বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan: শাহরুখের 'মন্নত'-ঘিরে রেখেছে পুলিশ, কী আবার ঘটল?

Shah Rukh Khan: শাহরুখের 'মন্নত'-ঘিরে রেখেছে পুলিশ, কী আবার ঘটল?

শাহরুখের মন্নতে পুলিশ

শাহরুখের মন্নতের সামনে আনটাচ ইন্ডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে অনলাইন গেমিং অ্যাপের বিরোধিতায় বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, ‘বিখ্যাত অভিনেতা এবং অভিনেত্রীরা এই বিজ্ঞাপনগুলিতে কাজ করছেন, যেটা যুব সমাজকে বিপথগামী করছে।’ প্রসঙ্গত, শাহরুখ এই মুহূর্তে এ২৩ নামে এক অনলাইন গেমিং অ্যাপের মুখ। সেকারণেই এই বিক্ষোভ।

শাহরুখের ‘প্রসাদ’ যাঁর নাম কিনা 'মন্নত', তার সামনেই মোতায়েন করা হয়েছে বড় সংখ্যার মুম্বই পুলিশ। আর এখবরেই চিন্তিত শাহরুখ অনুরাগীরা। কিন্তু কেন? হঠাৎ কী আবার হল? কোনও অঘটন? সমস্যা কোথায়?

আসলে শাহরুখের মন্নতের সামনে আনটাচ ইন্ডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। তাঁদের প্রতিবাদ অনলাইন গেমিং অ্যাপের বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, ‘বিখ্যাত অভিনেতা এবং অভিনেত্রীরা অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপনগুলিতে কাজ করছেন, যেটা যুব সমাজকে বিপথগামী করছে, ভুল পথে চালিত করছে।’ প্রসঙ্গত, শাহরুখ এই মুহূর্তে এ২৩ নামক একটি অনলাইন গেমিং অ্যাপের মুখ। বিভিন্ন সময় এই অ্যাপের হয়ে প্রচার চালাতেও দেখা গিয়েছে কিং খানকে। আর সেকারণেই শাহরুখের সাধের 'মন্নত'-এর সামনে শনিবার সকাল থেকে বিক্ষোভ দেখায় আনটাচ ইন্ডিয়া ফাউন্ডেশন। তবে মুম্বই পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেন। ঘটনায় প্রায় ৪-৫ জনকে আটক করে পুলিশ।

তবে বিক্ষোভকারীদের সরানো হলেও ফের সমস্যা শুরু হতে পারে, এই আশঙ্কাতেই মন্নতের সামনে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। এখনও মন্নতের সামনে রয়েছে কড়া পুলিশি প্রহরা। এদিকে এক বিক্ষোভকারী বলেন, ‘শাহরুখ খান ছাড়াও, আমরা অজয় দেবগন, রকুল প্রীত সিং, প্রকাশ রাজ, অন্নু কাপুর, রানা দাগ্গুবাতি এবং অনলাইন গেমের প্রচারকারী ক্রিকেটারদেরও বিরোধিতা করছি। আমরা এই সব তারকাদের বাড়ির বাইরেও প্রতিবাদ করতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ আমাদের আটক করেছে।’

আরও পড়ুন-হৃত্বিকের সঙ্গে প্রেম নিয়ে চর্চা, অবশেষে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সাবা

আনটাচ ইন্ডিয়া ফাউন্ডেশনের সভাপতি কৃষচন্দ্র আদল বলেছেন, ‘নতুন প্রজন্মের অনেকেই জঙ্গলি রামি নামে একটা গেম খেলেন। কেউ যদি বাইরে জঙ্গলি রামি বা জুয়া খেলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। অথচ বলিউডের বড় বড় তারকারা অনলাইন গেমের প্রচার করে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছেন। বলিউড তারকারাও জানেন এটা ঠিক নয়, কিন্তু তাঁরা টাকা পাচ্ছেন বলে প্রচার করে চলেছেন। আমরা এই বিজ্ঞাপনগুলি বন্ধ করার দাবি জানাই। এই অ্যাপগুলি অবৈধ। গুগলে এইগুলি খুঁজে পাওয়া যায় না, তবে এই অ্যাপগুলি ব্যক্তিগত ওয়েব সাইটে আপলোড করা হয়। আমরা এই তারকাদের সিনেমা দেখি এবং তাদের পিছনে অর্থ ব্যয় করে বিখ্যাত করি, অথচ ওঁরাই এইসব কাজ করে চলেছেন।’

প্রসঙ্গত, মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ড সমুদ্রতীরবর্তী এলাকায় রয়েছে শাহরুখের 'মন্নত'। প্রায়দিনই সেখানে ভিড় জমান অনুরাগীরা। তবে সে ভিড় হয় নেহাতেই সুপারস্টারের প্রতি ভালোবাসার খাতিরে। তবে সোমবারের ভিড় ছিল সেসবের থেকে এক্কেবারই আলাদা। এদিকে কাজের ক্ষেত্রে খুব শীঘ্রই শাহরুখ খানকে দেখা যাবে অ্যাটলির 'জওয়ান' ছবিতে। 

বায়োস্কোপ খবর

Latest News

অন্য প্রতিবাদ! নেই স্লোগান, নেই নড়াচড়া, পথে বসে হীরক রাজার দেশে দেখল বনগাঁ আপনি কী গর্ভবতী? স্ত্রীরোগ সচেতনতা দিবসে জানুন গর্ভাবস্থায় ভালো থাকার উপায় ‘দক্ষ মানুষদের কোণঠাসা করে রাখা হয় ভারতে,’ আমেরিকায় একলব্যের গল্প শোনালেন রাহুল বুমেরাং হল ব্যাজবল, নিশঙ্কার দাপটে ওভাল টেস্টে শ্রীলঙ্কার কাছে হার ইংল্যান্ডের সুপ্রিম কোর্টের শুনানি শেষ হতেই আরজি কর হাসপাতালে সিবিআই, রিপোর্ট তৈরিতে তৎপরতা বাবার সঙ্গে ভালো করে প্রস্তুতি নিয়েছিলাম, ম্যাচের সেরা হয়ে বললেন মুশির এক হাতে সন্তান, অন্য হাতে ফুড ডেলিভারি, সোনুর লড়াইকে বাহবা সোশ্যাল মিডিয়ার মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার আহ্বান, অধরা বিচার!ক্ষোভ উগরে অঙ্কুশ লিখলেন 'আর ভালো…' নিম্নচাপ দুর্বল হলেও ভারী বৃষ্টি হবে মঙ্গলে! বুধ থেকে বর্ষণ বাড়বে, কোথায় কোথায়? রেলপথে পুনরায় চালু হল ভারত-বাংলাদেশ বাণিজ্য

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.