গত কয়েক মাসে শুভমন গিলের ব্যাটিং ঘিরে যত না চর্চা হয়েছে তার চেয়ে বেশি আলোচনা হয়েছে তাঁর লাভ লাইফ ঘিরে। কোন সারা প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই ক্রিকট তারকা? সেই ছবিটা বিশ্বকাপের সময় খানিকটা স্পষ্ট হয়েছে। সেই আলোচনা একটু থিতু হতই শুভমনের জীবনে এন্ট্রি নতুন সুন্দরীর!
বিশ্বকাপ ফাইনালে হারের জ্বালা অতীত, এখন লন্ডনে সময় কাটাচ্ছেন শুভমন। আর রানির দেশে শুভমনের পাশে দেখা মিলল অবনীত কৌরের। হিন্দি বিনোদুনিয়ার অতি পরিচিত নাম অবতীন। ইনস্টায় তাঁর ফলোয়ার সংখ্যা দেখে লজ্জা পাবেন বলিউডের প্রথম সারির নায়িকারাও। অবনীতের চাবুক ফিগার আর সুন্দর মুখের ‘চাহানেওয়ালে’ ৩৩ মিলিয়ান। আর এই সুন্দরীর সঙ্গেই এবার একফ্রেমে শুভমন।
নওয়াজউদ্দিন সিদ্দিকির ‘টিকু ওয়েডস শেরু’ নায়িকার সাথে লন্ডনে কী করছেন শুভমন? প্রযোজক রাঘব শর্মা ইনস্টাগ্রামে বেশকিছু ছবি শেয়ার করেছেন, সেখানেই অবনীতের পাশে হাসিমুখে ধরা দিয়েছেন শুভমন। লন্ডনের সাজানো রাস্তায় ক্রিসমাস ট্রি-র সামনে দাঁড়িয়ে জমিয়ে পোজ দুজনের। ছবিতে সাাদ টি-শার্ট, মাফলার, ডেনিম আর লম্বা কোটে দেখা মিলেছে টিম ইন্ডিয়ার চার্মিং ব্যাটসম্যানের। অন্যদিকে অল ব্ল্যাক লুকে নজর কাড়লেন অবনীত।

শুভমনের সাথে একফ্রেমে অবনীত
এই ছবি দেখে নেটিজেনদের প্রশ্ন, তবে কি কোনও মিউজিক ভিডিয়োয় একসঙ্গে দেখা যাবে অবনীত আর শুভমনকে? নেটপাড়ার জল্পনা ভুল নয়, বলছে ইন্ডাস্ট্রির সূত্র। কিন্তু শুভমন ভক্তদের একাংশ খুশি নয় এই ছবি দেখে। গ্ল্যামার জগতের সঙ্গে এইভাবে জড়িয়ে পড়া থেকে বিরত থাকা উচিত ক্রিকেটারের, মত তাঁদের। মিউজিক ভিডিয়ো নয়, বরং ক্রিকেটের ২২গজে শুভমন ম্যাজিক দেখতে অধিক আগ্রহী তাঁরা। বিশেষত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছের হারের জ্বালা এখনও দগদগে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে।
অনেকে আবার প্রশ্ন করেছেন, ‘সারা ভাবির থেকে অনুমতি নিয়েছেন তো?’ কেউ লিখেছে, ‘সারা কিন্তু দেখলে রাগ করবে’।
শুভমন ভক্তরা এখনই সারার নামের পাশে ‘ভাবি’ জুড়ে দিয়েছেন। শুভমন গিলের সঙ্গে যখন সারার রসায়ন ঘিরে চর্চা সবমহলে। এই মুহুর্তে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং সারা তেন্ডুলকর। ভারতীয় ক্রিকেট দলের স্টার ওপেনার শুভমন গিলের সঙ্গে সারার সম্পর্ক নিয়ে তোলপাড় গোটা দেশ। বাবা ক্রিকেট বিশ্বের সবচেয়ে চর্চিত ক্রিকেটার, মা পেশায় ডাক্তার। তবে সারার মন মডেলিং-এ। বিদেশ থেকে পড়াশোনা করে এসে গ্ল্যামার জগতে পা দেন সারা। শীঘ্রই অভিনয়েও আসবেন।