বাংলা নিউজ > বায়োস্কোপ > Sreelekha Mitra: উন্মুক্ত পিঠে শোভা পাচ্ছে ট্যাটু, শ্রীলেখা লিখলেন, ‘এপিঠ ওপিঠ করার অভ্যাস নেই তাই…’

Sreelekha Mitra: উন্মুক্ত পিঠে শোভা পাচ্ছে ট্যাটু, শ্রীলেখা লিখলেন, ‘এপিঠ ওপিঠ করার অভ্যাস নেই তাই…’

শ্রীলেখা মিত্র

বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে দুটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তবে তাঁর মুখ দেখা যাচ্ছে না, শুধুই পিঠ দেখা যাচ্ছে।  উন্মুক্ত পিঠে শোভা পাচ্ছে ট্যাটু। আর চুলটা খোলায় রেখেছেন অভিনেত্রী। ইঙ্গিতবাহী ক্যাপশানে শ্রীলেখা লিখেছেন, ‘এপিঠ ওপিঠ করার অভ্যাস নেই তাই’।

শ্রীলেখা বড়ই যে ঠোঁটকাটা। টলিপাড়ায় ও অনুরাগীদের কাছে এভাবেই তিনি পরিচিতি। সমাজের নানান বিষয় নিয়ে তিনি বরাবরই সোচ্চার হন। নিজের অভিমত স্পষ্ট করেই বলতে পছন্দ করেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন বিষয় নিয়ে প্রায়দিনই সোচ্চার হন তিনি। তবে নিন্দুকের অভাব নেই। তাই ট্রোলাররাও নানান সময় অভিনেত্রীকে আক্রমণ করে বসেন। তবে শ্রীলেখাও পাল্টা জবাব দিতে ছাড়েন না। তবে বুধবার একটু অন্যরকম ভাবেই সোশ্যাল মিডিয়ায় এসে উপস্থিত হলেন শ্রীলেখা।

বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে দুটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তবে তাঁর মুখ দেখা যাচ্ছে না, শুধুই পিঠ দেখা যাচ্ছে। শাড়ির সঙ্গে পরেছেন কালো অফশোল্ডার ব্লাউজ, উন্মুক্ত পিঠে শোভা পাচ্ছে ট্যাটু। আর চুলটা খোলা-ই রেখেছেন অভিনেত্রী। ইঙ্গিতবাহী ক্যাপশানে শ্রীলেখা লিখেছেন, ‘এপিঠ ওপিঠ করার অভ্যাস নেই তাই’।

প্রসঙ্গত, শ্রীলেখার এই ট্যাটুটি অবশ্য নতুন নয়। বহু আগেই এই ট্যাটু করিয়েছিলেন শ্রীলেখা। থাইল্যান্ডের নকশা অনুযায়ী সূর্য আঁকা রয়েছে অভিনেত্রীর পিঠে। এই ট্যাটুর অর্থ ‘শক্তি’। আর তাই নেটিজেনদের অনুমান, ট্যাটু প্রদর্শন নয়, ইঙ্গিতবাহী এই পোস্টে অভিনেত্রী হয়ত বোঝাতে চেয়েছেন, তিনি ‘দলবদলু’-দের তালিকায় পড়েন না।

আরও পড়ুন-'ভারত এখন আমার সবথেকে বড় বাজার, বলিউডে কাজ করতে চাই', বলছেন গায়ক এড শিরান

তবে শ্রীলেখার এই পোস্টে কমেন্টের বন্যা বয়েছে। এক নেটিজেন শ্রীলেখাকে প্রশ্ন করেছেন, ‘একে কি তারা - পিঠ বলা যায়?’ উত্তরে অভিনেত্রী লিখেছেন, 'রিমঝিম অন্তরা, একতারা ও বলিয়ে যেতে পারে।' কেউ আবার মজা করে লিখেছেন, 'পবিত্র পীঠস্থান!'  কেউ আবার অভিনেত্রী প্রশংসা করে লিখেছেন, 'সৌন্দর্য-গুণের ‘পৃষ্ঠপোষক’। এমনই নানান মন্তব্য উঠে এসেছে।

