তিন বছরের বেশি সময় পার হয়েছে সুশান্ত সিং রাজপুত আর নেই। তবে সুশান্তকে ভোলেননি তাঁর অনুরাগীরা। প্রয়াত তারকাকে শেষবার দেখা গিয়েছিল 'দিল বেচারা' ছবিতে। যে ছবির পরিচালক ছিলেন সুশান্তের বন্ধু, কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা। সম্প্রতি সুশান্তকে নিয়ে মুখ খুলেছেন মুকেশ। জানিয়েছেন, বলিউডের বহু ছবি থেকে সুশান্তের বাদ পড়ার কারণ।
মুকেশ ছাবরা জানিয়েছেন, সুশান্ত তাঁর পূর্ব নির্ধারিত কিছু প্রতিশ্রুতির কারণেই বহু ছবি, কাজে ‘না’ বলেছিলেন। আর এই কারণেই সুশান্তকে অনেকেই 'দাম্ভিক' বলে ভেবে নিয়েছিলেন। সুশান্তের কাছের প্রতি ভালোবাসা, আত্মোৎসর্গকে লোকজন ভুল বুঝতেন।
মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ‘আর্ট অফ অ্যাক্টিং’ নিয়ে কথোপকথনে সময় বক্তৃতা, মুকেশ ছাবরা বলেন, ‘সুশান্ত আসলে পানি ছবিটির জন্য বহু ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। আর লোকজন ধরে নিয়েছিলেন এটা ওঁর তারকা হওয়ার কারণে ঔদ্ধত্য তৈরি হয়েছে। তবে পানি ছবিটি নিয়ে সুশান্ত সত্যিই খুশি এবং উত্তেজিত ছিলেন।’
আরও পড়ুন-প্রেম কি সত্যিই ভেঙেছে? মালাইকার ইঙ্গিতপূর্ণ পোস্ট, তবে অর্জুনের কমেন্টে ধন্দে নেটপাড়া
আরও পড়ুন-শাহরুখের 'মন্নত'-ঘিরে রেখেছে পুলিশ, কী আবার ঘটল?
আরও পড়ুন-হৃত্বিকের সঙ্গে প্রেম নিয়ে চর্চা, অবশেষে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সাবা
মুকেশ ছাবরা বলেন, ‘অনেকেই শেখর কাপুরের মতো পরিচালকের সঙ্গে কাজ করতে চান। যখন সুশান্ত ছবিটির জন্য নির্বাচিত হন তখন আমিও সেখানে ছিলাম। নির্বাচিত হওয়ার খবর পেয়ে সুশান্ত শিশুর মতো আনন্দ প্রকাশ করেছিলেন। দুর্ভাগ্যবশত,ছবিটিই হল না।’ জানা যায়, 'পানি' থেকে যশরাজ ফিল্মস হাত তুলে নেওয়ার কারণে ছবিটিই আর তৈরি হয়নি।
গতবছর, গত বছর এক সাক্ষাৎকারে শেখর কাপুরও স্বীকার করে নেন, সুশান্ত পানি ছবিটি নিয়ে ভীষণই উৎসাহিত ছিলেন। নিজেকে সেভাবে তৈরিও করেছিলেন। তবে ছবিটিই যখন আটকে গেল, তখন সুশান্ত ভীষণভাবেই কেঁদেছিলেন। শেখর কাপুর বলেন, তিনি কোনওদিনও যদি 'পানি' ছবিটি বানাতে পারেন, তাহলে সেটি সুশান্তকেই উৎসর্গ করবেন। শেখর কাপুর সুশান্তের মৃত্যুর পর টুইটও করেছিলেন যে তিনি অভিনেতার অবসাদের কথা জানতেন। শেখর কাপুরের আফসোস তিনি জেনেও সুশান্তের জন্য কিছুই করে উঠতে পারেননি।