বাংলা নিউজ > বায়োস্কোপ > Sweta Bhattacharya on Sohag Jol: 'ফ্লপ কাজ খিদে বাড়ায়', সোহাগ জলের ভরাডুবি নিয়ে কী মত শ্বেতার

Sweta Bhattacharya on Sohag Jol: 'ফ্লপ কাজ খিদে বাড়ায়', সোহাগ জলের ভরাডুবি নিয়ে কী মত শ্বেতার

সোহাগ জলের ভরাডুবি নিয়ে কী মত শ্বেতার

Sweta Bhattacharya: শ্বেতা ভট্টাচার্য ছোট পর্দা তো বটেই বড় পর্দার অন্যতম চর্চিত নাম। ‘জড়োয়ার ঝুমকো’, ‘যমুনা ঢাকি’র মতো একাধিক মেগা উপহার দিলেও এবার তাঁর নতুন ধারাবাহিক ‘সোহাগ জল’ কয়েক মাসেই বন্ধ হতে চলেছে। কিন্তু কেন? জানালেন শ্বেতা নিজেই।

শ্বেতা ভট্টাচার্য মানেই ছোট পর্দার অন্যতম পরিচিত মুখ। রূপ গুণ দুই দিয়েই বরাবর তিনি ভক্তদের মন জয় করেছেন। সম্প্রতি তাঁকে জি বাংলার মেগা ‘সোহাগ জল’-এ দেখা যাচ্ছে। তাঁর সঙ্গে এই ধারাবাহিকে জুটি বেঁধেছেন হানি বাফনা। কিন্তু এতদিন ধরে যে অভিনেত্রী একের পর এক হিট দিয়েছেন, যাঁর ধারাবাহিক মাস কেন বছরের পর বছর চলেছে সেই শ্বেতা ভট্টাচার্যের এই নতুন ধারাবাহিক ‘সোহাগ জল’ মাত্র কয়েক মাসেই বন্ধ হতে চলেছে। ‘জড়োয়ার ঝুমকো’, ‘যমুনা ঢাকি’ খ্যাত নায়িকা কী বলছেন এই বিষয়ে? কেন এভাবে আচমকাই কোপ পড়তে চলেছে তাঁর সিরিয়ালে?

‘সোহাগ জল’ কবে শেষ হচ্ছে? উত্তরে টিভি৯ বাংলাকে অভিনেত্রী বলেন, 'সোমবার শুটিং শেষ হয়ে যাচ্ছে আমাদের।' অর্থাৎ ২৬ তারিখই এই ধারাবাহিকের সকলে শেষবারের মতো একসঙ্গে হবেন। কিন্তু এবার এত জলদি কেন ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে? শ্বেতার মতে, 'আসলে এই ধারাবাহিকে খামতি থাকেনি কোনও। দর্শকরা কখনও কখনও আমাদের কোনও নির্দিষ্ট একটা চরিত্রকে ভালোবেসে ফেলেন। পরের কাজেও সেই একই চরিত্রে খুঁজতে থাকেন। তখন সেটা না পেলে তাঁদের ভালো লাগে না। এতদিন তাঁরা আমাকে প্রতিবাদী চরিত্রে দেখে এসেছে। একদিকে প্রতিবাদী যমুনা ছিলাম আর এখন শান্ত, নম্র জুঁইয়ের চরিত্রে অভিনয় করছি। দুটোয় পার্থক্য আছে। আর তাছাড়া সবসময় চরিত্র নয়। কখনও কখনও গল্পটাই দর্শকদের ভালো লাগে না। মেগা সিরিয়াল মানেই সময়ের সঙ্গে সঙ্গে গল্প পাল্টাবে, আর সেক্ষেত্রে হয়তো কোথাও ফাঁক থেকে গিয়েছে। এটা ভাগ্য বলতে পারেন।'

এতদিন ছোট পর্দায় জমিয়ে অভিনয় করেছেন। বড়ো পর্দাতেও ডেবিউ সেরে ফেলেছেন, এবার কি তবে ওটিটি মাধ্যমে ডেবিউ করার পালা? এই বিষয়ে প্রজাপতি খ্যাত অভিনেত্রী বলেন, 'মনে হচ্ছে এটাই হবে। এখনই নিশ্চিত ভাবে কিছু জানাচ্ছি না। কিন্তু হ্যাঁ, সত্যি হওয়ার সম্ভাবনা আছে।'

বড় পর্দায় গিয়ে আবার ছোট পর্দায় কেন? না ফিরলে হতো না? এই প্রসঙ্গে শ্বেতার মত, 'আমার পরিবারে আমিই রোজগেরে। আর আমি কাজকে সম্মান করি। তাই এই পেশা, অভিনয় আমার কাছে আশীর্বাদের মতো। আমি যেখানে মনের মতো কাজ পাব সে সিরিয়াল, সিনেমা, ওটিটি যাই হোক না কেন আমি করব। আমার কোনও আকাশছোঁয়া স্বপ্ন নেই। আমি আমার মতো কাজ করে যেতে পারলেই খুশি।'

সোহাগ জলের পর কী করবেন? 'কিছুটা সময় নিজেকে দেব। কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলাম। তাই পুরোপুরি সুস্থ হতে চাই। কিন্তু এটা কোনও বিরতি নয়। আমার এক সঙ্গে বেশ কিছু কাজের কথা চলছে। জি বাংলার তরফেও ফের ডাক পেয়েছি। ওদের সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক। দেখি। এগুলো এক এক করে সামলিয়ে ফের কাজে ফিরব। বসে থাকছি না।'

বন্ধ করুন