বাংলা নিউজ > বায়োস্কোপ > Shark Tank: খাবার অপচয় রোখার ভাবনা নিয়ে শার্ক ট্যাঙ্কের মঞ্চে কলকাতার ২ যুবক, কত বিনিয়োগ এল?

Shark Tank: খাবার অপচয় রোখার ভাবনা নিয়ে শার্ক ট্যাঙ্কের মঞ্চে কলকাতার ২ যুবক, কত বিনিয়োগ এল?

শার্ক ট্যাঙ্কের মঞ্চে কলকাতার ২যুবক

Shark Tank: শার্ক ট্যাঙ্কের মঞ্চে কলকাতার দুই যুবক। কাজ সামলিয়ে ব্যবসা চালিয়ে শার্ক ট্যাঙ্কের মঞ্চে পৌঁছলেন ওঁরা। জানালেন নিজেদের ব্র্যান্ডের কথা।

খাবার অপচয় বন্ধ করতে, এক খাবারেই করবেন চার পদ। এমন ভাবনা নিয়েই পথ চলা শুরু করেছিলেন কলকাতার দুই যুবক। মধ্যবিত্ত বাঙালির অনেকগুলো স্বপ্ন বা ইচ্ছের মধ্যে একটি হল নিজের ব্যবসা শুরু করা। কিন্তু অফিসের জাঁতাকল, অসম্ভব চাপ সামলে সেটা অনেকেই পূরণ করতে পারেন না, কিন্তু যদি বন্ধুর সাপোর্ট থাকে? তাহলে অসম্ভবও সম্ভব হয়। আর সেই অসম্ভবকে বাস্তব করে সোজা শার্ক ট্যাঙ্কে পৌঁছে গিয়েছিলেন শুভব্রত এবং সৌপল।

শুভব্রত গঙ্গোপাধ্যায় এবং সৌপল দে বর্তমানে দুজনেই এইচএসবিসিতে আছেন। তাঁরা তাঁদের অফিস সামলে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে, ভরা লকডাউনের মধ্যে নিজেদের ব্যবসা শুরু করেন। কালীঘাটের একটি ছোট্ট ঘর থেকে পথ চলা শুরু হয়ে তাঁদের। ব্র্যান্ডের নাম ক্রেভ রাজা ফুডস। এটি একটি মাল্টি ব্র্যান্ড ক্লাউড কিচেন। ক্লাউড কিচেন বিষয়টির সঙ্গে পরিচিত কিন্তু এই মাল্টি ব্র্যান্ড ক্লাউড কিচেন বিষয়টা কী ভাবছেন? তাঁদের এই ক্রেভ রাজা ফুডস হচ্ছে মাদার ব্র্যান্ড। এর মধ্যে আরও কয়েকটি সাব ব্র্যান্ড আছে, যেমন গাস্টোপিৎজা ইন্ডিয়া, এসওএস স্যান্ডউইচ অমলেট, ইত্যাদি। এবার এগুলোর কাজ কী? ধরা যাক চিকেন টিক্কা আছে। এবার এটি একটাই পদ। কিন্তু এই দুই যুবক এই একটা পদ দিয়েই স্যান্ডউইচ বানাচ্ছেন আবার পিৎজা বানাচ্ছেন আবার র‌্যাপ তৈরি করছেন। মানে খাবারের মূল উপকরণ একটাই, খালি ফর্ম বা শেপ বা ধরন বদলে যাচ্ছে। এতে কী হচ্ছে? আপনার যেমন খাবার পছন্দ তেমনটা পেয়ে যাচ্ছেন, আবার খাবার অপচয় হচ্ছে না। অর্থাৎ এক ঢিলে দুই পাখি।

অস্থির সময়েও পথ চলা শুরু করে প্রথম বছরই ফাটাফাটি প্রতিক্রিয়া পান শুভব্রত এবং সৌপল। কলকাতাতেই তাঁরা আরও দুটি আউটলেট খুলে ফেলেন, সন্তোষপুর এবং বেলেঘাটায়। ব্যবসা করেন ২.৫ কোটি টাকার। দ্বিতীয় বছরেও তাঁদের ব্যবসা বেড়ে প্রায় ৩ কোটি ছুঁয়ে ফেলেছে। বেড়েছে আউটলেট সংখ্যাও। ব্যাঙ্গালুরুতে নতুন আউটলেট খুলেছেন তাঁরা। চেন্নাই, হায়দ্রাবাদে শীঘ্রই নতুন শাখা খুলবে ওঁদের ব্র্যান্ডের।

<p>যেখান থেকে ওঁরা পথচলা শুরু করেছিলেন</p>

যেখান থেকে ওঁরা পথচলা শুরু করেছিলেন

আর এই ব্র্যান্ড নিয়েই ফান্ড রেইজ করতে তাঁরা পৌঁছে গিয়েছিলেন শার্ক ট্যাঙ্কে। শার্কদের তাঁদের ভাবনা ব্যাপক মনে ধরে। প্রশংসা পায় ভাবনা। কিন্তু ফান্ড? সেটা এল কী? এটা আজকের পর্বে দেখা যাবে। দুই কর্মরত যুবক নিজেদের সংস্থার জন্য কত ফান্ড পেলেন। বা আদৌ পেলেন কিনা।

<p>শার্ক ট্যাঙ্কের মঞ্চে শুভব্রত-সৌপল</p>

শার্ক ট্যাঙ্কের মঞ্চে শুভব্রত-সৌপল

শুভব্রতর কথায়, 'শার্ক ট্যাঙ্কে কী হল সেটা আজ সবাই দেখতে পাবেন। তবে এখানে গিয়ে আমাদের লাভ হয়েছে। আরও অন্যান্য বহু ইনভেস্টমেন্ট পেয়েছি আমরা।'

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

বন্ধুরা মাছ খাওয়াতে বলেছিলেন, রাজি না হওয়ায় সেই বন্ধুদের হাতেই 'খুন' হলেন যুবক! গৌরী লঙ্কেশ খুনের ২ অভিযুক্তকে মালা পরিয়ে বরণ, ভাইরাল অভ্যর্থনার মুহূর্ত ৩ কোটির দোরগোড়ায় দেব-সৃজিতের ‘টেক্কা’! 'বহুরূপী'কে কি পিছনে ফেলতে পারল? ‘হাইওয়ে’ পিচেই দ্বিতীয় টেস্টে খেলবে পাকিস্তান! পাখা চালিয়ে শুকনো করা হল- রিপোর্ট বিজয়ার প্রীতি-শুভেচ্ছায় সুন্দর হোক আগামী, প্রিয়জনকে পাঠান এই শুভেচ্ছাবার্তা বিয়ের পর প্রথম দশমীতে সিঁদুর খেললেন সোহিনী!শোভনের সঙ্গে ঘরোয়া আড্ডায় দিলেন যোগ মঙ্গলের কৃপায় অমরনন্ত ধনযোগ! ৩ রাশির জাতকরা পাবেন বিশাল সুবিধা, বাড়তে পারে বেতন ঘরোয়া ক্রিকেটে দুর্ধর্ষ ফর্ম অব্যাহত ঈশ্বরণের! অঘটন না ঘটলে ৩ পয়েন্ট আসছে বাংলায় মণ্ডপে মারামারি পুলিশের ২ ভলান্টিয়ারের, ‘বিশেষ ভাষা গোষ্ঠীকে’ দোষ TMCP নেতার UEFA নেশন্স লিগে জয়ের সরণীতে ফিরল ইংল্যান্ড! আজ রাতে মুখোমুখি ফ্রান্স-বেলজিয়াম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.