পরনে লাল রঙের গর্জাস ড্রেস। ‘মন মানে না’ গানে জমিয়ে নাচছেন কোয়েল মল্লিক। ‘পাগলু’র গানেও জমিয়ে নাচতে দেখা গেল তাঁকে। তারপরই আবার শাড়ি পরে হাজির হলেন কোয়েল। বললেন, ‘বাংলার সবথেকে বড় বিয়েবাড়ি, স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৪। অনেকদিন পর সেখানেই জমিয়ে নাচগান হল, কিন্তু বিয়েটা কার?’
সামনে এসেছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৪-এর প্রোমো। সেখানেই বাংলার সবথেকে বড় বিয়ে বাড়ির কথা বলেছেন কোয়েল। তার কথা শেষ হতেই বর বেশে সামনে এলেন পাত্র। কিন্তু একী! এ যে কাঞ্চন মল্লিক। হ্যাঁ কাঞ্চনেরই বিয়ে নাকি সেখানে দেখানো হবে। পানপাতা দিয়ে চোখ ঢেকে এলেন পাত্রীও। কিন্তু পাত্রীটি কে? শ্রীময়ী নন নাকি? যিশু চেঁচিয়ে বললেন, 'কার সঙ্গে বিয়ে হচ্ছে, এটা তো জানি অন্তত!' তখনই ব্য়াকগ্রাউন্ড থেকে উত্তর এল, ‘সেটাই তো সারপ্রাইজড!’।
আরও পড়ুন-‘কেউ আসে না… আমার জয় দেখতে, বাবা-মাও না'! তিনি জলপাইগুড়ির মেয়ে, লড়াইয়ে কথা লিখলেন মিমি
আরও পড়ুন-‘কেউ আসে না… আমার জয় দেখতে, বাবা-মাও না'! তিনি জলপাইগুড়ির মেয়ে, লড়াইয়ে কথা লিখলেন মিমি
জানা যাচ্ছে, আগামী ১০ মার্চ, রবিবার সন্ধ্যে ৬টা থেকে সম্প্রচারিত হবে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড।
প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে যার বিয়ে নিয়ে এত চর্চা সেই কাঞ্চন মল্লিকের সাম্প্রতিক রিসেপশন ঘিরে দানা বেঁধেছিল জোর বিতর্ক। তবে বিতর্ক যতই থাক, নব-দম্পতি কাঞ্চন-শ্রীময়ী আছেন বেশ খোশ মেজাজেই। বিয়ের পর প্রথম শিবরাত্রির ব্রতও রেখেছেন শ্রীময়ী।
কিন্তু সে তো না হয় হল, এখন প্রশ্ন তবে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের মঞ্চে হলুদ পাঞ্জাবি পরে ফের কেন বরবেশে হাজির হলেন তিনি? কার গলায় মালা দেবেন কাঞ্চন? নতুন বউ-এর মুখ এখনও দেখা যায়নি, তবে তাঁকে দেখতেই উদগ্রীব সকলে। তবে অপেক্ষা তো একটু করতেই হবে। আগামী ১০ মার্চের আগে কিছুই জানা যাবে না। সবটাই তাই ক্রমশ প্রকাশ্য…।