চর্চায় জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান কুণাল কামরা। সম্প্রতি শো করতে গিয়ে বলিউডের 'ভাইজান' সলমন খানকে ‘গালি’ দিতে শোনা যায় কুণাল কামরাকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল সেই ভিডিয়ো। সলমনকে নিয়ে মজা করতে দেখা যায় কুণাল কামরাকে। আর তাতেই বেজায় চটে যান ভাইজানের অনুরাগীরা। যে মজা অত্যন্ত অপমানজনক বলেই দাবি সলমনের অনুরাগীদের।
কুণাল কামরা মন্তব্য ঘিরে সলমনের অনুরাগীরা যখন চটেছেন, তখন বাক-স্বাধীনতার পক্ষে সওয়াল করেছেন কিছু নেটিজেন। এরই মাঝে কামাল আর খান সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট শেয়ার করে দাবি করেছেন, এধরনের মন্তব্যের জন্য কুণাল কামরার বিরুদ্ধে মানহানির মামলা করবেন ভাইজান। তবে এক্ষেত্রে কুণাল কামরার সাফ জানিয়েছেন তিনি কোনওভাবেই ক্ষমা চাইবেন না।
কুণাল কামরার কথায়, 'আমি উড়ন্ত পাখি বা স্থির ফুটপাথ নই। আর আমি রসিকতার জন্য ক্ষমা চাই না...'। কিন্তু ঠিক কী বলেছেন কমেডিয়ান কুণাল কামরা?
আরও পড়ুন-সোহমের 'লাবণ্য' হয়ে ধরা দেবেন, কলকাতায় এসে কোন খাবার মনে ধরল পরীমনি-র
কমেডি শোয়ের ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে, কুণাল কামরা বলছেন 'প্রতি শনি এবং রবিবার নাকি সলমন খানের থেকে জ্ঞান নিতে হবে।' একইসঙ্গে ওইদিন তিনি নেপোটিজমের প্রসঙ্গও তুলে আনেন কথা প্রসঙ্গে। জানান সলমন খান নাকি একজন 'চু*য়া'।
কুণাল কামরা ওইদিন টেনে আনেন মহিলার হাতে সলমন খানের চড় খাওয়ার প্রসঙ্গও। তিনি বলেন 'মহিলারা ওকে চড় মারতে পারে আমরা কমেডিয়ানরা ওকে নিয়ে জোকস বলতে পারব না?' এদিন তিনি সলমন খানকে ‘অ্যাবনরমাল’ বলেও কটাক্ষ করেন।
এখনও পর্যন্ত সলমন খান এবং তাঁর দল এখনও কুণাল কামরার মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের কোনও সমাধান করতে পারেননি বলেই খবর। এবিষয়ে সলমন খান বা তাঁর টিমের তরফে প্রকাশ্যে কোনও মন্তব্যও করা হয়নি। তবে নিজের বক্তব্য থেকে সরে আসতে, ক্ষমা চাইতে নারাজ কুণাল কামরা।