বিয়ের পর থেকে শ্রীময়ী চট্টোরাজ আর কাঞ্চন মল্লিককে নিয়ে উত্তেজনার কোনও শেষ নেই। মুখে যতই সমালোচনা করুক না নেটিজেনরা, এই দুই তারকার জীবনে কী কী হচ্ছে তা জানারও একটা আলাদাই উন্মাদনা সকলের। কাঞ্চন-শ্রীময়ীও নিজেদের জীবনের টুকরো-টাকরা ছবি ভাগ করে নিচ্ছেন সকলের সঙ্গে।
৫৩-র কাঞ্চনকে বিয়ের পরই নাম বদলেছেন ২৬-র শ্রীময়ী। ইনস্টাগ্রামে তিনি শ্রীময়ী চট্টোরাজ থেকে এখন শ্রীময়ী চট্টোরাজ মল্লিক। এবার অভিনেত্রী সাজলেন নীল শাড়িতে। সিঁথি রাঙানো সিঁদুরে। কপালে টিপ। খোলা চুল। গলায় সোনার হার। অন্য দিকে, কাঞ্চন পরেছিলেন নীল জিন্স আর হলুদ রঙের শার্ট। ক্যাপশনে একটি রেড হার্ট আরেকটি ইভিল আই ইমোজি জুড়েছেন। যেন কারও নজর না লাগে!
আরও পড়ুন: ‘অভিষেক বচ্চনের মতো সুযোগ পেলে, দাদা মিমো সুপারস্টার হত’, বিস্ফোরক দাবি মিঠুন-পুত্র নমশির
২ মার্চ বিয়ের পিঁড়িতে বসেছিলেন শ্রীময়ী আর কাঞ্চন। যদিও এদিন হয়েছিল তাঁদের সামাজিক বিয়েটা। এর আগে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র দিন তাঁরা রেজিস্ট্রি ম্যারেজ করেন। ১০ জানুয়ারি দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে ডিভোর্স দিয়েছিলেন কাঞ্চন। আর বিচ্ছেদের ৩৪ দিনের মাথাতেই জীবনে আনেন তৃতীয় স্ত্রীকে।
আরও পড়ুন: ‘সবাই আজকাল অরিজিৎ…’! গানের বাজারের সিংহভাগ দখল বাংলার ছেলের, উষ্মা শানের
কাঞ্চন জানিয়েছেন, তাঁর সঙ্গে শ্রীময়ীকে জুড়ে যে অবমাননা করা হয়েছে, সেই অবহেলা-কটাক্ষকে মিথ্যে প্রমাণ করতেই তাঁর শ্রীময়ীকে বিয়ে করার সিদ্ধান্ত। পিঙ্কি আর কাঞ্চন আলাদা হওয়ার পর থেকে, বারবার তৃতীয় ব্যক্তি হিসেবে নাম এসেছে শ্রীময়ীর। কেউ তাঁকে কটাক্ষ করেছিলেন ‘মাল’ বলে, তো কেউ বলেছিলেন ‘উপপত্নী’।
আরও পড়ুন: ‘কেউ কেন এতবার…’, কাঞ্চনের ৩য় বিয়ে ‘টিকবে কতদিন’ মাপছে নেটপাড়া! কী জবাব পিঙ্কির
তবে সেসব উপেক্ষা করেই ঢাল হয়েছিলেন শ্রীময়ী কাঞ্চনের পাশে। বাবার মৃত্যু, মা-র চলে যাওয়া, পিঙ্কি আর ছেলে ওশের সঙ্গে দূরত্ব, সবই ভেঙেচুড়ে দিয়েছিল অভিনেতা, তৃণমূলের বিধায়ককে। আর তখনই সামলে নিয়েছিলেন শ্রীময়ী। আর এবার তো দুজনে মিলে সংসার গোছানোর পালা।
তবে বিয়ে হলেও, এখনও কাঞ্চন আর শ্রীময়ীর হানিমুনটাই বাকি। কিন্তু দুজনেই ব্যস্ত কাজে। লোকসভা ভোটের জন্য এখন কাঞ্চনের পক্ষে লম্বা ছুটিতে যাওয়া মুশকিল। এদিকে শ্রীময়ীর হাতেও নতুন ধারাবাহিকের কাজ। ফলত আপাতত মধুচন্দ্রিমাটা তুলে রাখা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেত্রী জানিয়েছিলেন, পুজোর সময় ঘুরতে যাওয়ার ইচ্ছে তাঁর রয়েছে।