়েছে এই 'স্মার্ট দিদির'। এখানেই শেষ নয় অভিনয়তেও হাতেখড়ি হয়েছে। সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন ‘তিন সত্যি’ নামে এক ছবিতে।

শুরুর দিকে অনেকেই নন্দিনীর সঙ্গে গায়িকা রাণু মণ্ডলের সঙ্গে তুলনা টেনেছিলেন। নিন্দুকেরা বলত, রাণুর মতোই একদিন হারিয়ে যাবে রাস্তার ধারে পাই হোটেল চালানো নন্দিনী। তবে এই ভাইরাল স্মার্ট দিদি বুঝিয়েছেন তিনি লম্বা রেসের ঘোড়া। এত সহজে হারিয়ে যেতে তিনি আসেননি। আর সাধারণ পাইস হোটেলের মালিক থেকে তাই আজ নন্দিনী দিদি হয়েছেন সেলিব্রিটি।

বায়োস্কোপ খবর

Latest News

….চাইব তাড়াতাড়ি আউট হয়ে ফিরে এসো; বাংলাদেশের ক্রিকেটারের সঙ্গে মজা গাভাসকরের চিকিৎসকদের ঘাড় ধরে ঘরে তালাবন্দি রাখার হুঁশিয়ারি, বিতর্কে বিজেপি বিধায়ক যার আশ্রমে পদপিষ্ট হয়ে মারা গেলেন শতাধিক, সেই ভোলে বাবার নাম নেই চার্জশিটে ‘এত সাহস হয় কী করে! আমি এখনও আছি…’ অবসরের আগে আইনজীবীকে ধমক প্রধান বিচারপতির দেবীপক্ষেই বিয়ে সারছেন, কনের বেশে তৈরি রূপসা, বর বেশে সায়নদীপ কি হাজির? অগ্নিবীর নিয়ে মিথ্যা ছড়ানো হচ্ছে, হরিয়ানায় ভোটের আগে রাহুলকে বিঁধলেন রাজনাথ উইন্ডিজে ‘চুরি’ হয়েছে তাঁর পুরস্কার! মুরলিকে টপকে কি এবারেই রেকর্ড গড়তেন অশ্বিন স্কুলে সাপের কামড়ে ছাত্রের মৃত্যুতে গ্রেফতার প্রধান শিক্ষক! রান্নাঘরে ঝগড়া, ছুরি দিয়ে স্ত্রী'র কান কেটে দেওয়ার অভিযোগ, মাথা ফাটল স্বামীর ‘বন্যাপ্রবণ এলাকা’ চিহ্নিত করা হয়নি, মমতাকে চিঠি লিখে দায়ী করলেন মোদীর মন্ত্রী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.