বাংলা নিউজ > বায়োস্কোপ > Mukut: তিন মাসেই কপাল পুড়ল স্বস্তিকার! ‘তোমার খোলা হওয়া'র জায়গা নিচ্ছে ‘মুকুট’, তাহলে?

Mukut: তিন মাসেই কপাল পুড়ল স্বস্তিকার! ‘তোমার খোলা হওয়া'র জায়গা নিচ্ছে ‘মুকুট’, তাহলে?

তোমার খোলা হাওয়ার কপাল পুডুল

Mukut to replace Tomar Khola Hawa: সোহাগ জল নয়, ‘তোমার খোলা হাওয়া’র জায়গাতেই আসছে ব্লুজ প্রোডাকশনের নতুন মেগা ‘মুকুট’। তাহলে স্বস্তিকা-শুভঙ্করের মেগার ভবিষ্যত কী? 

ফের ওলোট-পালোট জি বাংলার টাইম স্লট। গত ১২ই ডিসেম্বর থেকে জি বাংলায় শুরু হয়েছিল ‘তোমার খোলা হাওয়া’। কিন্তু বাংলার সবচেয়ে কনিষ্ঠ শাশুড়ি হিসাবে সেভাবে মন কাড়তে পারেননি স্বস্তিকা দত্ত। অন্তত টিআরপি রিপোর্ট তাই বলছে। রাত ৯.৩০টার স্লটে প্রতিদ্বন্দ্বী চ্যানেলের টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’র সঙ্গে এঁটে উঠতে না পারায় মাত্র তিন মাসেই স্লট হাতছাড়া এই মেগার। 

আমরা আগেই জানিয়েছিলাম সবকিছু ঠিক থাকলে মার্চের শেষে রাত ৯.৩০টার স্লটে আসবে ব্লুজের আসন্ন মেগা ‘মুকুট’। সেই খবরে রবিবার শিলমোহর দিল জি বাংলা। শ্রাবণী ভুঁইয়া ও অর্ঘ্য় মিত্র অভিনীত ‘মুকুট’ সম্প্রচারিত হবে আগামী ২৮শে মার্চ থেকে। এই খবরে একদিকে যেমন খুশি শ্রাবণী ভক্তরা, তেমন খানিক শঙ্কিত। এ হল শুরুতেই বাঘের মুখে পড়া। গত কয়েক মাস ধরেই টিআরপি তালিকায় অনড় ‘অনুরাগের ছোঁয়া’। সূর্য-দীপার প্রতি দর্শকদের যে মোহ, তা সহজে ভাঙবে না। তাই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে টিম ‘মুকুট’কে। ভালো টিআরপি সত্ত্বেও মাত্র চার মাসেই বন্ধ হয়েছিল ‘মাধবীলতা’, সেই ক্ষততে খানিক প্রলেপ লাগাবে ‘মুকুট’। 

নারীকেন্দ্রিক ধারাবাহিক জি বাংলার এই আসন্ন মেগা। এই সিরিয়ালে ফের একবার লড়াকু মেয়ের চরিত্রে থাকছেন শ্রাবণী। পাশাপাশি ‘মুকুট’-এ দেখা মিলবে ‘কড়িখেলা’ জুটি শ্রীপর্ণা রায় এবং আনন্দ ঘোষের। জি বাংলার এই পছন্দের জুটিকে ফের পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন তাঁদের ভক্তরা। 

এখন প্রশ্ন হল, আগামী ২৮শে মার্চ থেকে ‘তোমার খোলা হাওয়া’ কখন সম্প্রচারিত হবে? একটা সূত্র বলছে আধ ঘন্টা এগিয়ে অপেক্ষাকৃত সহজ রাত ৯টার স্লটে আনা হবে স্বস্তিকা-শুভঙ্করের অসম বয়সী প্রেমের গল্পকে। আপতত ওই স্লটে দেখা যাচ্ছে ‘সোহাগ জল’। তাহলে কি তিন মাসেই বন্ধ হবে শ্বেতা ভট্টাচার্য আর হানি বাফনার ‘সোহাগ জল’? সেই নিয়ে ধোঁয়াশা কাটছে না। অনুরাগীদের শ্বেতা আশ্বস্ত করে বলেছেন ‘সোহাগ জল’ শেষ হবে না। তাহলে দেখার যে নতুন সিরিয়ালের আগমনের জেরে কোন ধারাাহিকের উপর কোপ পড়ে। 

আরও পড়ুন- জি বাংলায় ‘মুকুট’ নিয়ে ফিরছে ‘কড়িখেলা’ জুটি, থাকছেন ‘মাধবীলতা’ শ্রাবণী

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন