বাংলা নিউজ > বায়োস্কোপ > বেণী সহ অন্যান্য নাট্যকর্মীদের প্রতিবাদের ফল? বিতর্কিত নাটক থেকে সুদীপ্তকে বাদ দিয়ে 'ভুল' শুধরে নিলেন সুমন

বেণী সহ অন্যান্য নাট্যকর্মীদের প্রতিবাদের ফল? বিতর্কিত নাটক থেকে সুদীপ্তকে বাদ দিয়ে 'ভুল' শুধরে নিলেন সুমন

বিতর্কিত নাটক থেকে সুদীপ্তকে বাদ দিয়ে 'ভুল' শুধরে নিলেন সুমন

Sudipto-Suman: সুমন মুখোপাধ্যায়ের টিনের তলোয়ার নিয়ে যেন বিতর্কের অন্ত নেই। এই নাটকে যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত সুদীপ্ত চট্টোপাধ্যায়কে নেওয়ায় অনেকেই প্রতিবাদ করেছিলেন। এবার ভুল শুধরে নিল মুখোমুখি।

নাট্যকর্মী তথা গায়ক সুদীপ্ত চট্টোপাধ্যায়ের নামে একাধিক যৌন হেনস্থার অভিযোগে আছে। তা সত্বেও তাঁকে সুমন মুখোপাধ্যায়ের টিনের তলোয়ার নাটকে নেওয়ায় প্রতিবাদে গর্জে ওঠেন একাধিক নাট্যকর্মী। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করেন ক্ষুব্ধ দামিনী বেণী বসু, গুলশানারা খাতুন, প্রমুখ। আর সেই চাপের ফলেই এদিন মুখোমুখি নাট্যদলের তরফে তাঁদের এই 'ভুল' শুধরে নেওয়া হল।

কী ঘটেছে?

সুমন মুখোপাধ্যায় উৎপল দত্তের বিখ্যাত নাটক টিনের তলোয়ারকে নতুন ভাবে মঞ্চস্থ করছেন। মুখোমুখি নাট্য দলের এই নাটকে দেবশঙ্কর হালদার, শঙ্কর চক্রবর্তী, পৌলমী বসু, প্রমুখ অভিনয় করছেন। আছেন সুদীপ্ত চট্টোপাধ্যায়ও। তিনি এই নাটকে একটি গান গেয়েছেন। গত ২ মার্চ এই নাটকের প্রথম শো মঞ্চস্থ হয়। তারপরই গুলশানারা খাতুন, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের মতো শিল্পীরা এই বিষয়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন।

আরও পড়ুন: জিৎ - অঙ্কুশ ফেল, দেবই সেরা! ‘প্রধান’ পরিচালক অভিজিৎ বললেন, 'বাকিরা নিজেদের সময়ের সঙ্গে...'

আরও পড়ুন: 'লালদার শেখানো পথেই প্রতিবাদ করেছি...' সুমনের নাটকে 'ধর্ষক' সুদীপ্ত! প্রতিবাদে গর্জে উঠলেন বেণী বসু

ভুল শুধরে নেওয়া

আগেরদিনই মুখোমুখি দলের অন্যতম প্রধান বিলু দত্ত জানিয়েছেন, 'প্রিমিয়ারের এক সপ্তাহ আগে আমরা একজন কাউকে খুঁজছিলাম যিনি গান গাইতে পারেন। তখনই সুদীপ্তর নাম মাথায় আসে। কিন্তু শো মঞ্চস্থ হওয়ার পরই বুঝি একটা মস্ত ভুল হয়ে গিয়েছে। আমরা আমাদের ভুল শুধরে নেব। আমি ক্ষমা চাইছি।'

এবার জানা গেল এই বিতর্কিত নাটক থেকে বাদ দেওয়া হয়েছে সুদীপ্ত চট্টোপাধ্যায়কে। সোশ্যাল মিডিয়ায় মুখোমুখি নাট্যদলের তরফে বিলু দত্তই এই কথা জানিয়েছেন। তিনি এদিন তাঁর এই পোস্টে লেখেন, 'টিনের তলোয়ার নাটকের সমস্ত কলাকুশলীর তরফে মুখোমুখির যৌথ বিবৃতি, টিনের তলোয়ার প্রযোজনায় সুদীপ্ত চট্টোপাধ্যায় আর অভিনয় করছেন না। প্রথম অভিনয়ের পরই টিনের তলোয়ার প্রযোজনায় ওঁকে আর রাখা হয়নি। সুদীপ্তবাবুকে এই নাটকে যুক্ত করা আমাদের ভুল সিদ্ধান্ত ছিল। সেই ভুল শোধরাতেই প্রথম অভিনয়ের পরেই টিনের তলোয়ার প্রযোজনা থেকে ওঁকে সরে যেতে বলা হয় অবিলম্বে। তারপরে সুদীপ্তবাবুকে বাদ দিয়ে এ নাটকের তিনটি অভিনয় হয়ে গেছে। পরবর্তী অভিনয় ২৭ এপ্রিল একাডেমি ২.৩০।'

কী বলেছেন বেণী?

