বয়স মাত্র ১৯, শনিবার হঠাৎ আসা আমির খানের 'দঙ্গল' কন্যা সুহানি ভাটনাগরের মৃত্যুর খবরে অনেকেই চমকে গিয়েছিলেন। 'দঙ্গল' ছবিতে আমির খান ‘মহাবীর সিং ফোগত’-এর মেয়ে ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি। কিশোরী বয়সের ববিতার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তবে হঠাৎ কীভাবে মৃত্যু হল সুহানির?
গতকাল শনিবার জানা গিয়েছিল, সুহানির পা ভেঙেছিল। আর সেকারণেই চিকিৎসার জন্য বেশিকিছু ওষুধ খেয়েছিলেন তিনি। তারই পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে সুহানির শরীরে জল জমতে শুরু করে। আর সেটাই নাকি সুহানির এই অকাল মৃত্যুর কারণ। এদিকে মাত্র ১৯ বছর যাঁর বয়স, সেই মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ সুহানি ভাটনগরের বাবা-মা।
সুহানির বাবা পুনীত ভাটনাগর নিজেই মেয়ের মৃত্যুর কারণ বিস্তারিত সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন।ঠিক কী কারণে মৃত্যু?
পুনীত বলেন, সুহানি ডার্মাটোমায়োসাইটিসের আক্রান্ত হয়েছিলেন। গত ১১দিন ধরে তাঁর মেয়ে এইমসে ভর্তি ছিলেন। মাস দুয়েক আগে থেকেই হঠাৎ সুহানির হাত-পা ফুলতে পারে। তখনো তাঁরা জানতেন না, এটা কোনও জটিল রোগের লক্ষণ। তবে কয়েকদিনের মধ্যেই সুহানির গোটা শরীর ফুলে যায়। তখনই তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তবে রোগ নির্ণয় করা যায়নি। এরপরই তাঁকে দিল্লির AIIMS-এ ভর্তি করা হয়। সেখানেই জানা যায়, ডার্মাটোমায়োসাইটিসের মতো বিরল রোগে আক্রান্ত হয়েছেন সুহানি।
আরও পড়ুন-বয়স মাত্র ১৯, প্রয়াত আমির খানের ‘দঙ্গল’ কন্যা 'ববিতা' সুহানি ভাটনাগর
পুনীত ভাটনাগর জানান, এই রোগের চিকিৎসার জন্য সুহানিকে স্টেরয়েড দেওয়া হচ্ছিল। কারণ এটাই একমাত্র চিকিৎসার উপার। তবে এতে সুহানির রোগপ্রতিরোধ করার ক্ষমতার উপর প্রভাব পড়ে। যা সংক্রমণের দিকে চলে যায়। এই সময় সুহানির ফুসফুস এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে গুরুত্বপূর্ণ অঙ্গেও জল জমেছিল। যে কারণে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। শেষপর্যন্ত লড়াই থামিয়ে শনিবার চিরবিদায় নেন অভিনেত্রী সুহানি ভাটনাগর। সুহানির বাবার কথায়, ‘ভেন্টিলেটরে রাখার পরেও সুহানির শরীরে অক্সিজেনের মাত্রা খুব কম ছিল। এরপর শুক্রবার সন্ধ্যেয় চিকিৎসকরা একসময় জানান, 'সে আর নেই’।
সুহানির মা জানান, তাঁর মেয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফেরার কথা ভাবছিলেন। কলেজেও ভালো পারফর্ম করেছিলেন। শেষ সেমিস্টারেও টপার ছিল সে। তাঁর মেয়ে এতটাই মেধাবী, যে সে যখন যা করেছে, তাতেই সাফল্য পেয়েছে। তাঁর কথায়, ‘আমাদের মেয়ে আমাদের প্রতি মুহূর্তে গর্বিত করেছে।’ জানা যায়, ১৭ ফেব্রুয়ারি ফরিদাবাদে শেষকৃত্য সম্পন্ন হয় সুহানি ভাটনাগরের।