ট্রোলাররা কিছুতেই পিছুি ছাড়ে না সুদীপা চট্টোপাধ্যায়ের। ফুড ডেলিভারি বয়-দের নিয়ে বিতর্কিত মন্তব্য হোক বা শাড়ির দাম, সব নিয়েই বিদ্রুপের মুখে পড়েন ‘রান্নাঘরের রানি’। আজকাল পান থেকে চুন খসলেই সুদীপার দিকে রে রে করে তেড়ে আসেন নেটিজেনরা। শুধু সুদীপাই নয়, নেটিজেনদের রোষের মুখে পড়তে হয় তাঁর স্বামী অগ্নিদেবকেও। তাঁর বয়স নিয়ে কটাক্ষ করে অনেকে লেখেন- ‘বুড়ো’। অনেকেই সুদীপাকে ‘গোল্ড ডিগার’ বলে বিদ্রুপ করতেও ছাড়েন না। সময়ে সময়ে নিন্দকদের কড়া জবাব দিতে ভোলেন না সুদীপা। এবারও তেমনটাই ঘটল।
সম্প্রতি ফেসবুকে ভাইরাল সুদীপার একটি পোস্ট। সেখানে নিজের এক ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সুদীপা। একইদিনে দু-বার ফ্লাইট মিস করে মহাফ্য়াঁসাদে পড়েন তিনি। সেই নিয়েই অভিনেত্রী লেখেন- 'একইদিনে দুবার ফ্লাইট মিস করে,আমি কি রেকর্ড করলাম? নাকি আমার মতো,আরও কেউ আছে?' সুদীপার এই পোস্ট নেটিজেনদের বেশিরভাগের কাছেই ‘ন্যাকামো’ ঠেকেছে। এক মহিলা বেশ কড়া ভাষায় সুদীপার উদ্দেশে লেখেন-'বেশ হয়েছে, প্রত্যেকবার করুন… কী অসুবিধা বুড়ো তো আছেই আর তারপর ১০০০-এর শাড়ি ৫০০০-এ বিক্রি করবেন, আর কিছু লোকজন স্টেটাস মেইনটেন করতে (সেগুলো) কিনতে যাবে, একদম চাপ নেবেন না'।
কটাক্ষের জবাবে মেজাজ হারাননি অভিনেত্রী। বরং খানিক ‘উদার প্রতিশোধ’ নিলেন সুদীপা। তিনি লেখেন- কি মিষ্টি দেখতে আপনাকে… আমার সম্পর্কে একদম ভুল ধারণা আপনার। তবে,আপনার মুখখানাই বলে- আপনি মানুষটা ভালো। তাই রিপ্লাই করলাম'।
এখানেই শেষ নয়, আরেক নেটিজেনের দাবি ‘কোথাও যাওয়ার ছিল না, ভিউ বাড়াতে ফাউ টিকিট কেটেছিলেন নিশ্চয়। নয়তো সত্যি কাজ থাকলে কেউ মিস করে না, ২ ঘণ্টা আগে যায়.. এমন তো নয় প্রথমবার প্লেনে উঠছেন, নিয়ম তো জানেন নাকি’। এবারও ঠাণ্ডা মাথাতেই উত্তর দেন সুদীপা। জানান- ‘আমি এক ঘণ্টার রাস্তা সাড়ে তিন ঘণ্টাতেও পেরোতে পারিনি। আমার মতো আরও অনেকের ফ্লাইট হয়েছে আজ। রাস্তা জ্যাম কাকে বলে- আজ দেখলাম’। গুয়াহাটি থেকে কলকাতা ফেরার পথে ফ্লাইট মিস করে বসেন অভিনেত্রী। শাড়ির চড়া দাম নিয়ে অতীতেও বহুবার ট্রোল হয়েছে সুদীপা। অন্যদিকে ডিভোর্সি তথা বয়সে অনেকখানি বড় অগ্নিদেব চট্টোপাধ্যায়কে বিয়ে করা নিয়ে কটূ কথা কম শোনা না সুদীপা।
‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকের সেটে আলাপ দুজনের। বিবাহিত অগ্নিদেবের প্রেমে পড়েছিলেন সুদীপা। ২০০৯ সাল থেকেই পরিচালকের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন সুদীপা। ২০১৭ সালের জানুয়ারি মাসে বিয়ের পর্ব সারেন দুজনে। বিয়ের পরের বছরই পুত্র সন্তান আদিদেবের জন্ম দেন অগ্নিদেব ঘরণী। স্বামী-সন্তান নিয়ে এখন সুখী গৃহকোণ তাঁর। ‘রান্নাঘর’ শেষ হওয়ার পর আপতত টেলিভিশন থেকে দূরে রয়েছেন সুদীপা, মন দিয়েছেন শাড়ির ব্যবসায়।