Sushmita sen
সেরা খবর
সেরা ভিডিয়ো
বিবাহ-বিচ্ছেদের পরও অবশ্য মাঝে মধ্যেই প্রাক্তন স্ত্রী চারু ও মেয়ে জিয়ানার সঙ্গে দেখা করতে যেতে দেখা যেত রাজীবকে। তবে বর্তমানে মেয়ে জিয়ানাকে নিয়ে একাই থাকেন চারু। তবে ৩১ জুন, রবিবার নেটপাড়ার অনেকেই রাজীব সেনের ইনস্টাগ্রাম পোস্ট দেখে চমকে উঠেছেন। একী! রাজীবের সঙ্গে দুবাই ট্যুরে ইনি কে? ইনি তো প্রাক্তন স্ত্রী চারু ও মেয়ে জিয়ানা। শুধু প্রাক্তন স্বামীর সঙ্গে মেয়েকে নিয়ে দামি গাড়িতে একসঙ্গে বেড়ানোই নয়, মেয়েকে নিয়ে পাউট করে ছবি তুলতেও দেখা গেল চারু আসোপাকে। জিয়ানাও তখন বাবা-মাকে একসঙ্গে পেয়ে বেজায় খুশি। কখনও মা, কখনও আবার বাবার ঠোঁটে 'হামি' দিতে দেখা গেল ছোট্ট জিয়ানাকে। ‘তেরা-মেরা প্যায়ার ক্যাপশানে এই ভিডিয়োটি পোস্ট করেছেন রাজীব।’ __________________________________________________________________ ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন: https://www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন: https://twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন: https://www.instagram.com/htbangla/?hl=en #rajeevsen #charuasopa #dubai
সেরা ছবি
- Sushmita Sen: ভারতের তরফে প্রথমবার মিস ইউনিভার্সের খেতাব জয় করেছিলেন তিনি। আর সেই বিশেষ দিনের ৩০ বছর পূর্ণ হল আজ। সেদিনে কী লিখলেন সুস্মিতা সেন?