বাংলা নিউজ > বায়োস্কোপ > Taare Zameen Par: ‘তারে জমিন পর-এর পর মানুষকে বোঝাতে হয়েছিল আমি শুধুই রাগী বাবা নয়’, স্বীকারোক্তি বিপিনের

Taare Zameen Par: ‘তারে জমিন পর-এর পর মানুষকে বোঝাতে হয়েছিল আমি শুধুই রাগী বাবা নয়’, স্বীকারোক্তি বিপিনের

তারে জমিন পর-এর একটি দৃশ্য 

Taare Zameen Par Actor Vipin Sharma: অভিনয় তার জন্য নয়, এমনটা ভেবে কানাডা পাড়ি দিয়েছিলেন বিপিন শর্মা। ইরফান খানের জন্যই মন বদল হয় বিপিন শর্মার। কানাডার সাজানো কেরিয়ার ফেলে বলিউডে ফিরে স্ট্রাগল শুরু করেন বিপিন। 

নায়ক সুলভ রূপ বা চেহারা কোনওটাই তার ছিল না। ইন্ডাস্ট্রিতে নিজেকে ‘মিসফিট' মনে হত অভিনেতা বিপিন শর্মা। অভিনয় কেরিয়ারে ইতি টেনে কানাডায় গিয়ে নতুন জীবন গড়ছিলেন, কিন্তু বন্ধু ইরফান খানের ছবি ‘মকবুল’ তাঁর ভাবনা বদলে দেয়। সব পরিকল্পনা বাতিল করে ফের ভারতে তথা অভিনয়ের দুনিয়ায় ফিরে আসেন বিপিন। যাঁকে ‘তারে জমিন পর’ ছবিতে ঈশান অবস্তি (দর্শিল সাফারি)-র বাবার চরিত্রে দেখেছে দর্শক। 

বিপিন শর্মার কথায়, ‘তোমার ভিতরের আত্মবিশ্বাসটাই জরুরি। নিজেকে উপলব্ধি করতে হবে আমি এটাই করতে চাই, এবং আমি এটা করতে জানি। সেই স্তরে না পৌঁছাতে পারলে তুমি নিজেকে খুঁজে পাবে না।’ কানাডায় ফিল্ম এডিটর হিসাবে কাজ করছিলেন বিপিন। যখন ভারতে আসতেন ইরফান খান এবং নাসিরুদ্দিন শাহ-র সঙ্গে দেখা করতেন। ইরফানের জোরাজুরিতেই ‘মকবুল’ দেখেন। বিশাল ভারদ্বাজের ওই ছবি দেখে ন্যাশন্যাল স্কুল অফ ড্রামার এই ছাত্রের মনে হয়েছিল- ‘সিনেমা বদলাচ্ছে, আশু পরিবর্তন হচ্ছে অভিনয় জগতে’। 

২০০৭ সালে মুক্তি পেয়েছিল আমির খান-অমল গুপ্তে পরিচালিত ছবি ‘তারে জমিন পর’। এই ছবির সুবাদে গোটা দেশে পরিচিতি পান বিপিন, নন্দকিশোর অবস্তির চরিত্রে দাগ কেটেছিলেন তিনি। কিন্তু এই ছবির সাফল্যের কারণেই ‘স্টিরিওটাইপ’ চরিত্র পেতে শুরু করেন তিনি। তাঁর নামের পাশে জুড়ে যায় ‘চরিত্রাভিনেতা’ তকমা। টাকার উপার্জনের জন্য ছবি করতে হলেও ভালো চরিত্রের খিদে কোনওদিন ফেলতে পারেননি বিপিন। 

ঈশানের বাবার ‘ভিলেন’ বাবা হিসাবে দর্শক তাঁকে গ্রহণ করেছিল। ইন্ডিয়ান এক্সপ্রেসকে অভিনেতা জানান, ‘তারে জামিন পর-এর পর আমাকে মুশকিল পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে। লোকজনকে এটা বিশ্বাস করাতে যে আমি শুধু একজন রাগী বাবা নই, আমি আরও অনেক কিছু করতে পারি। আমি সত্যি কৃতজ্ঞ যে সুধীর মিশ্রা, তিগমাংশু ধুলিয়ার মতো পরিচালকরা আমাকে মজাদার গ্যাংস্টারের চরিত্র দিয়েছে। আর অনুরাগ কশ্যপ তো আমাকে গ্যাংস অফ ওয়াসিপুরের অংশ করার পাশাপাশি মিম-এর অংশও বানিয়ে ছেড়েছে’। 

