সদ্যই জীবনের আরও একটি বসন্ত পার করে ফেললেন বাংলা সিনে জগতের মোস্ট এলিজিবল ব্যাচেলর পরমব্রত চট্টোপাধ্যায়। হিন্দি ব্যাংক মিলিয়ে জমিয়ে কাজ করে চলেছেন এই বছর ৪৩ -এর এই যুবক। কেবল ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনেও একই ভাবে কাজ করছেন তিনি। সিনেমা থেকে ওয়েব সিরিজ সবেতেই সমান তালে কাজ করে চলেছেন পরম। এরই মাঝে নতুন খবর।
ইন্ডাস্ট্রির অন্দরের খবর পরমব্রত চট্টোপাধ্যায় সদ্যই তাঁর একটি ওয়েব সিরিজের কাজ শেষ করলেন। এটি তাঁর পরিচালিত দ্বিতীয় ওয়েব সিরিজ। চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে এই সিরিজ। এমনটাই আপাতত জানা গিয়েছে।
জুন মাসের শুরু থেকেই কাজ শুরু হয়েছিল এই ওয়েব সিরিজের। সদ্যই শুটিং শেষ হয়েছে তার। হইচইতে বছরের শেষে আসবে পরমব্রত পরিচালিত এই ওয়েব সিরিজে।
কেমন ধারার গল্প নিয়ে তৈরি হল এই সিরিজ?
হরর গল্প নিয়ে কাজ করার ইচ্ছে ছিল অভিনেতার। সঙ্গে মিশিয়ে দিয়েছেন মিথোলজি, এই দুইয়ের মিশেলে তৈরি হয়েছে তাঁর আগামী সিরিজ। তবে আসল গল্প কী নিয়ে, কী দেখা যাবে এখানে সেটা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। সিরিজের নির্মাতাদের তরফে এই কাজের বিষয়ে কোনও উচ্চবাচ্য শোনা যায়নি। তাঁরা মুখে যেন এক প্রকার কুলুপ এঁটেছেন।
তবে সিরিজে কাদের দেখা যাবে সেটা অবশ্য জানা গিয়েছে। এবং বলাই বাহুল্য কাস্টিং বেশ আকর্ষণীয় এই সিরিজের। পরমব্রত পরিচালিত এই সিরিজের প্রধান ভূমিকায় থাকবেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বসু, গৌরব চক্রবর্তী, অর্ণ মুখোপাধ্যায় প্রমুখকে। ফলে এখানে থেকে বেশ বোঝা যাচ্ছে পরমব্রতর পরিচালনা আর এঁদের অভিনয়ের মিশেলে একটা দারুণ কিছুই তৈরি হতে চলেছে।
প্রসঙ্গত সুরঙ্গনা সেই ‘ওপেন টি বায়োস্কোপ’ থেকে, ‘সমান্তরাল’, ‘বল্লভপুরের রূপকথা’ সহ যা যা কাজ করেছেন সবেতেই নজর কেড়েছেন। অন্যদিকে অর্ণ মুখোপাধ্যায় থিয়েটারের মানুষ হলেও এখন সিনেমা সিরিজে দাপিয়ে কাজ করছেন। তাঁর অভিনয়ে মুগ্ধ বাংলা। ‘প্যালারাম’ থুড়ি গৌরবকে নিয়ে নতুন করে কীই বা বলার আছে। তিনি সিরিজ সিনেমা দুটোতেই দাপিয়ে কাজ করে চলেছেন। অন্যদিকে অনিন্দিতাও কম যান না। তিনি একদিকে যেমন হিন্দি প্রজেক্টে কাজ করছেন তেমনই বাংলাতেও।
প্রসঙ্গত আজই মুক্তি পাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ছবি শিবপুর। শিবপুর অঞ্চলের মাফিয়ারাজের গল্প বলবে এই ছবি।