সাদা ফ্লোরাল প্রিন্টেট সালোয়ার কামিজ, চোখে রোদ চশমা, খোলা চুল আর হাসি মুখে লস্যময়ী শ্রাবন্তী। মহাষ্টমীর সকালে এমন সাজেই সোশ্যাল মিডিয়ায় সামনে এলেন টলিপাড়ার এই চর্চিত নায়িকা। মাত্র দু-বছরের ব্যাবধানে শ্রাবন্তীর জীবনে আমূল পরিবর্তন দুর্গাপুজোয়। দু-বছর আগে দুর্গাপুজোর দিনগুলোকে বরকে এক মুহূর্ত কাছছাড়া করেননি শ্রাবন্তী।রোশন-শ্রাবন্তীর আদুরে মুহূর্ত মন ভরিয়েছিল নেটপাড়ার। তবে বছর ঘুরতে না ঘুরতে কোথায় কী!
গত বছর শ্রাবন্তীর দুর্গাপুজোয় আবাসনের পুজোতে রোশনের দেখা না পাওয়া যাওয়ার পরেই দুজনের বিচ্ছেদের গুঞ্জন সামনে এসেছিল। এরপর সময় যত গড়িয়েছে ততই দুজনের দাম্পত্য কহল প্রকাশ্যে এসেছে। এদিন অবশ্য আবাসনের প্রতিমার সামনে দাঁড়িয়ে শ্রাবন্তী একাই ছবি তুললেন। বাইপাস লাগোয়া হাই রাইজ আরবানার বাসিন্দা শ্রাবন্তী। এই আবাসনের বাস রাজ-শুভশ্রী, অরিন্দম শীল-সহ টলিপাড়ার একঝাঁক তারকার। এই আবাসনের পুজো তারকাখচিত।
নিন্দুকরা অবশ্য শ্রাবন্তীর এই সিঙ্গল ছবি দেখে প্রশ্ন করছেন, শ্রাবন্তী একা একা কেন ঠাকুর দেখছেন? তাঁর সঙ্গী কোথায়? টলিপাড়ায় জোর গুঞ্জন ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে আজকাল একান্তে সময় কাটাচ্ছেন শ্রাবন্তী। অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর প্রেম এখন টলিগঞ্জের ওপেন সিক্রেট। রোশনের বিরুদ্ধে ইতিমধ্যেই ডিভোর্স মামলা দায়ের করেছেন শ্রাবন্তী।
নতুন প্রেম নিয়ে শ্রাবন্তী অবশ্য স্পিকটি নট। তিনি নিজের মতো করে সময় কাটাচ্ছেন। কাজ নিয়ে বেজায় ব্যস্ত নায়িকা, সঙ্গে সময় পেলেই ঘুরতে বেরিয়ে পড়ছেন দেশ-বিদেশে। সেই সফরসঙ্গীর নামটা অবশ্য অন্তরালেই রাখছেন তিনি।