দামিনী বেণী বসু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট সুমন মুখোপাধ্যায়ের টিনের তলোয়ার নাটকে যৌন হেনস্থাকারী সুদীপ্ত চট্টোপাধ্যায়কে নেওয়ায় বিরোধিতা করেছিলেন। সম্প্রতি সেটা নিয়ে একটি প্রথম সারির সংবাদমাধ্যম খবর করলেও, পরে সেটা সরিয়ে দেওয়া হয়। এরপরই গোটা বিষয় নিয়ে আরও সরব হয়েছেন বেণী। তিনি OTT Play -কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘সুমন মুখোপাধ্যায়ের টিনের তলোয়ার নাটকে যৌন হেনস্থাকারী সুদীপ্ত চট্টোপাধ্যায়কে স্বমহিমায় ফিরিয়ে আনা মেনে নেওয়া গেল না। সুমন মুখোপাধ্যায় যে এই বিষয়ে চুপ করে আছেন সেটাও মানতে পারছি না। আমি যখন সোশ্যাল মিডিয়ায় সুমন মুখোপাধ্যায়কে প্রশ্ন করলাম এবং সেটা নিয়ে খবর করল প্রথম সারির সংবাদমাধ্যম, পরে ক্ষমতা প্রদর্শন করে সেটা আবার নামিয়ে নেওয়া হল যে সেটাও মানতে পারছি না। সুদীপ্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে আমার প্রতিবাদ সেটা কিন্তু সুমন মুখোপাধ্যায় জানেন।’

আরও পড়ুন: 'এতে ভুল কী আছে? স্রেফ সময় নষ্ট' নেপোটিজম বিতর্কে নাম না করেই করণের পাশে রোহিত! বললেন বিতর্কটাই 'অনর্থক'

একই সঙ্গে তিনি এই বিষয়ে জানান, ‘চোখের সামনে অন্যায় দেখেও চুপ করে থাকাটা অন্যায়। লালদার মতো মানুষরাই আমাদের প্রশ্ন করতে শিখিয়েছেন। লাথি মেরে ভুলকে ভাঙতে শিখিয়েছেন। প্রতিবাদ করতে শিখিয়েছেন। আমি তাঁর শেখানো পথেই তাঁকে প্রশ্ন করেছি। প্রতিবাদ করেছি। যেখানে খুশি হওয়ার কথা সেখানে আমার শিরদাঁড়া কেন ভাঙতে চাইছেন লালদা? আমি তো তোমায় একটা সঙ্গত প্রশ্ন করেছি। আমি চাই বাংলা থিয়েটার জগৎ থেকে মহিলাদের উপর যাওয়া শারীরিক অত্যাচার, মানসিক অত্যাচার বন্ধ হোক। হেনস্থা বন্ধ হোক। নির্যাতন, শ্লীলতাহানি বন্ধ হোক। নিরাপত্তা দেওয়া হোক। মেয়েদের সমান ভাবা হোক। আমাদের উপর হওয়া অত্যাচার কী আপনি দেখতে পাচ্ছেন না যে এখনও এই বিষয় নিয়ে কথা বলছেন না?’

বায়োস্কোপ খবর

Latest News

অপসারিত কুণালের 'স্তুতি' অভিজিতের গলায়, 'এটা অমানবিকতা', বললেন দিলীপ ‘‌একে ৪৭ দিয়ে ভোটারদের ভয় দেখানো হচ্ছে’‌, বিএসএফের বিরুদ্ধে প্রসূণের অভিযোগ ভারতের নির্বাচন পরখ করতে এলেন বাংলাদেশের প্রতিনিধিদল, বিজেপির আমন্ত্রণে সাড়া চাকরিহারা শিক্ষকদের আন্দোলন শুরু, শুভেন্দু–অভিজিৎকে কাঠগড়ায় তুলে অনশন তমলুকে প্রকাশিত মাধ্যমিকের ফল, কীভাবে নিজের নম্বর দেখা যাবে? ঠিক এখানেই পাবেন রেজাল্ট! ‘পুলিশ খুন করেছে…’! সলমনের বাড়িতে গুলি চালানোয় অভিযুক্তের আত্মহত্যা নিয়ে বিতর্ক শুধু করলেই হবে না, বাংলার এই সরকারি কর্মীদের কাজের মানের মূল্যায়নও হবে এবার! IPL 2024-‘ওদের পাত্তা দিও না’, বিরাটকে পরামর্শ প্রাক্তন কিউয়ি তারকার মে মাসের এই দিনে হ্যারি পটার ডে পালন করা হয়? কেন জানেন টানা পাঁচ ম্যাচে হার ধোনির দলের, অবাক কাণ্ড ঘটাল পঞ্জাব কিংস!

Latest IPL News

IPL 2024-‘ওদের পাত্তা দিও না’, বিরাটকে পরামর্শ প্রাক্তন কিউয়ি তারকার টানা পাঁচ ম্যাচে হার ধোনির দলের, অবাক কাণ্ড ঘটাল পঞ্জাব কিংস! মায়াঙ্কের চোট নিয়ে আরও সাবধান হওয়া উচিত ছিল- LSG ম্যানেজমেন্টকে একহাত নিলেন লি মাত্র ২ বল করেই চোটের কবলে চাহার, নেটপাড়ায় হলেন কটাক্ষের শিকার, প্রতিবাদী বোন নিজেদের পছন্দের ক্রিকেটার নিতেই বলির পাঁঠা করল রিঙ্কু সিংকে, বিস্ফোরক শ্রীকান্ত ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করা তারকাকে স্ট্রাইকই দিলেন না ধোনি,তার পরে হাঁকালেন ছয় WC থেকে বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে ভারতীয় দল গড়া হলে কারা জায়গা পাবেন স্কোয়াডে? মিডল অর্ডারের ব্যর্থতাই ডোবাল চেন্নাইকে, ৭ উইকেটে জিতে অক্সিজেন পেল পঞ্জাব তোমার যখন অভিষেক হয়েছিল, ন্যাপিতে ছিলাম- অমিত মিশ্রর বয়স নিয়ে চরম কটাক্ষ রোহিতের IPL-এর বাকি ম্যাচে অনিশ্চিত মায়াঙ্ক, তবে পেতে পারেন BCCI-এর পেস বোলিং চুক্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.