একটি ডান্স রিয়ালিটি শোয়ের বিচারকের আসনে রয়েছেন মাধুরী দীক্ষিত এবং সুনীল শেট্টি। ফিল্মিস্তান স্টুডিয়োয় দেখা মিলেছে দুই অভিনেতার। রিপোর্ট বলছে, হোলি স্পেশাল এপিসোডের শ্যুটিং করেছেন তাঁরা। স্টুডিয়োতে প্রবেশের আগে একফ্রেমে ধরা দেন দুই বিচারক।
বিশেষ এপিসোডের জন্য অফ-হোয়াইট রঙের শাড়ি পরেছেন মাধুরী। অভিনেতা সুনীল শেট্টি পরেছেন কালো শার্ট সঙ্গে স্যুট-প্যান্ট। পাপারাৎজ্জির সামনে এ দিন পোজ দিয়েছেন তাঁরা। এ দিন ভুল করে সকলকে ‘হ্যাপি দিওয়ালি’র শুভেচ্ছা জানান সুনীল শেট্টি। এরপরই পাপারৎজ্জি অভিনেতাকে শুধরে বলেন 'দিওয়ালি না হোলি স্যর'। এরপর হোলির শুভেচ্ছা জানান অভিনেতা। পাশে দাঁড়িয়ে মুচকি হেসে ফেলেন মাধুরী। বিষয়টি মজা করেনই বলেছেন অভিনেতা।
আরও পড়ুন: ‘অপ্রচলিত হলদি..’, হলুদ নয়, বিয়ের দিন এক বিশেষ জিনিস গায়ে মেখেছিলেন পুলকিত-কৃতি
আরও পড়ুন: ‘পথপশুদের গায়ে কোনও রকম রং বা আবির লাগাবেন না’, দোলে বিশেষ বার্তা তথাগতর
আরও পড়ুন: ‘সুকান্ত আমাকে রং খেলতে রাজি করিয়েছে’, দোল নিয়ে বিশেষ প্ল্যান ফাঁস করলেন অনন্য়া
আপাতত ডান্স দিওয়ানে ৪-এর বিচারকের আসন সামলানোর পাশাপাশি মাধুরী মারাঠি সিনেমা পঞ্চক মুক্তি পেয়েছে গত জানুয়ারিতে। যার প্রযোজক তিনি। এটি ২০২৪ সালের ৫ জানুয়ারি মুক্তি পেয়েছে। কোঙ্কনের মনোরম পটভূমিতে সেট করা, পঞ্চক একটি ডার্ক কমেডি, যা কুসংস্কার এবং মৃত্যু ভয়ের থিমগুলিকে হাইলাইট করে।
গত বছর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় (আইএফএফআই) ভারতীয় সিনেমায় অবদানের জন্য বিশেষ স্বীকৃতি দিয়ে সম্মানিত করা হয় মাধুরীকে। শেষবার পর্দায় দেখা গিয়েছে আনন্দ তিওয়ারি পরিচালিত মাজা মা ছবিতে। এটির আগে, মাধুরী ২০২২ সালের নেটফ্লিক্স শো, 'দ্য ফেম গেম'-এ অভিনয় করেছিলেন।
নব্বইয়ের দশকে সর্বোচ্চ উপার্জনকারী তারকাদের তালিকায় প্রথম সারিতে ছিলেন সুনীল শেট্টি। অক্ষয় কুমার, সানি দেওলের মতো অভিনেতাদের পাশাপাশি নব্বইয়ের দশকে অ্যাকশন ঘরানার ছবিতে অভিনয় করে বলিপাড়ায় রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন ঘরানার ছবি ‘বলবান’ ছবির মাধ্যমে ৩১ বছর বয়সে বলিজগতে অ্যাকশন হিরো হিসাবে আত্মপ্রকাশ করেন তিনি।
নিজস্ব একটি প্রযোজনা সংস্থা খুলেছেন সুনীল। সেই সংস্থার তরফে ‘খেল— নো অর্ডিনারি গেম’, ‘ভাগম ভাগ’ এবং ‘রক্ত’-এর মতো একাধিক হিন্দি ছবির প্রযোজনা করা হয়েছে। সদ্য ওয়েব শো ‘হান্টার’-এ দেখা গিয়েছে অভিনেতাকে। পরেশ রাওয়ালের সঙ্গে আগামীতে ‘হেরা ফেরি ৩’-এ দেখা যাবে অভিনেতাকে।