কিছুদিন আগেই রাজস্থানে শ্যুটিং করার সময় হৃদরোগে আক্রান্ত হন সুস্মিতা সেন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে একটি সার্জারি করা হয়। তারপর থেকে মুম্বইতে তাঁর বাড়িতেই ছিলেন। সমস্ত জটিলতা কাটিয়ে এরপর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকেন। এবার সকলকে স্বস্তি দিয়ে তিনি কাজেও ফিরলেন।
শনিবার, ১৫ এপ্রিল জয়পুরে পৌঁছন অভিনেত্রী। সেখানেই আবার তিনি তাঁর আগামী সিরিজ আরিয়া ৩ এর শ্যুটিং শুরু করবেন। তিনি একটি লাইভ চ্যাটে তাঁর সমস্ত অনুরাগীদের জানান যে কাজে ফিরে তাঁর দারুন লাগছে। তিনি আরও জানান যে এই কদিনে তিনি অনেকটাই সুস্থ হয়েছেন। প্রচুর ব্যায়াম করেছেন তিনি এই কদিন। সকলকে তিনি ধন্যবাদ জানান তাঁর পাশে থাকার জন্য, তাঁর আরোগ্য কামনা করার জন্য। তিনি বলেন, 'আমার সেই সমস্ত ভালোবাসার প্রয়োজন আছে যা এনার্জি এবং উৎসাহে ভরপুর।'
এর আগেও সুস্মিতা অ্যাক্টিভ জীবনযাপন, ব্যায়াম করা, জিম করার কার্যকারিতা নিয়ে কথা বলেছিলেন। অনেকেই ভেবেছিলেন অভিনেত্রী এত জিম করেন, শরীর চর্চা করেন বলেই হয়তো তাঁকে এই বিপদের মুখে পড়তে হল। কিন্তু পরে সুস্মিতা সেই ভাবনাকে নস্যাৎ করে জানিয়েছিলেন জিমের জন্যই তিনি আজ ঠিক আছেন। অভিনেত্রীর কথা অনুযায়ী, 'আমি জানি তোমরা অনেকেই বলবে আর জিমে যাব না। সুস্মিতার তো কোনও কাজে দেয়নি। আমি বলব সেটা ঠিক নয়। ভুল। জিম আমায় সাহায্য করেছে। আমার হার্ট অ্যাটাকটা ম্যাসিভ ছিল। আমার মেইন ধমনীতে ৯৫ শতাংশ ব্লকেজ ছিল। কিন্তু আমি বেঁচে গিয়েছি কারণ আমি একটি অ্যাক্টিভ জীবনযাপন করতাম। ওটা স্রেফ একটা ফেজ ছিল যা কেটে গিয়েছে। আমি অত্যন্ত ভাগ্যবতী যে ওটা আমায় অতটা ভয় দেখায়নি। কষ্ট দেয়নি। আমি এখন সামনের দিকে তাকিয়ে এগোতে চাই।'
অভিনেত্রী এদিন তাঁর কাজের খবর জানিয়ে যে পোস্টটা করেছিলেন সেখানে তিনি সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি তাঁর পোস্টে লেখেন, 'শুভ নববর্ষ। অফুরান সম্ভাবনা নিয়ে নতুন শুরুর পথে। আপনাদের সবাইকে অনেক ভালোবাসা। দুগ্গা দুগ্গা।'