তারকা খচিত ফিল্মফেয়ারের মঞ্চ। সেরাদের নাম ঘোষণা, পুরস্কার দেওয়া-নেওয়ার মাঝে আরও কত কিছুই যে ঘটে। সেসব ঘটনারই সাক্ষী থেকে যায় শুধু ক্যামেরার লেন্স। বাংলার ফিল্মফেয়ারের মঞ্চে লেন্সবন্দি হল তেমনই কিছু Candid মোমেন্ট।
ফিল্মফেয়ারের মঞ্চে ফের একবার প্রাক্তনদের মাঝে ধরা পড়লেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এদিন অনুষ্ঠানের মঞ্চে স্বস্তিকাকে ঘিরে থাকলেন তাঁর দুই প্রাক্তন, সৃজিত ও পরমব্রত। এবার ফিল্মফেয়ারে 'শিবপুর' ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন স্বস্তিকা। সেই পুরস্কার নিতেই তখন মঞ্চে উঠেছিলেন স্বস্তিকা। ঠিক তখন মঞ্চে দাঁড়িয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। একসময় যে পরিচালকের সঙ্গে স্বস্তিকার প্রেম ছিল চর্চায়। এদিকে ঠিক তখনই আবার সঞ্চালকের আসনে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। যে পরমের সঙ্গেও একসময় জমিয়ে প্রেম করেছেন স্বস্তিকা। তবে সেসবই এখন অতীত। এখন তাঁরা সকলেই পুরনো ভুলে শুধুই ভালো বন্ধু।
এদিন স্বস্তিকা পুরস্কার নেওয়ার পর যখন সৃজিতের সঙ্গে কথা বলছেন, ঠিক তখন পরমব্রত মজা করে বলে উঠলেন, ‘Myself here to many dear friend at the stage right now’। এরপর কেউ একজন তাঁকে মজাকরে বললেন ‘যাও কাছে গিয়ে বলে এসো।’ পরমও তখন সেকথা মেনে স্বস্তিকার কাছে এসে, মাইক কেড়ে ফের একবার সেই কথাই বললেন। প্রসঙ্গত, 'শিবপুর' ছবিতে স্বস্তিকার সহ অভিনেতাও ছিলেন পরমব্রত।
এরপর পুরস্কার পেয়ে মজা করে স্বস্তিকা বললেন, ‘আমার খুব ভালো লাগছে। এটা প্রত্যেক বছর আমার অভ্যাসে দাঁড়িয়ে যাচ্ছে। এটা আমার ৫ নম্বর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। আরও একডজন হলে তবেই আমি খান্ত হব।’ পুরস্কারের জন্য ছবির সিনেমাটাগ্রাফার প্রসেনজিৎ চৌধুরীকে সহ টিমের সকলকে আলাদা করে ধন্যবাদ জানান অভিনেত্রী।
পরম-স্বস্তিকার সেই ক্যান্ডিড মুহূর্ত পোস্ট করা হয়েছে ফিল্মফেয়ারের তরফেই…
প্রসঙ্গত, একসময়ের প্রেমিক-প্রেমিকা হলেও পরম, স্বস্তিকা, সৃজিত এরাঁ এখন সত্য়িই ভালো বন্ধু। আর অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বরাবরই প্রাণখোলা মনের। শুধু পরমব্রত নন, তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গেও স্বস্তিকার সম্পর্ক বেশ মধুর। কিছুদিন আগেই পিয়ার সঙ্গেই আড্ডা দিতে পরমের যোধপুর পার্কের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী।
যদিও এই বন্ধুত্ব নতুন নয়, বিচ্ছেদের পর সৃজিতের পরিচালনায় শাহাজাহান রিজেন্সি সিনেমায় পরমব্তর সঙ্গে কাজও করেছেন স্বস্তিকা। তবে এবিষয়ে তিনি আগেই সাফ জানিয়েছিলেন, ‘বিয়ের ১০ বছর স্বামী-স্ত্রীর সম্পর্কও ভাইবোনের মতো হয়ে যায়। আর সেখানে ১৫ বছর আগের সম্পর্ক। ইন্ডাস্ট্রিতে সবাই সহকর্মী। প্রাক্তন প্রেমিক বলে কিছুই হয় না।’