এদিকে সামনেই লোকসভা নির্বাচন। এবারও তাই কোন তারকা, কোন দলের হয়ে ভোটে লড়ছেন, তা নিয়ে চর্চা চলছেই। তবে বাদও পড়েছেন কেউ কেউ। এবার ভোটে তৃণমূলের থেকে ভোটে লড়ার টিকিট পাননি ইন্ডাস্ট্রির দুই 'বোনুয়া' মিমি, নুসরত। তবে সকলকে চমকে দিয়ে ভোটে লড়ছেন ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলিতে তাঁর বিপরীতেও BJP প্রার্থী অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। 

এসব নিয়ে চর্চার মাঝে শোনা যাচ্ছিল শ্রীলেখা মিত্রও নাকি ভোটে লড়ছেন। CPIM-এর প্রার্থী তালিকায় চমকই নাকি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা। হুগলিতেই নাকি রচনা, লকেটদের বিরুদ্ধে লড়বেন তিনি। সত্যিই কি তাই?

এবার প্রকাশ্যেই এই গুঞ্জনের জবাব দেন ঠোঁটকাটা শ্রীলেখা। সংবাদমাধ্যমের কাছে তাঁর সাফ কথা, ‘এটা এক্কেবারেই গুজব। আমি ভোটে দাঁড়াচ্ছি না। বরাবরই আমি রাজনীতি নিয়ে প্রকাশ্যে কথা বলি। তাই অনেকে মনে করেন, হয়তো আমার কোনও অভিসন্ধি রয়েছে। তাই হয়তো এইরকম রটেছে।’

শুধু তাই নয়, শ্রীলেখার কথায়, ‘আমার কোনও রাজনৈতিক পরিচয়ই নেই। আর সিপিআইএম তো এরকম একটা দল নয় যে, শুধু ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত হওয়ার জন্য টিকিট দেবে। এই সমস্ত গুজবে এক্কেবারেই কান দেবেন না।’

বায়োস্কোপ খবর

Latest News

বয়সকে কাঁচকলা! ৬০ এই আলেজান্দ্রার মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট, কে তিনি? ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো সুভাষের নার্সিংহোমে চিকিৎসায় গাফিলতি, বিজেপি প্রার্থীর ছেলের বিরুদ্ধে FIR ভারতের ৫২৭ খাবারে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক! দাবি করছে EU কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর টসে জিতল New Zealand , প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল| সন্দেশখালিতে অস্ত্রের সঙ্গে কার্তুজের বিল হাতে পেলে CBI, খতিয়ে দেখছেন গোয়েন্দারা যেন সত্যিই রাম-সীতা! 'রামায়ণ'-এর সেট থেকে ফাঁস রণবীর-সাই-এর লুক মাথায় বিশাল ছাতা, মায়ের সঙ্গে পিসি করিনার বাড়িতে রাহা 'মন্ত্রিসভা জানতই না' পাহাড়ে শিক্ষক নিয়োগের ‘দুর্নীতির’ দায় এড়াতে মরিয়া রাজ্য

Latest IPL News

ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে ঋষভ পন্ত না সঞ্জু স্যামসন-কাকে বাছলেন সৌরভ? চোখের নিমেষে ৫০, নিজের পুরনো নজির ছুঁলেন ফ্রেজার, বেঁচে গেল গেইলের বিশ্বরেকর্ড পঞ্জাব ব্যাটারদের হাতে তুলোধনা, ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে পণ্ডিতের বিশেষ বার্তা KKR-এর বিরুদ্ধে রেকর্ড জয়ের পর দিনই দুঃসংবাদ PBKS শিবিরে,দল ছাড়লেন তারকা বিদেশি এবার বেটিংয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা, সহজেই জুয়াড়িরা বুঝে নিচ্ছেন ম্যাচের ভবিষ্যৎ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.