বিপিনের কথায় ইন্ডাস্ট্রির মানুষজনকে বোঝাতে বেগ পেতে হয়েছে, তিনি একজন অভিনেতা শুধু চরিত্রাভিনেতা নন। সব ধরণের চরিত্রই সাবলীলভাবে পর্দায় উপস্থাপিত করতে পারবেন তিনি, এই ভরসাটা তৈরি করতে সময় লেগেছে। তবে নিজের কেরিয়ারগ্রাফে সন্তুষ্ট বিপিন শর্মা। 

তারে জমিন পর ছবি নিয়ে একটা আক্ষেপ রয়েছে বিপিনের। তিনি বলেন, ‘অনেক শেখবার সুযোগ পেয়েছি। বিশেষত আমির খানের থেকে। তবে এই ছবির পর লোকে আমাকে শুধু বাবার চরিত্রই অফার করত, ভাবত আমি ওটাই করতে পারি। তবে আমার আশা ছিল আমি অনেক চ্যালেঞ্জিং ছবির অফার পাব। সেটা হয়নি। ভাগ্যিস টাকার ফাঁদে পা দিয়ে একইরকম চরিত্রগুলো গ্রহণ করিনি।’ 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

স্ট্যান্ডের দিকে তাকিয়ে স্যালুট, সেনাকর্মী বাবাকে অভিনব সম্মান ধ্রুব জুরেলের আখের রস, লস্যিতে মাছের বরফ, অভিযানে বেরিয়ে হাতেনাতে ধরলেন পুর কর্তারা ‘যদি বিপদে পড়ি, ওয়াটার ব্রেক হয়, তাহলেও…’ অন্তঃসত্ত্বাকালীন সময়েও একা রূপাঞ্জনা রাজা-মহারাজাদের বিরুদ্ধে সরব কিন্তু নবাব-বাদশাহদের নিয়ে চুপ, রাহুলকে তোপ মোদীর হামলার জবাবে হামলাই হবে, এক ইঞ্চি জমি ছাড়ব না, তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের মনোমালিন্যের জেরে ১৪ বছরের দূরত্ব,কবে আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০তম ছবি ‘অযোগ্য' রাগে গজগজ করতে করতে কোচের সঙ্গেই তর্ক পৃথ্বীর, বাদ পড়েই কি ক্ষোভে ফেটে পড়লেন? শুধু কলকাতা নয়, ঘামছে বেঙ্গালুরুও! গরমের তাণ্ডব কবে কাটবে?রইল আবহাওয়ার পূর্বাভাস 'চাক দুম দুম' গানে ফিরল পুরনো স্মৃতি, ফের পর্দায় একসঙ্গে মাধুরী-করিশ্মা অক্ষয় তৃতীয়ায় শুভ ধন যোগের সংযোগ, সোনার মতো ভাগ্য চমকাবে ৩ রাশির

Latest IPL News

স্ট্যান্ডের দিকে তাকিয়ে স্যালুট, সেনাকর্মী বাবাকে অভিনব সম্মান ধ্রুব জুরেলের রাগে গজগজ করতে করতে কোচের সঙ্গেই তর্ক পৃথ্বীর, বাদ পড়েই কি ক্ষোভে ফেটে পড়লেন? কেন ভারতের বিশ্বকাপ দলে ১ম পছন্দের কিপার হওয়া উচিত সঞ্জুর, বলে দিচ্ছে পরিসংখ্যান IPL-এর নিয়ম ভেঙে শাস্তির মুুখে ইশান কিষান, ছেড়ে কথা বলল না BCCI দুই ক্যাপ্টেনের ডুয়েলে বাজিমাত সঞ্জুর, রাহুলের লড়াই ব্যর্থ করে দুরন্ত জয় RR-এর ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.