বাংলা নিউজ > বায়োস্কোপ > Sunny Deol: 'ঢাই কিলো কা...' বুদ্ধির জোরে আইনস্টাইনকে টক্কর দিতেন সানি! বললেন, 'আমার ১৬০ আইকিউ ছিল'

Sunny Deol: 'ঢাই কিলো কা...' বুদ্ধির জোরে আইনস্টাইনকে টক্কর দিতেন সানি! বললেন, 'আমার ১৬০ আইকিউ ছিল'

বুদ্ধির জোরে আইনস্টাইনকে টক্কর দিতেন সানি!

Sunny Deol: আইনস্টাইনের থেকেও বেশি বুদ্ধিমান সানি দেওল! সম্প্রতি তেমনটাই দাবি করলেন অভিনেতা। জানালেন স্কুলে পড়াকালীন তাঁর আইকিউ ১৬০ ছিল।

বহু বছর পর আবারও ঘোরতর চর্চায় উঠে এসেছেন সানি দেওল। কিছু সপ্তাহ আগেই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি গদর ২। আর সেই ছবির জেরেই তিনি এখন চর্চায়। বক্স অফিসে রীতিমত ম্যাজিক দেখাচ্ছে এই ছবি। ইতিমধ্যেই এটি প্রায় ৫০০ কোটির দোরগোড়ায় পৌঁছে গেছে। আর ছবির সাফল্যের হাত ধরেই তিনি এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। সে তাঁর জুহুর জমি বিক্রি করে দেওয়া হোক বা পরিচালক সুনীল দর্শনের আনা অভিযোগ সবই এখন সামনে আসছে। অভিনেতা নাকি তাঁর সঙ্গে ২ কোটি টাকার প্রতারণা করেছেন। এবার আবার আরও একটি কারণের জন্য চর্চায় উঠে এসেছেন তিনি।

সম্প্রতি অভিনেতা দাবি করেছেন যে তাঁর নাকি ছোটবেলায় আইনস্টাইনের থেকে বেশি আইকিউ ছিল। রণবীর আল্লাহবাদিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে ছোটবেলায় নাকি তাঁর ডিসলেক্সিয়া ছিল। সানির কথায়, 'আমি ডিসলেক্সিক ছিলাম। তখন তো এসব অত জানতামও না। পড়াশোনা পারতাম না বলে থাপ্পড় মারা হতো, বোকা বলা হতো।' তিনি মজার ছলেই তাঁর ছেলেবেলার দিনগুলোর কথা বলেছিলেন। শুধুই কি তাই তিনি আরও জানিয়েছিলেন যে এখনও তাঁর মাঝে মধ্যে পড়তে অসুবিধা হয়, শব্দগুলো কখনও সখনও তালগোল পাকিয়ে যায়। অনেকেই নাকি তাঁকে টেলি প্রম্পটার ব্যবহার করতে বলতেন কিন্তু তিনি সেটা কখনই ব্যবহার করেননি। কিন্তু এই সমস্যার সঙ্গে পাল্লা দিলেন কী করে? এই প্রসঙ্গে তিনি জানান তাঁর আইকিউ ভীষণই বেশি ছিল। ১৬০ ছিল তাঁর আইকিউ।

আরও পড়ুন: 'গদর ৩' আসছে জানতেনই না পর্দার মুসকান! ছবি দেখে চমকে উঠে কী বলেছিলেন সিমরত?

সম্প্রতি সানি দেওলের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে সানিকে বলতে শোনা যাচ্ছে যে তাঁর স্কুলে যখন আইকিউ টেস্ট করা হয়েছিল তখন নাকি তিনি ১৬০ এর বেশি স্কোর করেছিলেন! আর সেটাই সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমত ভাইরাল। এই বিষয়ে তাই সবাই জানিয়ে রাখা ভালো স্বনামধন্য বিজ্ঞানী আইনস্টাইনের আইকিউ ১৬০ ছিল। আর সেই জন্যই তিনি জিনিয়াস ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোল চলছে তাঁর এই বক্তব্য নিয়ে। এই ভাইরাল ভিডিয়োতে এক ব্যক্তি লেখেন, 'আইনস্টাইনকে দিয়ে ওপেনহাইমার ক্যালকুলেশন করাতেন, আর আইনস্টাইন সেই অঙ্ক বা ক্যালকুলেশন নিয়ে সানি পাজির কাছে আসতেন।' আরেক ব্যক্তি লেখেন 'ঢাই কিলো কা আইকিউ।' কেউ কেউ আবার মশকরা করে লেখেন, 'ডেসিমাল যোগ করতে ভুলে গেছেন।'

কেউ কেউ আবার বলেন, 'ছোটবেলায় ১৬০ ছিল এবং ১.৬০ হয়ে গিয়েছে।' এক নেটিজেন তাঁর সিনেমার গান দিয়েই তাঁকে কটাক্ষ করেছেন, লিখেছেন, 'ম্যায় নিকলা থিওরি লেকে, রাস্তে মে এক ল্যাব আয়া, ম্যায় ওথে থিওরি ছোড় আয়া।'

প্রসঙ্গত গদর ২ ছবিটি গদর এক প্রেম কথার সিকুয়েল। এই ছবিটি ২০০১ -এ মুক্তি পেয়েছিল। তার ২২ বছর পর গদর ২ মুক্তি পাওয়া সত্বেও দুর্দান্ত সাড়া পেয়েছে বক্স অফিসে। ছবিতে আমিশা প্যাটেল, উৎকর্ষ শর্মা, সিমরত কৌর আছেন সানির সঙ্গে।

বন্ধ করুন