হ্যাকিংয়ের শিকার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ফেসবুক পেজ হ্যাক হওয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর ফেসবুক পেজে সিঁধ কেটেছেন হ্যাকারকা।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় হ্যাকারদের উৎপাত খুব বেড়েছে। নিজের ফেসবুর পেজ হ্যাক হওয়ার কথা জানিয়ে স্বস্তিকা লিখেছেন, ‘আমার ফেসবুক পেজ হ্যাক হয়েছে। আমার টিম সমস্যা সমাধানের জন্য কাজ করছে। যদি আপনি কোনও অবমাননাকর বা অশ্লীল পোস্ট দেখতে পান, দয়া করে এড়িয়ে যাবেন। জেনে নিন সেটি আমি নই'। সাধারণত তথ্যচুরির জন্যই হ্যাকাররা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে অ্যাকাউন্ট হ্যাক করে থাকে। যার মধ্যে অন্যতম হল ফেসবুক।
অভিনেত্রীর পোস্টে মন্তব্য করেছেন ভক্তরা। একজন নেটিজেন লিখেছেন, ‘এ রকম পোস্ট এখনও কিছু পাইনি’। অপর একজনের মন্তব্য, ‘কিন্তু ম্যাডাম.. এই পোস্টগুলি আপনি করেন, নাকি আপনার টিম?’ আরও পড়ুন: দাম্পত্যের ২৩ বছরেও অটুট ভালোবাসা, অক্ষয়-টুইঙ্কলের ডেট, ফাঁস হল বিশেষ কথা
দিন দুই আগেই ফিল্মফেয়ারের মঞ্চে দ্যুতি ছড়িয়েছেন স্বস্তিকা। ফিল্মফেয়ারে 'শিবপুর' ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। ব্ল্যাক লেডি হাতে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন টলিউডের হট ডিভা। পুরস্কার পেয়ে মজা করে স্বস্তিকা বললেন, ‘আমার খুব ভালো লাগছে। এটা প্রত্যেক বছর আমার অভ্যাসে দাঁড়িয়ে যাচ্ছে। এটা আমার ৫ নম্বর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। আরও একডজন হলে তবেই আমি খান্ত হব।’ পুরস্কারের জন্য ছবির সিনেমাটাগ্রাফার প্রসেনজিৎ চৌধুরীকে সহ টিমের সকলকে আলাদা করে ধন্যবাদ জানান অভিনেত্রী।
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের লাল গালিচা মানেই ফ্যাশন আর স্টাইলের মামলায় একে অপরকে টেক্কা দেন সেলেবরা। কম যাননি স্বস্তিকাও। এ দিন ধূসর-সাদা, ফিকে লাল পাড়ের হ্যান্ডলুম শাড়ির সঙ্গে সাদার মধ্যে সুতোর কাজের নক্সা করা ব্লাউজ পরেছিলেন স্বস্তিকা। তাঁর থেকে চোখ ফিরছিল না ভক্তদের।
সদ্য নিজের নতুন ছবির ঘোষণা সেরেছেন স্বস্তিকা। ‘এলএসডি ২’ এর ট্রেলার পোস্ট করে রীতিমত নেটপাড়ায় হইচই ফেলে দিয়েছেন অভিনেত্রী। ক্য়াপশনে লিখেছেন, ‘গেলা সহজ, উপেক্ষা করা কঠিন’। ফিরছে লাভ সেক্স অউর ধোঁকা। তবে এবার নতুন ভাবে, নতুন রূপে। এই মাসেই মুক্তি পেতে চলেছে দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত লাভ 'সেক্স অউর ধোঁকা ২'। প্রথম ছবির ১৪ বছর পর ১৯ এপ্রিল আসছে ছবির দ্বিতীয় ভাগ। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, মৌনি রায়, উরফি জাভেদ ও আরও অনেকে।