বাংলা নিউজ > বায়োস্কোপ > Swikriti Majumder: টিভি থেকে সাময়িক বিরতি! মিঠাই-চিঠির পর এবার কি বড়পর্দায় ‘মেয়েবেলা’র মৌ?

Swikriti Majumder: টিভি থেকে সাময়িক বিরতি! মিঠাই-চিঠির পর এবার কি বড়পর্দায় ‘মেয়েবেলা’র মৌ?

স্বীকৃতির আগামির পরিকল্পনা 

Swikriti Majumder on her upcoming projects: ছোটপর্দার সফল মুখেদের এখন বড়পর্দায় নিত্য আনাগোনা। সৌমিতৃষা, শোলাঙ্কিদের পর এবার কি ছবিতে দেখা মিলবে স্বীকৃতির? টেলিভিশন থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা জানালেন স্বীকৃতি। 

ইতিমধ্যেই মেয়েবেলার সফর শেষ করেছেন স্বীকৃতি মজুমদার। ২৪ ঘন্টা পার হতে না হতেই মৌ-কে বেজায় মিস করছেন অনুরাগীরা। টেলিভিশন দুনিয়ার অপেক্ষাকৃত নতুন মুখ স্বীকৃতি। তবে শুরুতেই নিজের অভিনয় গুণে দর্শকদের মন জিতে নিয়েছেন এই সুন্দরী। ‘খেলাঘর’-এর পর ‘মেয়েবেলা’ও তাঁর সাবলীল অভিনয় নজর কেড়েছে। এখন প্রশ্ন হল ছোটপর্দায় সফল ইনিংসের পর এবার কি নতুন মাধ্যম দেখা মিলবে নায়িকার? আরও পড়ুন-‘বিয়ের পরেও ডোডোদা বলেই ডেকেছি’, রূপা-বিতর্ক থেকে অর্পণের সঙ্গে রসায়ন, অকপট ‘মেয়েবেলা’র মৌ

টলিউডের বহুদিনের ধারা ছোটপর্দা থেকে নায়িকাদের বড় পর্দায় উত্তরণ। স্বস্তিকা মুখোপাধ্যায়, মিমি চক্রবর্তী, পাওলি দাম, ঋতাভরী চক্রবর্তী-- টেলিভিশন বহু জনপ্রিয় টলিনায়িকার আঁতুরঘর। সাম্প্রতিক সময়ে ছোটপর্দার অন্যতম চর্চিত নায়িকা শ্বেতা ভট্টাচার্যকে দেখা গিয়েছে ‘প্রজাপতি’ ছবিতে দেবের নায়িকা হিসাবে, আবার যিশু সেনগুপ্তর ‘বাবা,বেবি ও’তে কাজ করেছেন শোলাঙ্কি রায়। দেবের আসন্ন ছবি ‘প্রধান’-এর লিডিং লেডি টেলিভিশনের হার্টথ্রব নায়িকা সৌমিতৃষা কুণ্ডু, ওদিকে আবার জিতের প্রোডাকশনে ‘বুমেরাং’-এ সত্য়ম ভট্টাচার্যের নায়িকা হিসাবে বড়পর্দায় দেখা মিলবে দেবচন্দ্রিমা সিংহ রায়ের। এবার কি সেই পথেই হাঁটবেন  স্বীকৃতি? 

হিন্দুস্তান টাইমসের তরফে এই প্রশ্ন করা হলে অভিনেত্রীর সাফ জবাব, ‘ওটিটি, সিনেমা দুটো-তেই আমার খুব ইন্টারেস্ট রয়েছে। কথাবার্তাও হয়েছে কিছু প্রাথমিকভাবে। দেখা যাক, সবকিছু ঠিকঠাক যদি থাকে তাহলে হয়ত আগামী কয়েক মাসে ওটিটি বা ছবিতে কাজ করব’। কিন্তু এই ব্যাপারে এখনই কোনও তথ্য দিতে পারবেন না বলে জানান ‘মেয়েবেলা’র মৌ। টেলিভিশনকে কি তবে বিদায় জানাবেন স্বীকৃতি? তেমন কোনও প্ল্যান নেই, কিন্তু সাময়িক ব্রেক নেবেন। নায়িকার কথায়, ‘সিরিয়াল থেকে আপতত একটু ব্রেক নেব, অন্তত চার-পাঁচ মাস তো বটেই। মৌ চরিত্রটা জনপ্রিয়তা পেয়েছে, তাই দর্শককে সেই চরিত্রটা ভোলবার সময় আমি দেব, যাতে নতুনরূপে আমাকে গ্রহণ করতে সহজ হয়’।

মৌ-ডোডো জুটি এখনও গেঁথে রয়েছে দর্শকদের মনে। মাত্র পাঁচ মাসেই মেয়েবেলার জার্নি শেষ হওয়ায় মন খারাপ ফ্যানেদের। ‘মেয়েবেলা’র শ্য়ুটিং শেষের পর আপতত ব্যস্ততা খানিক কমেছে স্বীকৃতির। ঘুরতে যাওয়ার প্ল্যানও পাকা করে ফেলেছেন অভিনেত্রী। কোথায় যাচ্ছেন জানেন? খোলসা করলেন নিজেই। মৌ-এর কথায়, ‘অনেকদিন ধরে ঘুরতে যাওয়ার কথা ভাবছিলাম…। আমার পছন্দের ডেস্টিনেশন গোয়া, অনেকবার গিয়েছি, আবার সেখানেই যাওয়ার পরিকল্পনা রয়েছে’।

 

 

বন্ধ করুন