চলতি বছরের মার্চ মাসে মুক্তি পায় ইন্দুবালা ভাতের হোটেল সিরিজ। নারী দিবসের সময়ই আসে দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই সিরিজ। নাম ভূমিকায় ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ওপার বাংলা থেকে ছিন্নমূল হয়ে আসা এক নারী কী করে তাঁর রান্নাকে আঁকড়ে ধরে গোটা জীবন কাটিয়ে দিলেন সেটা নিয়েই ছিল এই সিরিজ। দারুণ সাড়া ফেলেছিল এই সিরিজ। এবার আবারও কি সেই সিরিজের পর হাত মেলাচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়? তেমনটাই আভাস দিলেন অভিনেত্রী।
শুভশ্রী দেবালয়কে নিয়ে কী পোস্ট করেছেন?
এদিন ইনস্টাগ্রামে শুভশ্রী গঙ্গোপাধ্যায় দেবালয় ভট্টাচার্যের একটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে স্ক্রিপ্ট নিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে। এই ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'কিছু একটা তৈরি হচ্ছে। রান্না হয়ে গেলেই পরিবেশন করব।'
কিন্তু বিষয়টা কী সেটা মোটেই খোলসা করেননি তিনি। শুভশ্রী কী নতুন কোনও সিনেমা বা সিরিজে সই করলেন? দেবালয়ে পরিচালনায় আবারও কি দেখা যাবে তাঁকে? নাকি এবার প্রযোজক শুভশ্রীর সঙ্গে কাজ করবেন পরিচালক দেবালয়? উত্তরটা স্পষ্ট নয়।
প্রসঙ্গত শুভশ্রী গঙ্গোপাধ্যায় বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা, আর কিছুদিন পরেই তাঁর এবং রাজের সংসারে নতুন সদস্য আসছে। ফলে এখন ছবি বা সিরিজে সই করলেও সেটার শুট শুরু করতে যে বেশ কয়েক মাস সময় লাগবে সেটা বলাই বাহুল্য।
আরও পড়ুন: বাংলা মিডিয়ামকে সরিয়ে হটকে লাভ স্টোরি নিয়ে আসছেন অঙ্গনা-রোহন, বললেন, 'বেঙ্গল টপার হবো'
আরও পড়ুন: এলিমিনেট হয়েও ডান্স বাংলা ডান্সে সেরার সেরা রাজন্যা, এবার তার লক্ষ্য কী?
স্টাইল আইকন শুভশ্রী
সন্তান ভূমিষ্ট হওয়ার দিন এগিয়ে আসছে। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শুভশ্রীর চোখ ধাঁধানো ফ্যাশন। কোনও চুড়িদার কখনও আবার বডি ফিট লাল পোশাকে নজর কাড়ছেন তিনি। এই সময় তাঁকে রাজের সঙ্গে নানা পার্টিতে যেতেও দেখা যাচ্ছে। কদিন আগেও তাঁরা তাঁদের বাড়িতে বিজয়ার পার্টি দিয়েছিলেন। সেখানে হাজির ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, কোয়েল মল্লিক, সহ একাধিক অভিনেতারা।